আপনার প্রোফাইল খুঁজে পাওয়া না গেলে অথবা প্রবেশ করা না গেলে Firefox যেভাবে চালু করাতে হয়

সংস্করণের তথ্য
  • সংস্করণ id: 79115
  • নির্মিত:
  • রচয়িতা: prome
  • মন্তব্য: ১০০% শেষ
  • পর্যালোচনা অবস্থা: হ্যাঁ
  • পর্যালোচনা অবস্থা:
  • পর্যালোচনা করেছেন: ashickurnoor
  • Is approved? হ্যাঁ
  • বর্তমান সংস্করণ? না
  • অনুবাদের জন্য তৈরি: না
সংস্করণের উৎস
সংস্করণের বিষয়বস্তু

ফায়ারফক্স আপনার ব্যবহারকারীর তথ্য এবং সেটিংসমূহ বিশেষ এই profile ফোল্ডারে সংরক্ষণ করে রাখে এবং প্রত্যেক সময় যখন আপনি ফায়ারফক্স চালু করেন এখান থেকে তথ্য সংগ্রহ করে। এই ডিফল্ট প্রোফাইল ফোল্ডারের লোকেশন থাকে %APPDATA%\Mozilla\Firefox\Profiles ~/.mozilla/firefox ~/Library/Application Support/Firefox/Profiles ফোল্ডারে, আপনি যেটি দেখতে পারেন these instructions ব্যবহার করে।

আপনি যদি কোন ত্রটি সংকেত দেখতে পান, যেটি শুরু হয়েছে এভাবে আপনার ফায়ারফক্স প্রোফাইল লোড করা যাচ্ছে না।হতে পারে এটি খুঁজে পাওয়া যাচ্ছে না অথবা প্রবেশ করা যাচ্ছে না, তার মানে ফায়ারফক্স প্রোফাইল ফোল্ডার খুঁজে পাচ্ছে না। আপনি যদি আপনার ফায়ারফক্স প্রোফাইল ফোল্ডারটি সরিয়ে থাকেন, নাম পরিবর্তন করে থাকেন অথবা মুছে ফেলে থাকেন, তবে তা সমাধানে এগুলোর মধ্যে যেকোন একটি উপায় চেষ্টা করে দেখতে পারেন।

প্রোফাইল সরানো অথবা নাম পরিবর্তন করা হয়েছে

আপনি যদি জেনে থাকেন আপনার প্রোফাইল কোথায় আছে, তবে নিচের জেকোন একটি উপায়ে চেষ্টা করে আপনি তা খুঁজতে ফায়ারফক্সকে সাহায্য করতে পারেন।

  • প্রোফাইল ফোল্ডারটি তার নিজের লোকেশনে ফেরত পাঠান।
  • প্রোফাইলটির পূর্বের নামটি পুনরায় সংরক্ষণ করুন, যদি তা আপনি পরিবর্তন করে থাকেন।
  • Create a new profile using the Profile Manager। এটিকে একটি বর্ণনামূলক নাম দিন, এই বাটনে ক্লিক করুন Choose Folder এবং অতপর সেই প্রোফাইল ফোল্ডারটি সিলেক্ট করুন যেটি আপনি স্রিয়েছেন অথবা নাম পরিবর্তন করেছেন। Create a new profile উইজার্ড শেষ করার আগেই এটি করুন।

প্রোফাইল মুছে গিয়ে থাকলে

আপনি যদি প্রোফাইল ফোল্ডারটি মুছে ফেলে অথবা হারিয়ে ফেলে থাকেন আর তা পুনরুদ্ধারের কোন উপায় আপনার না থাকে, তবে এগুলোর মধ্যে যেকোন একটি উপায়ে নতুন একটি ফায়ারফক্স প্রোফাইল তৈরি করুনঃ

আপনার নতুন প্রোফাইলে মুছে ফেলা বা হারিয়ে যাওয়া প্রোফাইলের সেটিঙসমূহ অথবা ব্যবহারকারীর তথ্য থাকবে না।

উপায় ১ঃ প্রোফাইল মজানেজার উইজার্ড ব্যবহার করুন

নতুন প্রোফাইল তৈরি করতে Firefox এ প্রোফাইল তৈরি ও মুছে ফেলার জন্য প্রোফাইল ম্যানেজার ব্যবহার করুন এই নিবন্ধে থাকা পদ্ধতিগুলো অনুসরণ করুন।

উপায় ২ঃ সাধারণভাবে profiles.ini ফাইলটি মুছে ফেলুন

আপনার যদি প্রোফাইল ম্যানেজারে প্রবেশ করতে সমস্যা হয়ে থাকে, তবে আপনি profiles.ini ফাইলটি মুছে ফেলে একটি নতুন ফায়ারফক্স প্রোফাইল তৈরি করতে পারেন, এভাবেঃ

