প্রেফারেন্স যদি সংরক্ষন না হয় তবে তা সমাধান করার উপায়

সংস্করণের তথ্য
  • সংস্করণ id: 62730
  • নির্মিত:
  • রচয়িতা: Ashickur Rahman
  • মন্তব্য: going up from bottom
  • পর্যালোচনা অবস্থা: না
  • অনুবাদের জন্য তৈরি: না
সংস্করণের উৎস
সংস্করণের বিষয়বস্তু

কিছু সময়, আপনার ফায়ারফক্স optionspreferences পরিবর্তন করার পরও সংরক্ষণ নাও হতে পারে। যেমন, আপনি ফায়ারফক্সের OptionsPreferences এ কিছু পরিবর্তন করেছেন কিন্তু OptionsPreferences উইন্ডো আবার চালু করলে আগের মতই দেখাচ্ছে। এই নিবন্ধ আরও বর্ণনা করা হবে আপনি ফায়ারফক্স হালনাগাদ করেছেন কিন্তু প্রতিবার ফায়ারফক্স চালু করলে, Firefox Updated ট্যাব খোলা থাকে যেখানে এটি দেখায় You’ve been updated to the latest version of Firefox। সমস্যার সম্ভাব্য কারন এবং সমাধান আপনি প্রেফারেন্স এর কিছু অংশ অথবা সম্পূর্ণ প্রেফারেন্স সংরক্ষণ করতে পারছেন কিনা তার উপর নির্ভর করে ভিন্ন হতে পারে। ম্যাল ওয়্যারের জন্য এই সমস্যাটি হতে পারে। আরও তথ্যের জন্য ম্যালওয়্যার দ্বারা সৃষ্ট ফায়ারফক্স এর সমস্যাগুলো সমাধান করুন দেখুন।

সমস্যা সমাধান করতে ফায়ারফক্স রিসেট করুন

এই সমস্যার সমাধান করার সবেচেয়ে সহজ উপায় আপনার প্রয়োজনীয় তথ্য অক্ষত রেখে ফায়ারফক্সকে তার প্রাথমিক পর্যায়ে নিয়ে যেয়ে। এটি অনেক সমস্যার সমাধান করেন। আপনি যদি আরও নির্দিষ্ট সমাধান চান তাহলে এই অংশটি উপেক্ষা করুন এবং এই সমাধান চেষ্টা করুন।

দ্রষ্টব্য: যখন রিফ্রেশ ফিচার ব্যবহার করবেন, আপনার বুকমার্ক, ব্রাউজিং ইতিহাস, খোলা ট্যাব , উইন্ডো, পাসওয়ার্ড, কুকি এবং ওয়েব ফর্মে স্বয়ংক্রিয় পূর্ণ হওয়া তথ্য সংরক্ষণ করা হবে। যদিও, আপনার এক্সটেনশন এবং থিম মুছে ফেলা হবে এবং আপনার পছন্দ রিসেট করা হবে। যদিও, আপনার এক্সটেনসন এবং থিম মুছে ফেলা হবে এবং আপনার পছন্দসমূহ রিসেট করা হবে।
  1. যদি আপনি Firefox এ এই পেজ দেখেন তাহলে সরাসরি Firefox রিফ্রেশ করুন বাটনে ক্লিক করুন।
    যদি আপনি অন্য ব্রাউজারে থাকেন অথবা মোবাইল ডিভাইসে থাকেন তাহলে এটা কাজ করবে না।
    • আপনি Firefox এর about:support Troubleshooting Information পাতার উপরের ডান কোণে Refresh টি বাটন পাবেন।
  2. চালিয়ে যেতে, কনফার্মেশন উইন্ডোর Refresh Firefox বাটনে ক্লিক করুন।
  3. Firefox বন্ধ হয়ে যাবে এবং রিফ্রেশ হবে। শেষ হওয়ার পর, একটি উইন্ডোতে নিয়ে আসা তথ্যগুলোর তালিকা দেখা যাবে। Finish বাটনে ক্লিক করুন। Firefox চালু হবে।

