কীভাবে নতুন ফায়ারফক্স সিঙ্কে হালনাগাদ করতে পারি

সংস্করণের তথ্য
  • সংস্করণ id: 62516
  • নির্মিত:
  • রচয়িতা: Hossain Al Ikram
  • মন্তব্য: আমি শেষ :)
  • পর্যালোচনা অবস্থা: না
  • অনুবাদের জন্য তৈরি: না
সংস্করণের উৎস
সংস্করণের বিষয়বস্তু

সর্বশেষ ফায়ারফক্সে সিঙ্কের নতুন ভার্সন যুক্ত করা আছে । কিভাবে নতুন ভার্সনে হালনাগাদ করতে হবে তা আপনাকে এই নিবন্ধটি বলে দিবে ।এখনই হালনাগাদ করতে চান না ? কোন সমস্যা নেই । সিঙ্ক এখন পুর্বের মত কাজ করা শুরু করবে , শুধু একটি মাত্র বৈচিত্রতা থাকবে , যা আমরা ব্যাখ্যা করব ।

নোট: এটি আপনার সর্বশেষ সংস্করণের ফায়ারফক্স Beta এর জন্য প্রযোজ্য যা mozilla.org/beta থেকে ডাউনলোড করা যাবে।

নতুন সিঙ্কে ভিন্ন কি আছে?

ফায়ারফক্স অ্যাকাউন্ট দিয়ে নতুন সিঙ্কে সাইন ইন করা খুবই সহজ কাজ ।এখন থেকে আর, পেয়ারিং কোড অথবা রিকোভারি কি লাগবে না । শুধু আপনার ইমেইল এবং পাসওয়ার্ড দিয়ে সাইন ইন করুন এবং নতুন সিঙ্ক ব্যবহারের জন্য আপনি প্রস্তুত ।

কিভাবে নতুন ভার্সনের সিঙ্কে হালনাগাদ করতে হবে

সিঙ্কের নতুন ভার্সন শুধু সর্বশেষ ফায়ারফক্সের সাথেই কাজ করবে এবং আপনি নতুন এবং পুরাতন সিঙ্ক একসাথে একই সময়ে ব্যবহার করতে পারবেন না ।তাই , ফায়ারফক্সে একটি অ্যাকাউন্ট করতে এবং নতুন সিঙ্কে সাইন ইন করতে , আপনাকে আপনার সকল চলমান ডিভাইসকে সিঙ্কের পুরাতন ভার্সন থেকে বিচ্ছিন্ন করতে হবে ।

ধাপ ১: পুরাতন সিঙ্ক থেকে আপনার সব ডিভাইসকে বিচ্ছিন্ন করুন

কম্পিউটারে:

  1. মেনু বাটনে New Fx MenuFx57Menu ক্লিক করে OptionsPreferences নির্বাচন করুন।
  2. Sync প্যানেল নির্বাচন করুন ।
  3. সিঙ্ক প্যানেলে Unlink This Device নির্বাচন করুন ।
  4. 'about:preferences পাতাটি বন্ধ করুন। যে কোন পরিবর্তন স্বয়ংক্রিয়ভাবে সংরক্ষিত হবে।

অ্যান্ড্রয়েড ডিভাইসে:

  1. আপনার ডিভাইসের সেটিংস অ্যাপ ওপেন করুন ( ফায়ারফক্সের সেটিংস মেনু না ) ।
  2. অ্যাকাউন্টস অথবা অ্যাকাউন্টস এবং সিঙ্কের নিচে , ফায়ারফক্স অপশনে আলতো ছোঁয়া লাগান।
  3. আপনার সেটিংস দেখতে (সাধারণত আপনার ইমেইল ঠিকানা) আপনার ইউজার নেইমে টোকা দিন ।
  4. আপনার ডিভাইসের উপরের ডান দিকে থাকা মেনুতে টোকা দিন এবং Remove account নির্বাচন করুন ।

ধাপ ২: আপনার অন্যান্য সকল ডিভাইসকে সর্বশেষ ভার্সনের ফায়ারফক্সে হালনাগাদ করুন

ধাপ ৩: একটি ফায়ারফক্স অ্যাকাউন্ট তৈরি করুন

কম্পিউটারে:

  • New Fx Menu মেনু বাটনে ক্লিক করুন এবং Sign in to Sync নির্বাচন করুন এবং আপনার অ্যাকাউন্ট তৈরি করতে নির্দেশনা অনুসরণ করুন ।

অ্যান্ড্রয়েড ডিভাইসে:

  • Menu বাটনে টোকা দিন (হয় পর্দার একদম নিচের প্রান্তে আর নয়তোবা উপরের-ডান দিকের কোনায়) , Settings নির্বাচন করুন (আপনাকে প্রথমে হয়তো More স্পর্শ করতে হবে) এবং তারপর Sync নির্বাচন করুন । আপনার অ্যাকাউন্ট তৈরি করতে নির্দেশনা অনুসরণ করুন ।
দ্রষ্টব্য: আপনি আপনার পুরাতন সিঙ্কে যেই ইমেইল ঠিকানা ব্যবহার করেছেন সেই ঠিকানা ও ব্যবহার করতে পারেন ।

ধাপ ৪: আপনার অন্য ডিভাইসে সিঙ্কে সাইন ইন করুন

কম্পিউটারে:

  1. New Fx Menu মেনু বাটন ক্লিক করুন এবং Sign in to Sync নির্বাচন করুন ।
  2. Get Started ক্লিক করুন এবং তারপর নিচে থাকা Already have an account? Sign in. লিঙ্কে ক্লিক করুন ।

অ্যান্ড্রয়েড ডিভাইসে:

  1. Menu বাটনে টোকা দিন (হয় পর্দার একদম নিচের প্রান্তে আর নয়তোবা উপরের-ডান দিকের কোনায়) , Settings নির্বাচন করুন (আপনাকে প্রথমে হয়তো More স্পর্শ করতে হবে) এবং তারপর Sync নির্বাচন করুন ।
  2. Get Started টোকা দিন এবং তারপর নিচে থাকাAlready have an account? Sign in. লিঙ্ক নির্বাচন করুন ।

যদি আমি নতুন সিঙ্কে হালনাগাদ করতে না চাই তাহলে কি হবে?

  • যখন সিঙ্কের পুরাতন ভার্সন কাজ করবে , তখন ফায়ারফক্সের নতুন সংস্করন নতুন কোন ডিভাইসকে আপনার পুরাতন সিঙ্কে যোগ করতে দিতে দিবে না । এটার মানে হল , আপনি নতুন কোন ডিভাইসে সিঙ্ক করতে পারবেন না ।
  • ফায়ারফক্স অ্যাকাউন্টে স্থানান্তরের জন্য , মোজিলা খুব স্বল্প সময়ের জন্য সিঙ্কের পুরাতন ভার্সন হোস্ট করবে । যারা নিজের হোস্ট করতে চান , তারা খুব শিগ্রই সক্ষম হবেন run their own instance.
  • ফায়ারফক্স অ্যাকাউন্ট সম্পর্কে আরো জানুন