গুগল ক্রোম হতে সকল বুকমার্ক ফায়ারফক্সে নিয়ে আসুন

সংস্করণের তথ্য
  • সংস্করণ id: 75289
  • নির্মিত:
  • রচয়িতা: Rashik Ishrak Nahian
  • মন্তব্য: updated
  • পর্যালোচনা অবস্থা: না
  • অনুবাদের জন্য তৈরি: না
সংস্করণের উৎস
সংস্করণের বিষয়বস্তু

ফায়ারফক্সে আপনি খুব সহজেই গুগল ক্রোমের সকল বুকমার্ক ও অন্যন্যা ডাটা নিয়ে আসতে পারবেন। ফায়ারফক্স আপনাকে এই সুবিধাটি দেয়। সে সম্পর্কে এই নিবন্ধনটি থেকে আপনি ধাপে ধাপে নির্দেশাবলী পেয়ে যাবেন।

  1. এখানে লাইব্রেরি বাটনে 57 library icon ক্লিক করুন, তারপর Bookmarks ক্লিক করুন। স্ক্রল করে নিচে যান এবং Show all Bookmarks ক্লিক করুন। বুকমার্ক বাটনে ক্লিক করুন Bookmarks-29 এবং লাইব্রেরী উইন্ডো ওপেন করতে Show All Bookmarks সিলেক্ট করুন।

  2. লাইব্রেরি উইন্ডোর টুলবার থেকে ক্লিক করুন f60cc26c38fc04cce87eb6ea6ec8c400-1259975468-619-1.pngImport and Backup এবং নির্বাচিত করুন Import Data from Another Browser...
    Chrome Win 1
    দ্রষ্টব্যঃ আপনি যদি ব্যক্তিগত ব্রাউজিং মোডে থেকে থাকেন তাহলে Import Data from Another Browser... মেন্যুটি কাজ করবে না ( ধূসর রঙ হয়ে থাকবে) । সেই ক্ষেত্রে Private Browsing মেন্যুটি বন্ধ করে দিয়ে আবার চেষ্টা করুন।
  3. সকল বুকমার্ক নিয়ে আসার জন্য যে উইজার্ড উইন্ডোটি খোলা আছে সেখানে Chrome সিলেক্ট করুন তারপর ক্লিক করুন NextContinue
    Chrome Win 2
  4. আপনি কোন সেটিংস এবং তথ্য নিয়ে আসতে পারবেন তার একটি তালিকা ফায়ারফক্স আপনাকে দেখাবে। যে জিনিসগুলি আপনি নিয়ে আসতে চান সেগুলি নির্বাচিত করুন , তারপর ক্লিক করুন NextContinue.
    Chrome Win 3
    • কুকি: কুকি হল ছোট্ট সাইজের তথ্য সমূহ যা কিছু ওয়েবসাইট আপনার কম্পিউটারে সংরক্ষন করে থাকে। সংরক্ষন করার মূল উদ্দেশ্য ওয়েবসাইটটিতে আপনাকে লগ ইন করে রাখা, কোন অপশন বহাল রাখা কিংবা অন্য যে কোন কাজের জন্য।
    • ব্রাউজিং ইতিহাস: ব্রাউজিং ইতিহাস হল আপনি কোন কোন ওয়েবসাইট পরিদর্শন করেছেন তার সংরক্ষিত তালিকা।
    • বুকমার্ক: বুকমার্ক হল যে ওয়েবপেজ গুলো আপনি আপনার কম্পিউটার এ সংরক্ষন করেছেন।
  5. ক্লিক করুন FinishDone। যে জিনিসগুলি আপনি নির্বাচিত করেছিলেন সেগুলো চলে এসেছে।