লক্ষ্য করুন: যদি স্বাভাবিকভাবে Firefox চালু করতে না পারেন, তবে Firefox Safe Mode উইন্ডোতেও Refresh Firefox বাটন রয়েছে।creating a new profile and transferring your important data to the new profile আপনি এটার সাহায্যে ম্যানুয়াল রিফ্রেশও করতে পারেন

প্রেফারেন্স ফাইল রিসেট করে

আপনি যদি নিচের কোন একটি কাজ করতে সমস্যা হয়, আপনি সহজ পদ্ধতি হিসাবে সকল প্রিফারেন্স রিসেট করতে পারেন, দেখুন আপনার সমস্যার সমাধান হয়েছে কিনা। বিস্তারিত তথ্যের জন্য সমস্যার সমাধানের জন্য Firefox এর পছন্দ পুনরায় ঠিক করুন নিবন্ধটি দেখুন। এই সুবিধাটি সকল ফায়ারফক্স এর প্রেফারেন্সকে এর ডিফল্ট অবস্থায় নিয়ে যাবে শুধুমাত্র যদি user.js ফাইলের ভিতর কোন সেটিং থাকে, তাহলে তা পরিবর্তন করতে পারবে না।

সুনির্দিষ্ট প্রেফারেন্সগুলো সংরক্ষন হচ্ছে না

যদি শুধুমাত্র একটি নির্দিষ্ট সেটিং ফায়ারফক্স বার বার রিসেট করছে অথবা আপনি যদি শুধুমাত্র একটি সুনির্দিষ্ট সেটিং পরিবর্তন করতে পারছেন না কিন্তু অন্যগুলো পারছেন তাহলে হয়ত সমস্যাটি নিচের কারনগুলোর মধ্যে থেকে একটির কারনে হচ্ছেনিচের কারনে হচ্ছে

তৃতীয় পক্ষের প্রোগ্রামগুলো ফায়ারফক্সের সেটিং পরিবর্তন করছে

কিছু কিছু প্রোগ্রাম ফায়ারফক্সকে সুনির্দিষ্ট সেটিং ব্যাবহার করতে বাধ্য করে। কিছু চেনা প্রোগ্রাম যারা এরূপ কাজ করতে পারে তাদের নামের তালিকা নিচে দেওয়া হল। আরও দেওয়া হল আপনি কি করতে পারেন যাতে করে তারা ফায়ারফক্সকে সুনির্দিষ্ট সেটিং ব্যাবহারে বাধ্য না করতে পারেঃ

  • Creative ZenCast জাভার সাথে মিলিত হয়ে ফায়ারফক্সের ইউজার এজেন্ট পরিবর্তন করে ফেলে,
    • প্রোগ্রামটি আনইন্সটল করুন।
  • McAfee Privacy Service ফায়ারফক্সের পপ আপ ব্লকার নিষ্ক্রিয় করে দেয়।
  • Norton 360 তে একটি "Firefox Privacy Cleanup" নামের সুবিধা রয়েছে। যদি তা চালু করা থাকে তাহলে সেটি আপনার প্রাইভেসি সেটিং তার ইচ্ছার মত পরিবর্তন করবে এবং আপনাকে ব্রাউজিং ইতিহাস, কুকিজ, অথবা অন্যান্য ব্যাক্তিগত তথ্য সংরক্ষন করতে দিবে না।

কিছু কিছু তৃতীয় পক্ষের টুলবার এবং অ্যাড-অন ফায়ারফক্সের হোম পেজ ও অনুসন্ধান ইঞ্জিন পরিবর্তন করে ফেলে। SearchReset অ্যাড-অনটি ব্যাবহার করে আপনি অতি দ্রুত এই সময়াটা রিসেট করতে পারেন।

User.js ফাইলটি অগ্রাহ্য করার প্রেফারেন্স

যদি উপরে উল্লেখিত প্রোগ্রামগুলোর গুলোর কোনটিই আপনার কম্পিউটারে ইন্সটল না থাকে বা আপনি যদি উপরেরে পরামর্শ মত কাজ করে থাকেন তবুও যদি আপনার নির্দিষ্ট If you don't have any of the above programs installed, or if you followed the suggestions and single preferences still aren't being saved, you You may have to edit Firefox's configuration files yourself. Don't panic, it's pretty easy. Here's how to do it.

  1. আপনার প্রোফাইল ফোল্ডার খুলুন:

    Fx57menuমেনু বাটনে ক্লিক করে Help হেল্প-এ ক্লিক করুন এবং Troubleshooting Information নির্বাচন করুন। মেনু Help হতে, Troubleshooting Information নির্বাচন করুন। ট্রাবলশুটিং ইনফরমেশন ট্যাব খুলবে।

    • Application Basics এর নিচে Open FolderShow in FinderOpen Directory এ ক্লিক করুন। আপনার প্রোফাইলসহ একটি উইন্ডো খুলবে।আপনার প্রোফাইল ফোল্ডারটি খুলবে।
    দ্রষ্টব্যঃ আপনি যদি Firefox চালু বা ব্যবহার করতে না পারেন তবে Finding your profile without opening Firefox দেখুন।

  2. মেনু New Fx Menuবাটনে ক্লিক করুন এবং তারপর ExitQuitClose 29 এ ক্লিক করুন।

    Firefox মেনুতে Fx57Menu ক্লিক করুন, তারপর Exit এ ক্লিক করুন। স্ক্রিনের উপর Firefox মেনুতে ক্লিক করুন, তারপর Quit Firefox এ ক্লিক করুন। Firefox মেনুতে Fx57Menu ক্লিক করুন, তারপর Quitক্লিক করুন।

  3. Open the file user.js with a text editor (like NotepadGedit or KateTextEdit).
    • If there is no user.js file, these steps won't help you.
  4. Remove the lines for the optionspreferences you want to be able to change. You can delete all the lines if you want to be able to change everything.
  5. Save the file and close the text editor.

You should now be able to change your Firefox settings.

Firefox program file locks or prevents changes to certain preferences

Your installation of Firefox may have been customized to add a program configuration file that locks certain preferences or prevents certain changes from being saved. Follow the Reinstall Firefox step in the Firefox এর সমস্যার সমাধান এবং পর্যালোচনা করুন article to remove the Firefox program from your computer and then reinstall a new copy of Firefox. (Reinstalling Firefox this way will not remove your user data and settings, since those are saved in a separate location from the program files.)

কোন সেটিং অথবা প্রেফারেন্স সংরক্ষণ করা যাচ্ছে না

যদি আপনার কোন সেটিং সংরক্ষিত না হয়ে থাকে, যদি আপনি ফায়ারফক্স চালু করার সময় প্রতিবার Firefox Updated ট্যাব দেখেন, অথবা আপনি যদি উপরে বর্ণিত সকল ধাপ সম্পন্ন করেন কিন্তু কোন কাজ না হয়, ফায়ারফক্স যে ফাইলে আপনার প্রেফারেন্স সংরক্ষণ করে সেটি মনে হয় নষ্ট হয়েছে অথবা লক করা আছে।

প্রেফারেন্স ফাইল লক হয়ে আছে

ফায়ারফক্স আপনার সেটিং সংরক্ষণ করতে পারবে না যদি prefs.js ফাইল (অথবা prefs.js.moztmp ফাইল, যদি থাকে) সম্পাদনার অনুমতি না থাকে।

  1. আপনার প্রোফাইল ফোল্ডার খুলুন:

    Fx57menuমেনু বাটনে ক্লিক করে Help হেল্প-এ ক্লিক করুন এবং Troubleshooting Information নির্বাচন করুন। মেনু Help হতে, Troubleshooting Information নির্বাচন করুন। ট্রাবলশুটিং ইনফরমেশন ট্যাব খুলবে।

    • Application Basics এর নিচে Open FolderShow in FinderOpen Directory এ ক্লিক করুন। আপনার প্রোফাইলসহ একটি উইন্ডো খুলবে।আপনার প্রোফাইল ফোল্ডারটি খুলবে।
    দ্রষ্টব্যঃ আপনি যদি Firefox চালু বা ব্যবহার করতে না পারেন তবে Finding your profile without opening Firefox দেখুন।

