Firefox এর পুরোনো সংস্করণ ইনস্টল করুন

সংস্করণের তথ্য
  • সংস্করণ id: 58523
  • নির্মিত:
  • রচয়িতা: Rabbi Hossain
  • মন্তব্য: Completed the l10n. Template:UpdateProblem need to be reviewd before reviewing this article.
  • পর্যালোচনা অবস্থা: না
  • অনুবাদের জন্য তৈরি: না
সংস্করণের উৎস
সংস্করণের বিষয়বস্তু

মাঝেমধ্যে ফায়ারফক্স আপডেটে কোন সমস্যা হলে, মানুষ পুরোনো সংস্করনে ফিরে যাওয়ার উপায় খোজে। এটা সচরাচর সমস্যাগুলো ঠিক করেনা এবং আপনার কম্পিউটারের নিরাপত্তা বিঘ্নিত করে। এই নিবন্ধটি আপনাকে পুরোনো সংস্করনে ফিরে যাওয়ার বিকল্প উপায় এবং পুরোনো ফায়ারফক্স সংস্করনের ডাউনলোড লিক দিয়ে থাকে যদি আপনি ফিরে যেতে যান।

পুরোনো সংস্করনে ফিরে গেলে সব সমস্যার সমাধান হয়না

আপডেট ইন্সটল করার পর ফায়ারফক্সে কোন সমস্যা হলে তা নতুন আপডেট এর কারনে হয়না। বরং সমস্যা সৃষ্টি হয় আপডেট এর প্রক্রিয়া চলাকালীন সময়ে। পুর্ববর্তী সংস্করন ইন্সটল করলে বেশিরভাগ ক্ষেত্রেই সমস্যার সমাধান হয়না। তার বদলে দেখুন:

দ্রষ্টব্যঃ ফায়ারফক্স রিসেট করার ফীচার এর মাধ্যমে অন্য সমস্যাগুলো খুব সহজেই সমাধান করা সম্ভব। এটি ফায়ারফক্সকে এর ডিফল্ট অবস্থায় নিয়ে আসে এবং এর সাথে আপনার প্রয়োজনীয় তথ্যগুলোও সংরক্ষিত রাখে।

তবুও আমি ডাউনগ্রেড করতে চাই — পুর্ববর্তী সংস্করনগুলো কোথায় পাবো?

যদিও পুরোনো সংস্করনগুলো পরীক্ষা করার জন্যে মজিলার একটি ওয়েবসাইট আছে , তবে নতুন সংস্করন ছাড়া অন্য কিছু ইন্সটল করতে আমরা উৎসাহ দেই না।

সতর্কতাঃ পুরোনো সংস্করন ব্যবহার করার মাধ্যমে নিরাপত্তা সংক্রান্ত ঝুকির সৃষ্টি হতে পারে।

যদি আপনি ফায়ারফক্স এর নতুন সংস্করন চালাতে না পারেন, তাহলে আমরা পরামর্শ দিব আপনি যাতে অন্য ব্রাউজার এর নতুন সংস্করন চালান। :

ফায়ারফক্সকে উন্নত করতে আমাদের সাহায্য করুন

যদি ফায়ারফক্স এর নতুন সংস্করন কোন সমস্যার সৃষ্টি করে বা আপনি যদি এর কোন কিছু পছন্দ না করেন, তাহলে আপনার মতামত আমাদের জানান। এখানে: