কিভাবে হোম পেজ নির্ধারন করা যায়

সংস্করণের তথ্য
  • সংস্করণ id: 78967
  • নির্মিত:
  • রচয়িতা: Ashfaq Hossain
  • মন্তব্য: fixed some errors. Reviewer please fix the slug.
  • পর্যালোচনা অবস্থা: হ্যাঁ
  • পর্যালোচনা অবস্থা:
  • পর্যালোচনা করেছেন: amit3333
  • Is approved? হ্যাঁ
  • বর্তমান সংস্করণ? না
  • অনুবাদের জন্য তৈরি: না
সংস্করণের উৎস
সংস্করণের বিষয়বস্তু

Firefox চালু করার পর অথবা হোম Home Button বাটনে ক্লিক করলে কিভাবে স্বয়ংক্রিয়ভাবে একটি পৃষ্ঠা খুলবে তা এই নিবন্ধে আমরা আপনাকে দেখাব।

গুরুত্বপূর্ণ: যদি আপনার নীড় পাতাটি ছিনতাই হয়ে যায় কিংবা নিজে থেকে পাল্টে যেয়ে থাকে, তাহলে Refresh Firefox - অ্যাড-অন ও সেটিংস রিসেট করুন নিবন্ধটি দেখুন।

নীড় পাতা নির্ধারন অথবা পরিবর্তন করুন

  1. যে ওয়েবসাইটটি আপনার নীড় পাতা হিসাবে দেখতে চান সেটি খুলুন।
  2. ওয়েব অ্যাড্রেসের ডানে থাকা আইকনটিতে ক্লিক করে, হোম বাটনে টেনে নিয়ে ছেড়ে দিন।
    Home page Win1Home page Mac1Home page Lin1
  3. নীড় পাতা হিসাবে এটি নির্বাচন করতে Yes বাটনে ক্লিক করুন।

  1. যে ওয়েবসাইটটি আপনার নীড় পাতা হিসাবে দেখতে চান সেটি একটি ট্যাবে খুলুন।
  2. ঐ ট্যাবটি হোম Home Button বাটনের উপর টেনে নিয়ে নিয়ে ছেড়ে দিন ।
    Home Page 29 - WinXPHome Page 29 - Win8Home Page 29 - MacHome Page 29 - Linux
  3. নীড় পাতা হিসাবে এটি নির্বাচন করতে Yes বাটনে ক্লিক করুন।

পরামর্শ: নীড় পাতা সেটিং নিয়ে আরও জানুন OptionsPreferences উইন্ডো থেকে।

  • Firefox বাটনে ক্লিক করে Options নির্বাচন করুন এবং General প্যানেলে যান।Tools মেনুতে ক্লিক করে Options নির্বাচন করুন এবং General প্যানেলে যান। Firefox মেনুতে ক্লিক করে Preferences... নির্বাচন করুন এবং General প্যানেলে যান। Edit মেনুতে ক্লিক করে Preferences... নির্বাচন করুন এবং General প্যানেলে যান।
    • ড্রপডাউন মেনু থেকে আপনি Firefox চালু হবার সময় দেখানোর জন্য show a blank page অথবা windows and tabs from last time নির্বাচন করতে পারেন।
    • আপনি চাইলে একাধিক পাতা নীড় পাতা হিসেবে নির্বাচন করতে পারেন। এর জন্য সেই পাতাগুলো পৃথক পৃথক ট্যাবে খুলে Use Current Pages বাটনে ক্লিক করুন।
  • মেনু New Fx Menu বাটনে ক্লিক করে, OptionsPreferences নির্বাচন করুন এবং General প্যানেলে যান।
    • ড্রপডাউন মেনু থেকে আপনি Firefox চালু হবার সময় দেখানোর জন্য show a blank page অথবা windows and tabs from last time নির্বাচন করতে পারেন।
    • আপনি চাইলে একাধিক পাতা নীড় পাতা হিসেবে নির্বাচন করতে পারেন। এর জন্য সেই পাতাগুলো পৃথক পৃথক ট্যাবে খুলে Use Current Pages বাটনে ক্লিক করুন।

পূর্বনির্ধারিত নীড় পাতা ফেরত আনুন

আপনি যদি নীড় পাতায় করা আপনার পরিবর্তনগুলো মুছে ফেলতে চান, তাহলে এই পদ্ধতি অনুসরণ করুন।

  1. মেনু বাটনে New Fx MenuFx57Menu ক্লিক করে OptionsPreferences নির্বাচন করুন।
  2. General প্যানেল নির্বাচন করুন।
  3. Startup বক্স থেকে, Restore to Default বাটনে ক্লিক করুন।
    Home page Win3Home page Mac3Home page Lin3
  4. 'about:preferences পাতাটি বন্ধ করুন। যে কোন পরিবর্তন স্বয়ংক্রিয়ভাবে সংরক্ষিত হবে।

সমস্যা হচ্ছে?

আমাদের কাছে উত্তর আছেঃ