আমরা বেশ কিছু ভাল কাজ করেছি, কিন্তু আমরা আপনার সহায়তা চাই। এখানে আপনি আপনার প্রতিক্রিয়া ব্যাক্ত করতে পারেন এবং আপনার মেন্টরিং প্রসেস উন্নতি করতে পারেন।
জরিপে অংশগ্রহণ
ওয়েব মেকার মেন্টর কমিউনিটি সর্বদা উদ্ভাবন এবং পরিবর্তন আনছে, যে কারণে আমরা কিছু জরিপ চালাচ্ছি যাতে করে আপনারা আমাদের পরবর্তী দিক নির্ধারণ করতে সাহায্য করতে পারেন। যদি আপনি একজন ওয়েবমেকার মেন্টর হয়ে আপনার আইডিয়া গুলো শেয়ার করতে চান তাহলে ওয়েবমেকার মেন্টর জরিপ ব্যবহার করুন। যদি আপনার ওয়েব মেকার অর্গানাইজেশন অথবা যে কোন ওয়েব মেকার টুল সম্বন্ধে অধিক ধারণা থাকে তাহলে পণ্য কেন্দ্রিক জরিপেও অংশ নিতে পারেন।
সাধারণ প্রতিক্রিয়া ব্যক্ত করুন
আমরা আমাদের সম্পদগুলোকে উন্নত করতে আগ্রহী। কীভাবে আমরা শিক্ষা উপকরণের উন্নতি সাধন করতে পারি? কোন ধরণের শিক্ষা উপকরণ আপনি চান? কী ধরণের সেবা আপনারা আমাদের কাছ থেকে আশা করেন? আমাদের সাথে থাকুন এবং আপনার চিন্তা ভাবনাগুলো ব্যক্ত করুন। আপনি...
- ওয়েবমেকার প্রতিক্রিয়া পাতাটি ব্যবহার করতে পারেন।
- #teachtheweb হ্যাশট্যাগ ব্যবহার করে আপনার চিন্তা ভাবনা শেয়ার করতে পারেন।
- @mozteach দিয়ে টুইট করুন।
- আমাদের মেন্টর কমিউনিটিতে শেয়ার করুন।
- নিউজগ্রুপ এ একটি ডিসকাশন থ্রেড চালু করুন।
ইভেন্টে যোগদান
প্রতিক্রিয়া ব্যক্ত করার এবং মেন্টরিং প্রক্রিয়া উন্নত করার একটি মজার এবং অনুপ্রেরণামূলক পদ্ধতি হল আপনি যেটা চিন্তা করছেন সেটা সশরীরে বলা। আপনি যদি আলোচনা করতে চান তাহলে একটি ওয়েবমেকার পার্টিতে যোগদানের মাধ্যমে সেই সাহায্য পেতে পারেন। আপনার আশেপাশে কোন ইভেন্ট হচ্ছে কিনা তা দেখার জন্য আপনি ঢুঁ মারতে পারেন ইভেন্টস পাতায়।
আপনার নিজের টিচিং কিট তৈরি করুন
টিচিং কিট এক্টিভিটি ও রিসোর্স ভরপুর, যা ওয়েব মেকিং এর উপর দৃষ্টি রেখে লার্নিং সেশন কে সহজতর করতে সাহায্য করবে। অংশগ্রহণকারীর দক্ষতা বৃদ্ধির জন্য পর্যায়ক্রমিক ভাবে আপনার যা কিছু দরকার আপনি সব পরামর্শ খুঁজে পাবেন। রিমিক্সি একটা ভাল উপায় যা টিচিং এর ডিজিটাল স্কিল বৃদ্ধি করতে সাহায্য করে। সেই সাথে এটি সাধারণ মানুষ কিভাবে ব্যবহার করছে তা বুঝে রিসোর্স কে উন্নততর করতে কমিউনিটিকে সাহায্য করে।
- একটি টিচিং কিট তৈরি করুন। টিচিং কিট টেমপ্লেটস ব্যবহার করুন কিংবা এইখানে যেয়ে webmaker.org/teach কারো কিট রিমিক্স করুন।
- শেয়ার করুন। আপনার লিঙ্কটি বন্ধু এবং সহকর্মীদের সাথে শেয়ার করুন। #teachtheweb ব্যবহার করে এটি টুইট করুন অথবা মেন্টর কমিউনিটি থেকে প্রতিক্রিয়া লাভ করুন।
আমরা আপনার কথা শোনার জন্য অপেক্ষা করছি।