  2. মেনু New Fx Menuবাটনে ক্লিক করুন এবং তারপর ExitQuitClose 29 এ ক্লিক করুন।

    Firefox মেনুতে Fx57Menu ক্লিক করুন, তারপর Exit এ ক্লিক করুন। স্ক্রিনের উপর Firefox মেনুতে ক্লিক করুন, তারপর Quit Firefox এ ক্লিক করুন। Firefox মেনুতে Fx57Menu ক্লিক করুন, তারপর Quitক্লিক করুন।

  3. prefs.js ফাইলটি খুজুন (এবং prefs.js.moztmp ফাইলটি যদি থাকে)।
  4. প্রতিটি ফাইলের উপরে ডান বাটন ক্লিক করুন এবং কনটেক্স মেনু থেকে Properties নির্বাচন করুন। Attributes এর নিচে দেখুন, কোন ফাইলেই Read Only লেখা পাশের বক্সে টিক দেওয়া নেই।
    • যদি RealPlayer চালু থাকে, এটি prefs.js ফাইলটি লক করে রাখতে পারেন। RealPlayer বন্ধ করলে এটি আনলক হতে পারে।
  5. সকল prefs-n.js ফাইল যেখানে n একটি সংখ্যা (e.g. prefs-2.js)।
  6. যদি Invalidprefs.js ফাইলটি থাকে তাও মুছে ফেলুন।
  7. ফায়ারফক্স পুনরায় চালু করুন। আপনার এখন সকল প্রেফারেন্স রিসেট অবস্থায় থাকবে।
  1. আপনার প্রোফাইল ফোল্ডার খুলুন:

    Fx57menuমেনু বাটনে ক্লিক করে Help হেল্প-এ ক্লিক করুন এবং Troubleshooting Information নির্বাচন করুন। মেনু Help হতে, Troubleshooting Information নির্বাচন করুন। ট্রাবলশুটিং ইনফরমেশন ট্যাব খুলবে।

    • Application Basics এর নিচে Open FolderShow in FinderOpen Directory এ ক্লিক করুন। আপনার প্রোফাইলসহ একটি উইন্ডো খুলবে।আপনার প্রোফাইল ফোল্ডারটি খুলবে।
    দ্রষ্টব্যঃ আপনি যদি Firefox চালু বা ব্যবহার করতে না পারেন তবে Finding your profile without opening Firefox দেখুন।

  2. মেনু New Fx Menuবাটনে ক্লিক করুন এবং তারপর ExitQuitClose 29 এ ক্লিক করুন।

    Firefox মেনুতে Fx57Menu ক্লিক করুন, তারপর Exit এ ক্লিক করুন। স্ক্রিনের উপর Firefox মেনুতে ক্লিক করুন, তারপর Quit Firefox এ ক্লিক করুন। Firefox মেনুতে Fx57Menu ক্লিক করুন, তারপর Quitক্লিক করুন।

  3. prefs.js ফাইলটি খুজুন (এবং prefs.js.moztmp ফাইলটি যদি থাকে)।
  4. প্রতিটি ফাইল সম্পাদনার অনুমতি আছে কিনা নিশ্চিৎ হন।
  5. সকল prefs-n.js ফাইল যেখানে n একটি সংখ্যা (e.g. prefs-2.js)।
  6. যদি Invalidprefs.js ফাইলটি থাকে তাও মুছে ফেলুন।
  7. ফায়ারফক্স পুনরায় চালু করুন। আপনার এখন সকল প্রেফারেন্স রিসেট অবস্থায় থাকবে।
  1. আপনার প্রোফাইল ফোল্ডার খুলুন:

    Fx57menuমেনু বাটনে ক্লিক করে Help হেল্প-এ ক্লিক করুন এবং Troubleshooting Information নির্বাচন করুন। মেনু Help হতে, Troubleshooting Information নির্বাচন করুন। ট্রাবলশুটিং ইনফরমেশন ট্যাব খুলবে।

    • Application Basics এর নিচে Open FolderShow in FinderOpen Directory এ ক্লিক করুন। আপনার প্রোফাইলসহ একটি উইন্ডো খুলবে।আপনার প্রোফাইল ফোল্ডারটি খুলবে।
    দ্রষ্টব্যঃ আপনি যদি Firefox চালু বা ব্যবহার করতে না পারেন তবে Finding your profile without opening Firefox দেখুন।

