কিভাবে হোম পেজ নির্ধারন করা যায়
সংস্করণের তথ্য
- সংস্করণ id: 58653
- নির্মিত:
- রচয়িতা: Ashickur Rahman
- মন্তব্য: update the article
- পর্যালোচনা অবস্থা: হ্যাঁ
- পর্যালোচনা অবস্থা:
- পর্যালোচনা করেছেন: ashickurnoor
- Is approved? হ্যাঁ
- বর্তমান সংস্করণ? না
- অনুবাদের জন্য তৈরি: না
সংস্করণের উৎস
সংস্করণের বিষয়বস্তু
ফায়ারফক্স চালু করলে অথবা হোম বাটনে ক্লিক করলে কিভাবে সয়ংক্রিয়ভাবে একটি পৃষ্ঠা খুলবে তা আমরা আপনাকে দেখাবো।
গুরুত্বপূর্নঃ যদি আপনার হোমপেজটি হাইজ্যাক হয়ে থাকে, তাহলে ফায়ারফক্স রিসেট করুন, সহজে প্রায় সকল সমস্যার সমাধান করুন নিবন্ধটি দেখুন।
আপনার হোম পেজ নির্ধারন অথবা পরিবর্তন করুন
- আপনি যে ওয়েবসাইটকে আপনার হোম পেজ হিসাবে দেখতে চান তা খুলুন।
- আপনার ওয়েব এড্রেসবারের ডানে থাকা আইকনটি হোম বাটনে টেনে নিন এবং ছেড়ে দিন।
- আপনার হোম পেজ হিসাবে এটি নির্বাচন করতে বাটনে ক্লিক করুন।
- আপনি যে ওয়েবসাইটকে আপনার হোম পেজ হিসাবে দেখতে চান তা খুলুন।
- ঐ ট্যাবটি টেনে নিয়ে হোম বাটনের উপর ছেড়ে দিন
।
- আপনার হোম পেজ হিসাবে এটি নির্বাচন করতে বাটনে ক্লিক করুন।
পরামর্শ: হোম পেজ সেটিং OptionsPreferences উইন্ডোতে আছে।
- বাটনে ক্লিক করুন, নির্বাচন করুন এবং প্যানেল নির্বাচন করুন। মেনুতে ক্লিক করুন, নির্বাচন করুন এবং then choose the প্যানেল নির্বাচন করুন। মেনুতে ক্লিক করুন, নির্বাচন করুন এবং প্যানেল নির্বাচন করুন।
মেনুতে ক্লিক করুন, নির্বাচন করুন এবং প্যানেল নির্বাচন করুন।
- ড্রপডাউন মেনু থেকে আপনি ফায়ারফক্স চালু হবার সময় show a blank page অথবা সকল windows and tabs from last time নির্বাচন করতে পারেন।
- আপনি বাটনে ক্লিক করে হোম পৃষ্ঠা হিসাবে একাধিক পৃষ্ঠার নির্বাচন করতে পারেন যা একাধিক ট্যাবে খুলবে।
- মেনু
বাটনে ক্লিক করুন, নির্বাচন করুন এবং প্যানেল নির্বাচন করুন।
- ড্রপডাউন মেনু থেকে আপনি ফায়ারফক্স চালু হবার সময় show a blank page অথবা সকল windows and tabs from last time নির্বাচন করতে পারেন।
- আপনি বাটনে ক্লিক করে হোম পৃষ্ঠা হিসাবে একাধিক পৃষ্ঠার নির্বাচন করতে পারেন যা একাধিক ট্যাবে খুলবে।
ডিফল্ট হোমপেজ-এ ফিরে যান।
আপনি যদি আপনার সকল হোমপেজ এর পরিবর্তন মুছে ফেলতে চান, তাহলে এই পদ্ধতি অনুসরন করুন।
- মেনু বাটনে
ক্লিক করে নির্বাচন করুন।
- প্যানেল নির্বাচন করুন।
- Startup বক্স থেকে,
- 'about:preferences পাতাটি বন্ধ করুন। যে কোন পরিবর্তন স্বয়ংক্রিয়ভাবে সংরক্ষিত হবে।
সমস্যা হচ্ছে?
আমাদের কাছে উত্তর আছেঃ
- যদি আপনি প্রতিবার ফায়ারফক্স চালুর সময় "Firefox has just updated" নামের কিছু দেখতে পান, তাহলে এই নিবন্ধটি দেখুন।
- যদি আপনার হোমপেজ সেটিং সেভ না হয়ে থাকে , তাহলে যেসকল পছন্দ সংরক্ষিত হয় না তা কিভাবে সমাধান করব দেখুন।