গুগল ক্রোম হতে সকল বুকমার্ক ফায়ারফক্সে নিয়ে আসুন
সংস্করণের তথ্য
- সংস্করণ id: 63069
- নির্মিত:
- রচয়িতা: Ashiqur Rahman Amit
- মন্তব্য: TIP এর বাংলা মিনিং দেওয়া হল
- পর্যালোচনা অবস্থা: না
- অনুবাদের জন্য তৈরি: না
সংস্করণের উৎস
সংস্করণের বিষয়বস্তু
গুগল ক্রোম হতে সকল বুকমার্ক নিয়ে যাবার জন্য প্রথমে আপনাকে ক্রোমের সকল বুকমার্ক একটি এইচটিএমএল ফাইলে নিয়ে যেতে হবে। তারপর সে ফাইল টিকে ফায়ারফক্সে নিয়ে আসতে হবে।
ক্রোম হতে সকল বুকমার্ক নিয়ে যাওয়া
গুগল ক্রোমের সকল বুকমার্ক নিয়ে যাবার জন্যঃ
- ক্রোমের টুলস মেন্যু খোলার জন্য টুল আইকনে ক্লিক করুন। তারপর সিলেক্ট করুন । ক্রোমের বুকমার্ক ম্যানেজার ট্যাবটি খুলে যাবে।
- ক্রোমের বুকমার্ক ম্যানেজার ট্যাবে এই মেন্যুটিতে
- এই উইন্ডোতে Save As আপনি আপনার কম্পিউটারের একটি জায়গা ঠিক করুন যেখানে আপনি ক্রোম হতে নিয়ে বুকমার্কের এইচটিএমএল ফাইলটি সংরক্ষন করবেন।
সকল বুকমার্ক ফায়ারফক্সে নিয়ে আসা
ফায়ারফক্সে বুকমার্ক নিয়ে আসার জন্য ফায়ারফক্স চালু করুন। তারপরঃ
-
এখানে লাইব্রেরি বাটনে
ক্লিক করুন, তারপর ক্লিক করুন। স্ক্রল করে নিচে যান এবং ক্লিক করুন। বুকমার্ক বাটনে ক্লিক করুন
এবং লাইব্রেরী উইন্ডো ওপেন করতে সিলেক্ট করুন।
- লাইব্রেরি উইন্ডোর টুলবার থেকে,
- ইম্পোর্ট বুকমার্ক ফাইল উইন্ডো যেটা খোলা আছে, আপনি যে HTML ফাইল এক্সপোর্ট করেছিলেন তা খুঁজে বের করুন, ফাইলটি নির্বাচন করুন।
- বাটনে ক্লিক করুন। ইম্পোর্ট বুকমার্ক ফাইল উইন্ডো বন্ধ হয়ে যাবে।
- লাইব্রেরি উইন্ডো বন্ধ করে দিন।
আপনার ক্রোমের সকল বুকমার্ক আপনার ফায়ারফক্সের Bookmarks Menu ফোল্ডারে যুক্ত হবে।
ফায়ারফক্সে আপনি খুব সহজেই গুগল ক্রোমের সকল বুকমার্ক ও অন্যন্যা ডাটা নিয়ে আসতে পারবেন। ফায়ারফক্স আপনাকে এই সুবিধাটি দেয়। সে সম্পর্কে এই নিবন্ধনটি থেকে আপনি ধাপে ধাপে নির্দেশাবলী পেয়ে যাবেন।
এখানে লাইব্রেরি বাটনে
ক্লিক করুন, তারপর ক্লিক করুন। স্ক্রল করে নিচে যান এবং ক্লিক করুন। বুকমার্ক বাটনে ক্লিক করুন
এবং লাইব্রেরী উইন্ডো ওপেন করতে সিলেক্ট করুন।
- লাইব্রেরি উইন্ডোর টুলবার থেকে ক্লিক করুন
- দ্রষ্টব্যঃ আপনি যদি ব্যক্তিগত ব্রাউজিং মোডে থেকে থাকেন তাহলে Private Browsing মেন্যুটি বন্ধ করে দিয়ে আবার চেষ্টা করুন।মেন্যুটি কাজ করবে না ( ধূসর রঙ হয়ে থাকবে) । সেই ক্ষেত্রে
এবং নির্বাচিত করুন
- Iসকল বুকমার্ক নিয়ে আসার জন্য যে উইজার্ড উইন্ডোটি খোলা আছে সেখানে Chrome সিলেক্ট করুন তারপর ক্লিক করুন
- আপনি কোন সেটিংস এবং তথ্য নিয়ে আসতে পারবেন তার একটি তালিকা ফায়ারফক্স আপনাকে দেখাবে। যে জিনিসগুলি আপনি নিয়ে আসতে চান সেগুলি নির্বাচিত করুন , তারপর ক্লিক করুন
- কুকি: কুকি হল ছোট্ট সাইজের তথ্য সমূহ যা কিছু ওয়েবসাইট আপনার কম্পিউটারে সংরক্ষন করে থাকে। সংরক্ষন করার মূল উদ্দেশ্য ওয়েবসাইটটিতে আপনাকে লগ ইন করে রাখা, কোন অপশন বহাল রাখা কিংবা অন্য যে কোন কাজের জন্য।
- ব্রাউজিং ইতিহাস: ব্রাউজিং ইতিহাস হল আপনি কোন কোন ওয়েবসাইট পরিদর্শন করেছেন তার সংরক্ষিত তালিকা।
- বুকমার্ক: বুকমার্ক হল যে ওয়েবপেজ গুলো আপনি আপনার কম্পিউটার এ সংরক্ষন করেছেন।
.
- ক্লিক করুন
- যেহেতু পূর্বনির্ধারিত ভাবে ক্রোম তার সংরক্ষিত সকল বুকমার্ক, বুকমার্ক টুলবারে রাখে। সেজন্য আপনি যেসকল বুকমার্ক ক্রোম থেকে নিয়ে এসেছেন সেগুলি ফায়ারফক্সের Bookmarks Toolbar এ From Google Chrome নামের ফোল্ডারের মধ্যে পাবেন । ফায়ারফক্সের বুকমার্ক ব্যবহারের আরো তথ্যের জন্য এই নিবন্ধনটি দেখতে পারেন আপনার পছন্দের ওয়েবসাইট সংরক্ষন করে রাখতে ও ব্যবহারের জন্যে বুকমার্ক এর ব্যবহার
. যে জিনিসগুলি আপনি নির্বাচিত করেছিলেন সেগুলো চলে এসেছে।
- যেহেতু পূর্বনির্ধারিত ভাবে ক্রোম তার সংরক্ষিত সকল বুকমার্ক, বুকমার্ক টুলবারে রাখে। সেজন্য আপনি যেসকল বুকমার্ক ক্রোম থেকে নিয়ে এসেছেন সেগুলি ফায়ারফক্সের Bookmarks Toolbar এ From Google Chrome নামের ফোল্ডারের মধ্যে পাবেন । ফায়ারফক্সের বুকমার্ক ব্যবহারের আরো তথ্যের জন্য এই নিবন্ধনটি দেখতে পারেন আপনার পছন্দের ওয়েবসাইট সংরক্ষন করে রাখতে ও ব্যবহারের জন্যে বুকমার্ক এর ব্যবহার