Firefox OS এ তারিখ ও সময় নির্ধারন করুন

এই প্রবন্ধটি বহুদিন রক্ষনাবেক্ষন করা হয়না, তাই এর বিষয়বস্তু নির্বাপিত হতে পারে।

গুরুত্বপূর্ণ: আপনার ডিভাইসে যদি SIM কার্ড সংযুক্ত থাকে তাহলে স্বংয়ক্রিয়ভাবে তারিখ ও সময় নির্ধারিত হয়ে যাওয়ার কথা। বিশেষ কোন প্রয়োজন ছাড়া তারিখ ও সময় পরিবর্তন করা উচিত না। যদি আপনার SIM কার্ড ভুল তারিখ ও সময় নির্ধারন করে থাকে, তবে আপনার ক্যারিয়ারের সাথে যোগাযোগ করুন। আপনার প্রবেশ করানো SIM কার্ডটি যদি ডিভাইস পড়তে না পারে কিংবা যদি ঠিকভাবে কাজ না করে, তবে যেখান থেকে সিম কার্ডটি কিনেছেন তাদের সাথে যোগাযোগ করুন।

যদি আপনাকে তারিখ ও সময় পরিবর্তন করতেই হয় তবে নিচের নির্দেশনা অনুসরন করুন:

  1. Settings 1.3Settings 1.4Settings- 2.0 (small) ট্যাপ করে সেটিংস্ অ্যাপটি খুলুন।
  2. Personalization অংশে স্ক্রল করে Date & Time নির্বাচন করুন।
  3. যদি Set automatically চালু থাকে, তবে বন্ধ করে দিন।
  4. "Date" এর পরের অংশটি নির্বাচন করুন এবং একটি মাস,তারিখ ও বছর নির্বাচন করুন।
  5. OK ট্যাপ করুন পরিবর্তনগুলো প্রয়োগ করতে।
  6. সময় সেট করতে, "Time" অংশটি ট্যাপ করুন এবং নতুন সময় নির্বাচন করুন।
  7. OK ট্যাপ করে আপনার পরিবর্তনগুলো সংরক্ষণ করুন।

These fine people helped write this article:

Illustration of hands

স্বেচ্ছাসেবক

আপনার দক্ষতা বাড়ান এবং অন্যদের সাথে শেয়ার করুন। প্রশ্নের উত্তর দিন এবং আমাদের জ্ঞানের ভিত্তি উন্নত করুন।

আরও জানুন