কিভাবে হোম পেজ নির্ধারন করা যায়
সংস্করণের তথ্য
- সংস্করণ id: 78967
- নির্মিত:
- রচয়িতা: Ashfaq Hossain
- মন্তব্য: fixed some errors. Reviewer please fix the slug.
- পর্যালোচনা অবস্থা: হ্যাঁ
- পর্যালোচনা অবস্থা:
- পর্যালোচনা করেছেন: amit3333
- Is approved? হ্যাঁ
- বর্তমান সংস্করণ? না
- অনুবাদের জন্য তৈরি: না
সংস্করণের উৎস
সংস্করণের বিষয়বস্তু
Firefox চালু করার পর অথবা হোম বাটনে ক্লিক করলে কিভাবে স্বয়ংক্রিয়ভাবে একটি পৃষ্ঠা খুলবে তা এই নিবন্ধে আমরা আপনাকে দেখাব।
গুরুত্বপূর্ণ: যদি আপনার নীড় পাতাটি ছিনতাই হয়ে যায় কিংবা নিজে থেকে পাল্টে যেয়ে থাকে, তাহলে Refresh Firefox - অ্যাড-অন ও সেটিংস রিসেট করুন নিবন্ধটি দেখুন।
নীড় পাতা নির্ধারন অথবা পরিবর্তন করুন
- যে ওয়েবসাইটটি আপনার নীড় পাতা হিসাবে দেখতে চান সেটি খুলুন।
- ওয়েব অ্যাড্রেসের ডানে থাকা আইকনটিতে ক্লিক করে, হোম বাটনে টেনে নিয়ে ছেড়ে দিন।
- নীড় পাতা হিসাবে এটি নির্বাচন করতে বাটনে ক্লিক করুন।
- যে ওয়েবসাইটটি আপনার নীড় পাতা হিসাবে দেখতে চান সেটি একটি ট্যাবে খুলুন।
- ঐ ট্যাবটি হোম
বাটনের উপর টেনে নিয়ে নিয়ে ছেড়ে দিন ।
- নীড় পাতা হিসাবে এটি নির্বাচন করতে বাটনে ক্লিক করুন।
পরামর্শ: নীড় পাতা সেটিং নিয়ে আরও জানুন OptionsPreferences উইন্ডো থেকে।
- বাটনে ক্লিক করে নির্বাচন করুন এবং প্যানেলে যান। মেনুতে ক্লিক করে নির্বাচন করুন এবং প্যানেলে যান। মেনুতে ক্লিক করে নির্বাচন করুন এবং প্যানেলে যান।
মেনুতে ক্লিক করে নির্বাচন করুন এবং প্যানেলে যান।
- ড্রপডাউন মেনু থেকে আপনি Firefox চালু হবার সময় দেখানোর জন্য show a blank page অথবা windows and tabs from last time নির্বাচন করতে পারেন।
- আপনি চাইলে একাধিক পাতা নীড় পাতা হিসেবে নির্বাচন করতে পারেন। এর জন্য সেই পাতাগুলো পৃথক পৃথক ট্যাবে খুলে বাটনে ক্লিক করুন।
- মেনু
বাটনে ক্লিক করে, নির্বাচন করুন এবং প্যানেলে যান।
- ড্রপডাউন মেনু থেকে আপনি Firefox চালু হবার সময় দেখানোর জন্য show a blank page অথবা windows and tabs from last time নির্বাচন করতে পারেন।
- আপনি চাইলে একাধিক পাতা নীড় পাতা হিসেবে নির্বাচন করতে পারেন। এর জন্য সেই পাতাগুলো পৃথক পৃথক ট্যাবে খুলে বাটনে ক্লিক করুন।
পূর্বনির্ধারিত নীড় পাতা ফেরত আনুন
আপনি যদি নীড় পাতায় করা আপনার পরিবর্তনগুলো মুছে ফেলতে চান, তাহলে এই পদ্ধতি অনুসরণ করুন।
- মেনু বাটনে
ক্লিক করে নির্বাচন করুন।
- প্যানেল নির্বাচন করুন।
- Startup বক্স থেকে,
- 'about:preferences পাতাটি বন্ধ করুন। যে কোন পরিবর্তন স্বয়ংক্রিয়ভাবে সংরক্ষিত হবে।
সমস্যা হচ্ছে?
আমাদের কাছে উত্তর আছেঃ
- যদি আপনি প্রতিবার Firefox চালুর সময় "Firefox has just updated" ট্যাবটি দেখতে পান, তাহলে Firefox প্রতিবার চালু হওয়ার সময় বলে, হালনাগাদ করা হয়েছে - এটা কিভাবে সংশোধন করব নিবন্ধটি দেখুন।
- যদি আপনার নীড় পাতার সেটিংগুলো সংরক্ষিত না হয়, তাহলে প্রেফারেন্স যদি সংরক্ষন না হয় তবে তা সমাধান করার উপায় নিবন্ধটি দেখুন।
- যদি আপনি হোম বাটন দেখতে না পান তাহলে ফায়ারফক্স কন্ট্রোল, বাটন এবং টুলবার কাস্টমাইজ করুন নিবন্ধটি দেখুন।
- তৃতীয় পক্ষের কোন টুলবার অপসারণ করার পর এবং নীড় পাতা পুনরুদ্ধারের পরেও যদি কোন পাতা খুলতে থাকে তাহলে Firefox চালু করার সময় ভুল হোম পেজ প্রর্দশিত হয় - কিভাবে ঠিক করা যায় নিবন্ধটি দেখুন।