Linux এ Firefox ইনস্টল করুন
সংস্করণের তথ্য
- সংস্করণ id: 58522
- নির্মিত:
- রচয়িতা: Ashfaq Hossain
- মন্তব্য: অনুবাদ শেষ করা হয়েছে
- পর্যালোচনা অবস্থা: না
- অনুবাদের জন্য তৈরি: না
সংস্করণের উৎস
সংস্করণের বিষয়বস্তু
ফায়ারফক্স ব্যবহার করার জন্য প্রথমে আপনাকে আপনার কম্পিউটারে ফায়ারফক্স ইন্সটল করতে হবে। লিনাক্সে কিভাবে ফায়ারফক্স ইন্সটল করতে হয় তা এই নিবন্ধে দেখানো হয়েছে। অন্য অপারেটিং সিস্টেমের জন্য Windows এ Firefox ডাউনলোড এবং ইনস্টল করা এবং ম্যাক -এ ফায়ারফক্স ইনস্টল করা দেখুন।
অনেক লিনাক্স ডিস্ট্রিবিউশনেই আগে থেকে ফায়ারফক্স দেওয়া থাকে। এছাড়া প্রায় প্রতিটি ডিস্ট্রিবিউশনেরই একটি প্যাকেজ ম্যানেজমেন্ট সিস্টেম থাকে যার মাধ্যমে সহজেই ফায়ারফক্স ইন্সটল করা যায়। সাধারণত প্যাকেজ ম্যানেজমেন্ট থেকেই ইন্সটল করা উচিত। কেননা প্যাকেজ ম্যানেজমেন্টে:
- আপনি যেন সকল প্রয়োজনীয় লাইব্রেরী পান তা নিশ্চিত করা হয়।
- এমনভাবে ফায়ারফক্স ইন্সটল করা হয় যেন তা আপনার ডিস্ট্রিবিউশনের সাথে সব থেকে ভালোভাবে কাজ করে।
- ফায়ারফক্স চালু করার জন্য সর্টকাট তৈরি করা হয়।
- অন্যান্য যে কোন অ্যাপ্লিকেশনের মত একইভাবে ফায়ারফক্স বাদ দেওয়া যায়।
প্যাকেজ ম্যানেজমেন্টের কিছু নেতিবাচক দিকও আছে। যেমনঃ
- এতে হয়তো আপনি ফায়ারফক্সের সর্বশেষ সংস্করণ পাবেন না।
- এতে হয়তো আপনি এমন কোন সংস্করণ পাবেন ফায়ারফক্স দ্বারা অনুমোদিত নয়।
প্যাকেজ ম্যানেজমেন্ট থেকে ইন্সটল করা
প্যাকেজ ম্যানেজমেন্ট থেকে ফায়ারফক্স ইন্সটল করার জন্য আপনি লিনাক্সের যে ডিস্ট্রিবিউশন ব্যবহার করছেন তার ডকুমেন্ট্রেশন দেখুন।
প্যাকেজ ম্যানেজমেন্ট ব্যতীত ইন্সটল করা
প্যাকেজ ম্যানেজমেন্ট ব্যতীত ফায়ারফক্স ইন্সটল করার সম্পূর্ন নির্দেশাবলি সম্ভবত আপনার ডিস্ট্রিবিউশনের সহায়তামূলক ওয়েব সাইটে দেওয়া আছে। যেমনঃ
- ফায়ারফক্স ইন্সটল করার আগে নিশ্চিত হয়ে নিন, আপানর কম্পিউটারে সকল প্রয়োজনীয় লাইব্রেরী ইন্সটল করা আছে কিনা। কোন লাইব্রেরী ইন্সটল করা না থাকলে ফায়ারফক্স চালু হবে না।
- মজিলা থেকে সরবরাহ করা .tar.bz2 ফরমেটের ইন্সটলেশন ফাইলে কোন সোর্স ফাইল থাকে না। কেবল আগে থেকে কম্পাইল করা বাইনারি ফাইল থাকে; যাতে আপনি সহজেই ফাইলটি আনপ্যাক করে চালু করতে পারেন। সোর্স থেকে প্রোগ্রামটি কম্পাইল করে নেওয়ার কোন প্রয়োজন নেই।
- পরবর্তী নির্দেশনাগুলো আপনার হোম ডিরেক্টরিতে ফায়ারফক্স ইন্সটল করবে এবং কেবল বর্তমান ব্যবহারকারী এটি চালু করতে পারবে।
- ফায়ারফক্স ডাউনলোড পেজ হতে আপনার হোম ডিরেক্টরিতে ফায়ারফক্স ডাউনলোড করে নিন।
- Terminal চালু করুন এবং হোম ডিরেক্টরিতে যানঃ
cd ~
- ডাউনলোড করা ফাইলটি এক্সট্রাক্ট করুনঃ
tar xjf firefox-*.tar.bz2
- ফায়ারফক্স চালু থাকলে বন্ধ করে নিন।
- ফায়ারফক্স চালু করতে firefox ফোল্ডারের firefox স্ক্রিপ্ট রান করুনঃ
~/firefox/firefox
এখন ফায়ারফক্স চালু হবে। এই কমান্ডটি রান করার জন্য আপনি চাইলে ডেক্সটপে একটি আইকন তৈরি করে নিতে পারেন।
libstdc++5 error
যেভাবে আগে বলা হয়েছে, ফায়ারফক্স চালু করতে হলে আপনাকে প্রয়োজনীয় লাইব্রেরীগুলো ইন্সটল করতে হবে। অনেক ডিস্ট্রিবিউশনেই আগে থেকে libstdc++5 দেওয়া থাকে না।
"firefox not installed" ম্যাসেজ অথবা wrong version of Firefox starts
যদি উপরের নির্দেশনা অনুযায়ী ফায়ারফক্স ইন্সটল করা হয় তবে (Terminal-এ কিংবা ডেক্সটপ এর লঞ্চারে) এই কমান্ড ব্যবহার করলে অবশ্যই ফায়ারফক্স চালু হবেঃ ~/firefox/firefox
আপনি যদি Terminal-এ firefox
কমান্ড লিখে ফায়ারফক্স চালু করাতে চেষ্টা করেন তবে এটি ফায়ারফক্সের প্যাকেজ ম্যানেজার দ্বারা ইন্সটল করা সংস্করণ চালু করবে। অথবা বলবে প্রোগ্রামটি ইন্সটল করা নেই।