Firefox OS এ কল করুন এবং ভয়েসমেইল এক্সেস করুন

সংস্করণের তথ্য
  • সংস্করণ id: 73948
  • নির্মিত:
  • রচয়িতা: Ashickur Rahman
  • মন্তব্য: Typo Fixed, update some string
  • পর্যালোচনা অবস্থা: হ্যাঁ
  • পর্যালোচনা অবস্থা:
  • পর্যালোচনা করেছেন: ashickurnoor
  • Is approved? হ্যাঁ
  • বর্তমান সংস্করণ? না
  • অনুবাদের জন্য তৈরি: না
সংস্করণের উৎস
সংস্করণের বিষয়বস্তু

কল করা এবং কল পরিচালনার জন্য Firefox OS এ অনেক অপশনস রয়েছে ।

  • একটি কল করতে, Phone অ্যাপ্লিকেশন খুলুন, একটি নম্বর ডায়াল করুন এবং সবুজ কল বাটন চাপুন । এছাড়াও আপনি কল লগ Call call log থেকে একটি নাম্বার নির্বাচন করতে পারবেন অথবা আপনার কোন্টাক Call contacts থেকে ।

আপনার কল লগ অথবা পরিচিতি থেকে একটি কল শুরু করুন

কল লগ Call call log আপনার সকল ইনকামিং , আউটগোয়িং এবং মিসসড কল এর তালিকা করে রাখে । এটি আপনার পরিচিতি তালিকার সাথে কাজ করে যা আপনাকে কল করতে এবং পরিচিতি যুক্ত করতে দেয়।

  • পরিচিতি পৃষ্ঠা খুলতে একটি বিদ্যমান পরিচিতি থেকে একটি কল ট্যাপ করুন। তারপর একটি কল করতে ফোন নম্বর ট্যাপ করুন । আপনি পর্দার নীচের অংশের contact বাটন Call contacts ট্যাপ করে আপনার পরিচিতি তালিকায় সরাসরি যেতে পারেন ।
    Call contact
  • একটি নতুন নম্বর থেকে কল ট্যাপ করলে একটি মেনু খুলবে যা ওই নাম্বারে কল করতে, একটি নতুন পরিচিতি যুক্ত করতে অথবা একটি বিদ্যমান পরিচিতিতে এটি যুক্ত করার সুবিধা দেয়।
    Call log options
আপনার শেষ কল রিডায়েল করতে চান? স্বয়ংক্রিয়ভাবে আপনার কল করা শেষ নম্বরে ডায়াল করতে শুধু সবুজ কল বাটন ট্যাপ করুন callbutton

পরিচিতি এর সঙ্গে কাজ করার সম্বন্ধে আরও বেশি তথ্যের জন্য, Firefox OS এ কিভাবে পরিচিতি যোগ, শেয়ার এবং ব্যাবস্থাপনা করা যায় দেখুন।

ইন কল অপশন

আপনার কল করার মধ্যে আপনি যা করতে পারেন :

  • আপনার মাইক্রোফোনকে নীরব করতে মিউট বাটন ট্যাপ করুন ।
  • নম্বর প্যাড আনার জন্য ডায়ালার বাটন ট্যাপ করুন । এটি ভয়েস মেইল বা অন্যান্য স্বয়ংক্রিয় ফোন সিস্টেম নেভিগেট করার জন্য সহায়ক ।
  • স্পিকার ফোন স্যুইচ করতে স্পিকার বাটন ট্যাপ করুন , যাতে অন্যরা কথা শুনতে পারে ।
  • অবশ্যই, লাল বাটন ট্যাপ করলে কল কেটে যাবে ।
    In-call options

কনফারেন্স কলিং

একটি কথোপকথন একাধিক ব্যক্তির সাথে করতে চান? আপনার অন্যান্য পরিচিতিও যোগ দিতে পারেন ।

  • সক্রিয় কলে থাকার সময়, add a caller বাটন ট্যাপ করুন ।
    conf call
  • আপনার পরিচিতি প্রদর্শন করা হবে । যে পরিচিতি কে আপনি আপনার কলে যোগ করতে চান তাকে নির্বাচন করুন ।
  • যখন আপনার অতিরিক্ত পরিচিতি যুক্ত হয়, উপরোক্ত ধাপগুলি পুনরাবৃত্তি করে আপনি কলে আরো বন্ধুদের যোগ করতে পারবেন ।
    connect conf
আপনি একটি কলে সর্বোচ্চ পাঁচ বন্ধুদের যুক্ত করতে পারেন, আপনাকে সহ ছয় অংশগ্রহণকারীর জন্য ।

আপনার ভয়েসমেইল অ্যাক্সেস করুন

  • ফোন অ্যাপ্লিকেশন খুলুন আপনার ভয়েসমেইলে কল করার জন্য সংখ্যা ১ চেপে ধরে রাখুন ।
    Call voicemail