কিভাবে হোম পেজ নির্ধারন করা যায়

সংস্করণের তথ্য
  • সংস্করণ id: 58653
  • নির্মিত:
  • রচয়িতা: Ashickur Rahman
  • মন্তব্য: update the article
  • পর্যালোচনা অবস্থা: হ্যাঁ
  • পর্যালোচনা অবস্থা:
  • পর্যালোচনা করেছেন: ashickurnoor
  • Is approved? হ্যাঁ
  • বর্তমান সংস্করণ? না
  • অনুবাদের জন্য তৈরি: না
সংস্করণের উৎস
সংস্করণের বিষয়বস্তু

ফায়ারফক্স চালু করলে অথবা হোম বাটনে Home Button ক্লিক করলে কিভাবে সয়ংক্রিয়ভাবে একটি পৃষ্ঠা খুলবে তা আমরা আপনাকে দেখাবো।

গুরুত্বপূর্নঃ যদি আপনার হোমপেজটি হাইজ্যাক হয়ে থাকে, তাহলে ফায়ারফক্স রিসেট করুন, সহজে প্রায় সকল সমস্যার সমাধান করুন নিবন্ধটি দেখুন।

আপনার হোম পেজ নির্ধারন অথবা পরিবর্তন করুন

  1. আপনি যে ওয়েবসাইটকে আপনার হোম পেজ হিসাবে দেখতে চান তা খুলুন।
  2. আপনার ওয়েব এড্রেসবারের ডানে থাকা আইকনটি হোম বাটনে টেনে নিন এবং ছেড়ে দিন।
    Home page Win1Home page Mac1Home page Lin1
  3. আপনার হোম পেজ হিসাবে এটি নির্বাচন করতে Yes বাটনে ক্লিক করুন।

  1. আপনি যে ওয়েবসাইটকে আপনার হোম পেজ হিসাবে দেখতে চান তা খুলুন।
  2. ঐ ট্যাবটি টেনে নিয়ে হোম বাটনের উপর ছেড়ে দিন Home Button
    Home Page 29 - WinXPHome Page 29 - Win8Home Page 29 - MacHome Page 29 - Linux
  3. আপনার হোম পেজ হিসাবে এটি নির্বাচন করতে Yes বাটনে ক্লিক করুন।

পরামর্শ: হোম পেজ সেটিং OptionsPreferences উইন্ডোতে আছে।

  • Firefox বাটনে ক্লিক করুন, Options নির্বাচন করুন এবং General প্যানেল নির্বাচন করুন।Tools মেনুতে ক্লিক করুন, Options নির্বাচন করুন এবং then choose the General প্যানেল নির্বাচন করুন। Firefox মেনুতে ক্লিক করুন, Preferences... নির্বাচন করুন এবং General প্যানেল নির্বাচন করুন। Edit মেনুতে ক্লিক করুন, Preferences... নির্বাচন করুন এবং General প্যানেল নির্বাচন করুন।
    • ড্রপডাউন মেনু থেকে আপনি ফায়ারফক্স চালু হবার সময় show a blank page অথবা সকল windows and tabs from last time নির্বাচন করতে পারেন।
    • আপনি Use Current Pages বাটনে ক্লিক করে হোম পৃষ্ঠা হিসাবে একাধিক পৃষ্ঠার নির্বাচন করতে পারেন যা একাধিক ট্যাবে খুলবে।
  • মেনু New Fx Menu বাটনে ক্লিক করুন, OptionsPreferences নির্বাচন করুন এবং General প্যানেল নির্বাচন করুন।
    • ড্রপডাউন মেনু থেকে আপনি ফায়ারফক্স চালু হবার সময় show a blank page অথবা সকল windows and tabs from last time নির্বাচন করতে পারেন।
    • আপনি Use Current Pages বাটনে ক্লিক করে হোম পৃষ্ঠা হিসাবে একাধিক পৃষ্ঠার নির্বাচন করতে পারেন যা একাধিক ট্যাবে খুলবে।

ডিফল্ট হোমপেজ-এ ফিরে যান।

আপনি যদি আপনার সকল হোমপেজ এর পরিবর্তন মুছে ফেলতে চান, তাহলে এই পদ্ধতি অনুসরন করুন।

  1. মেনু বাটনে New Fx MenuFx57Menu ক্লিক করে OptionsPreferences নির্বাচন করুন।
  2. General প্যানেল নির্বাচন করুন।
  3. Startup বক্স থেকে, Restore to Default বাটনে ক্লিক করুন।
    Home page Win3Home page Mac3Home page Lin3
  4. 'about:preferences পাতাটি বন্ধ করুন। যে কোন পরিবর্তন স্বয়ংক্রিয়ভাবে সংরক্ষিত হবে।

সমস্যা হচ্ছে?

আমাদের কাছে উত্তর আছেঃ