  2. মেনু New Fx Menuবাটনে ক্লিক করুন এবং তারপর ExitQuitClose 29 এ ক্লিক করুন।

    Firefox মেনুতে Fx57Menu ক্লিক করুন, তারপর Exit এ ক্লিক করুন। স্ক্রিনের উপর Firefox মেনুতে ক্লিক করুন, তারপর Quit Firefox এ ক্লিক করুন। Firefox মেনুতে Fx57Menu ক্লিক করুন, তারপর Quitক্লিক করুন।

  3. prefs.js ফাইলটি খুজুন (এবং prefs.js.moztmp ফাইলটি যদি থাকে)।
  4. প্রতিটি ফাইলের জন্য, ফাইলে ক্লিক করার সময় Ctrl কী ধরে রাখুন তারপর Get Info নির্বাচন করুন।
  5. নিশ্চিৎ হয়ে নিন যে Locked অপশনটিতে টিক দেওয়া নেই।
  6. সকল prefs-n.js ফাইল যেখানে n একটি সংখ্যা (e.g. prefs-2.js)।
  7. যদি Invalidprefs.js ফাইলটি থাকে তাও মুছে ফেলুন।
  8. ফায়ারফক্স পুনরায় চালু করুন। আপনার এখন সকল প্রেফারেন্স রিসেট অবস্থায় থাকবে।

নষ্ট প্রেফারেন্স ফাইল

প্রেফারেন্স ফাইল নষ্ট হতে পারে, ফাইলে কোন লিখতে ফায়ারফক্স কে বাধা দিতে পারে। আপনি যদি ফাইলটি মুছে দেন, প্রয়োজনের সময় ফায়ারফক্স নতুন একটি ফাইল তৈরি করে নিবে।

কিভাবে prefs.js ফাইল মুছে ফেলতে হয় তার বর্ণনা।

এটি সকল স্বনির্ধারিত সেটিং এবং কিছু এক্সটেনশনের সেটিং মুছে দিবে।
  1. আপনার প্রোফাইল ফোল্ডার খুলুন:

    Fx57menuমেনু বাটনে ক্লিক করে Help হেল্প-এ ক্লিক করুন এবং Troubleshooting Information নির্বাচন করুন। মেনু Help হতে, Troubleshooting Information নির্বাচন করুন। ট্রাবলশুটিং ইনফরমেশন ট্যাব খুলবে।

    • Application Basics এর নিচে Open FolderShow in FinderOpen Directory এ ক্লিক করুন। আপনার প্রোফাইলসহ একটি উইন্ডো খুলবে।আপনার প্রোফাইল ফোল্ডারটি খুলবে।
    দ্রষ্টব্যঃ আপনি যদি Firefox চালু বা ব্যবহার করতে না পারেন তবে Finding your profile without opening Firefox দেখুন।

  2. মেনু New Fx Menuবাটনে ক্লিক করুন এবং তারপর ExitQuitClose 29 এ ক্লিক করুন।

    Firefox মেনুতে Fx57Menu ক্লিক করুন, তারপর Exit এ ক্লিক করুন। স্ক্রিনের উপর Firefox মেনুতে ক্লিক করুন, তারপর Quit Firefox এ ক্লিক করুন। Firefox মেনুতে Fx57Menu ক্লিক করুন, তারপর Quitক্লিক করুন।

  3. prefs.js ফাইল খুজে বের করুন (এবং prefs.js.moztmp ফাইল থাকে সেটিও)।
  4. ফাইলগুলো মুছে ফেলুন এবং কোন prefs-n.js ফাইল যেখানে n একটি সংখ্যা (e.g. prefs-2.js)।
  5. যদি Invalidprefs.js ফাইলটি থাকে তাও মুছে ফেলুন।
  6. ফায়ারফক্স পুনরায় চালু করুন। আপনার এখন সকল প্রেফারেন্স রিসেট অবস্থায় থাকবে।




প্রেফারেন্স সংরক্ষিত হচ্ছে না (mozillaZine KB) এর উপর ভিত্তি করে লেখা।