অন্য কম্পিউটার থেকে Internet Explorer Favorites নিয়ে আসুন

সংস্করণের তথ্য
  • সংস্করণ id: 78879
  • নির্মিত:
  • রচয়িতা: Anik Chowdhury
  • মন্তব্য: অনুবাদ সম্পন্ন হয়েছে
  • পর্যালোচনা অবস্থা: না
  • অনুবাদের জন্য তৈরি: না
সংস্করণের উৎস
সংস্করণের বিষয়বস্তু

এই নিবন্ধ বর্ণনা করে কীভাবে আপনি অন্য কম্পিউটার থেকে Internet Explorer Favorites আপনার Windows এর Firefox Bookmarks এ পেতে পারেন। আপনার অপারেটিং সিস্টেমের জন্য Internet Explorer browser বর্তমানে সুলভ নয়।

আপনার Bookmarks/Favorites অন্য কম্পিউটারে কপি করতে, আপনাকে সেগুলো Internet Explorer থেকে নিয়ে আসতে হবে, অন্য কম্পিউটারে ফাইল কপি করতে হবে, তারপর সেগুলোকে Firefox এ নিয়ে আসতে হবে।

Internet Explorer থেকে বুকমার্কস আনয়ন

Note: এই পদক্ষেপগুলো Internet Explorer 9 এর জন্য। আগের সংস্করণের জন্য পদক্ষেপ সামান্য ভিন্ন হতে পারে।
  1. কম্পিউটারে Internet Explorer খুলুন যাতে সেই Favorites রয়েছে যা আপনি বের করতে চান।
  2. আপনার কিবোর্ডের Alt কি প্রেস করুন। (with File, Edit, View, etc.) সহ মেন্যু বার দেখাবে।
  3. ক্লিক করুন File মেন্যুতে এবং বাছাই করুন Import and Export...। The Import/Export Settings Window দেখাবে।

    Importing IE Favorites 1
  4. Import/Export Settings উইন্ডোতে Export to a file নির্বাচন করতে ক্লিক করুন। তারপর ক্লিক করুন Next বাটনে।
  5. নির্বাচন করুন Favorites। তারপর ক্লিক করুন Next বাটনে।
  6. যে Favorites ফোল্ডার এক্সপোর্ট করতে চান তা নির্বাচন করুন। আপনার সকল ফেভারিট এক্সপোর্ট করতে তালিকায় সবার ওপরে Favorites ফোল্ডারে ক্লিক করুন। তারপর Next বাটনে ক্লিক করুন।
  7. ক্লিক করুন Browse... বাটনে, তারপর যে ফোল্ডারে আপনার বুকমার্কস সংরক্ষণ করবেন তাতে যান। তারপর ক্লিক করুন Export বাটনে।


অন্য কম্পিউটারে বুকমার্ক ফাইল কপি করা

ওপরে যে ফাইল তৈরি করলেন তা অন্য কম্পিউটারে কপি করুন। আপনি এটা ই-মেইল, নেটওয়ার্কের মাধ্যমে, USB ড্রাইভ এর সাহায্যে, অথবা যেকোনোভাবেই করতে পারেন।


Firefox এ বুকমার্কস নিয়ে আসা

যে কম্পিউটারে আপনি Favorites রাখতে চান তাতে Firefox খুলুন:

Tip: কোথাও নিয়ে আসার আগে আপনার বুকমার্কস এর ব্যাকআপ রাখা ভালো ভাবনা। এটা করতে ঘুরে আসুন ব্যাকআপ থেকে বুকমার্কসগুলো পুনরুদ্ধার অথবা অন্য কম্পিউটারে স্থানান্তর
  1. এখানে লাইব্রেরি বাটনে 57 library icon ক্লিক করুন, তারপর Bookmarks ক্লিক করুন। স্ক্রল করে নিচে যান এবং Show all Bookmarks ক্লিক করুন। বুকমার্ক বাটনে ক্লিক করুন Bookmarks-29 এবং লাইব্রেরী উইন্ডো ওপেন করতে Show All Bookmarks সিলেক্ট করুন।

  2. লাইব্রেরি উইন্ডোর টুলবার থেকে, f60cc26c38fc04cce87eb6ea6ec8c400-1259975468-619-1.pngImport and Backup বাটনে ক্লিক করুন এবং Import Bookmarks from HTML... নির্বাচন করুন।
    Importing HTML Bookmarks - Win fx7
  3. ইম্পোর্ট বুকমার্ক ফাইল উইন্ডো যেটা খোলা আছে, আপনি যে HTML ফাইল এক্সপোর্ট করেছিলেন তা খুঁজে বের করুন, ফাইলটি নির্বাচন করুন।
  4. Open বাটনে ক্লিক করুন। ইম্পোর্ট বুকমার্ক ফাইল উইন্ডো বন্ধ হয়ে যাবে।
  5. লাইব্রেরি উইন্ডো বন্ধ করে দিন।

আপনার Internet Explorer Favorites, Bookmarks Menu directory এর ভেতর আপনার Firefox বুকমার্কস এর সাথে সংযুক্ত হবে।