  1. উইন্ডোজ বাটনে ক্লিক করুন Start এবং ক্লিক করুন Run...
  2. রান বক্সে টাইপ করুন %APPDATA%\Mozilla\ এবং ক্লিক করুন OK।
  3. ফায়ারফক্স ওপেন করতে এতে ডাবল-ক্লিক করুন।
  4. profiles.ini ফাইলটি মুছে ফেলুন (অথবা নাম পরিবর্তন করুন, যেমন, profiles.iniOLD) ।
  1. উইন্ডোজ Start বাটনে ক্লিক করুন এবং সার্চ বক্সে টাইপ করুন %APPDATA%\Mozilla\
  2. ফায়ারফক্স ফোল্ডার ওপেন করতে এতে ডাবল-ক্লিক করুন।
  3. profiles.ini ফাইলটি মুছে ফেলুন (অথবা নাম পরিবর্তন করুন, যেমন, profiles.iniOLD)।
  1. উইন্ডোজ স্টার্ট স্ক্রিন থেকে, Desktop টাইলে ক্লিক করুন। ডেক্সটপ ভিউ ওপেন হবে।
  2. ডেস্কটপ থেকে Charmsএ প্রবেশের জন্য হোভার করুন নিচে ডানকোণের দিকে।
  3. সিলেক্ট করুনSearch। সার্চ সাইডবার ওপেন হয়ে যাবে।
  4. সার্চবক্সে টাইপ করুন %APPDATA%\Mozilla\
  5. ফায়ারফক্স ফোল্ডার ওপেন করতে এতে ডাবল-ক্লিক করুন।
  6. profiles.ini ফাইলটি মুছে ফেলুন (অথবা নাম পরিবর্তন করুন, যেমন, profiles.iniOLD)।
মন্তব্যঃprofiles.ini ফাইলটি মুছে ফেলার পরিবর্তে , যে ফোল্ডারে এটি আছে আপনি সেটি মুছে ফেলতে (অথবা নাম পরিবর্তন করতে) পারেন। যেমন, ফায়ারফক্স ফোল্ডারে রাইট ক্লিক করুন এবং এটির নাম পরিবর্তন করুন FirefoxOLD

আপনি যখন ফায়ারফক্স ওপেন করবেন, নতুন প্রোফাইল তৈরি হয়ে যাবে।

  1. (Ubuntu) ক্লিক করুনPlaces স্ক্রিনের ডানে উপরের দিকের মেনুতে এবং সিলেক্ট করুন Home Folder। ফাইল ব্রাউজারের একটি উইন্ডো দেখা যাবে।
  2. View মেনুতে ক্লিক করুন এবং সিলেক্ট করুন Show Hidden Files যদি এটি চেক না হয়ে থাকে।
  3. .mozilla চিহ্নিত ফোল্ডারে ডাবল-ক্লিক করুন।
  4. firefox চিহ্নিত ফোল্ডারে ডাবল-ক্লিক করুন।
  5. profiles.ini ফাইলটি মুছে ফেলুন (অথবা নাম পরিবর্তন করুন, যেমন, profiles.iniOLD)।
মন্তব্যঃ profiles.ini ফাইলটি মুছে ফেলার পরিবর্তে , যে ফোল্ডারে এটি আছে আপনি সেটি মুছে ফেলতে (অথবা নাম পরিবর্তন করতে) পারেন। যেমন, ফায়ারফক্স ফোল্ডারে রাইট ক্লিক করুন এবং এটির নাম পরিবর্তন করুন FirefoxOLD

আপনি যখন ফায়ারফক্স ওপেন করবেন, নতুন প্রোফাইল তৈরি হয়ে যাবে।

  1. আপনার ইউজার ~/Library ফোল্ডারে নেভিগেট করুনঃ
    • (OS X 10.6) ডক এ থাকা Finder আইকনে ক্লিক করুন। আপনার হোম ফোল্ডারটি সিলেক্ট হয়ে যাবে, (সাধারণত আপনার ম্যাক ইউজার অ্যাকাউন্ট নামটিই)। উইন্ডোটির ডানদিকে, লাইব্রেরী ফোল্ডার ওপেন করতে তাতে ক্লিক করুন।
    • (OS X 10.7 and above) ডক এ থাকা Finder আইকনে ক্লিক করুন। মেনুবারে, ক্লিক করুন Go মেনু, option অথবা alt কী ধরে থাকুন এবং সিলেক্ট করুন Library। লাইব্রেরী ফোল্ডার ধারণকৃত উইন্ডো ওপেন হবে।
  2. Application Support ফোল্ডারে ক্লিক করুন, এরপার ফায়ারফক্স ফোল্ডারে যান।
  3. profiles.ini ফাইলটি মুছে ফেলুন (অথবা নাম পরিবর্তন করুন, যেমন, profiles.iniOLD)।
মন্তব্যঃ profiles.ini ফাইলটি মুছে ফেলার পরিবর্তে , যে ফোল্ডারে এটি আছে আপনি সেটি মুছে ফেলতে (অথবা নাম পরিবর্তন করতে) পারেন। যেমন, ফায়ারফক্স ফোল্ডারে রাইট ক্লিক করুন এবং এটির নাম পরিবর্তন করুন FirefoxOLD

আপনি যখন ফায়ারফক্স ওপেন করবেন, নতুন প্রোফাইল তৈরি হয়ে যাবে।



Based on information from Profile cannot be loaded (mozillaZine KB) থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে