Firefox এবং ওয়েবসাইটের পূর্ণ পর্দায় কিভাবে যেতে হয়
সংস্করণের তথ্য
- সংস্করণ id: 47279
- নির্মিত:
- রচয়িতা: Sekander Badsha
- মন্তব্য: completed translation
- পর্যালোচনা অবস্থা: না
- অনুবাদের জন্য তৈরি: না
সংস্করণের উৎস
সংস্করণের বিষয়বস্তু
পূর্ণ স্ক্রীণ Firefox-র একটি বৈশিষ্ট্য যেটি সম্পূর্ণ পর্দা নিতে সক্ষম । , নেট বুক এর ছোটো স্ক্রীন এর জন্য এটি উত্তম, আপনার HD TVএর পূর্ণ ব্যাবহার অথবা আপনি এটাকে ব্যাবহার করতে চান! এই নিবন্ধ আপনাকে শব কিছুর ধারনা দিবে।
লক্ষ্য করুনঃ ফায়ারফক্সের ফুল স্ক্রীন মোড অন্য আপ্লিকেশনের ফুল স্ক্রীন মোড থেকে আলাদা; যেমনটা Mac OS X 10.7 (Lion) এ দেখেছিলেন। ফায়ারফক্স বর্তমানে লায়নের ফুলস্ক্রীন মোড সমর্থন করে না।
ফুল স্ক্রীন চালু করা
যত বড় তত ভালো! আপনার পুরো স্ক্রীন জুড়ে ফায়ারফক্স ব্যবহার করুন।
- বোতামে ক্লিক করুন।
- এ ক্লিক করুন।
যদি মেনুবার দেখায় (Windows XP তে ডিফল্টভাবে দেখায়),
ক্লিক করুন এবং তারপর এ ক্লিক করুন।- মেনুবারে এর উপর ক্লিক করুন।
- এর উপর ক্লিক করুন।
- ফায়ারফক্স উইন্ডোর উপরে ডান দিকে
ফুল স্ক্রীন আইকনে ক্লিক করুন।
- মেনুবারে এর উপর ক্লিক করুন।
- এ ক্লিক করুন।
ফুল স্ক্রীন বন্ধ করা
আমি আমার আগের সেটিংসে ফিরে যেতে চাই! ফায়ারফক্সকে পূর্বের অবস্থায় ফিরিয়ে আনুন
- মাউস পয়েন্টার স্ক্রীনের উপরের দিকে নিয়ে যান।
- ফুলস্ক্রীন আইকনে কিল্ক করুন।
- মাউস পয়েন্টার স্ক্রীনের উপরের দিকে নিয়ে যান।
- মেনুবারের উপরে ডান কোনায় ফুলস্ক্রীন আইকনে
ক্লিক করুন।
- মাউস পয়েন্টার স্ক্রীনের উপরের দিকে নিয়ে যান।
- খালি জায়গায় মাউস পয়েন্টার রেখে মাউসের ডান বাটনে ক্লিক করুন।
- এ ক্লিক করুন।
কিবোর্ড শর্টকাট
যাদের স্মৃতিশক্তি ভাল, কিবোর্ডের সাহায্যে ফুলস্ক্রীন ব্যবহার করতে পারেন।
- ফুলস্ক্রীন চালু করতেঃ কীবোর্ড এর F11 কী চাপুন। লক্ষ্য করুনঃ যেসব কম্পিউটারে সংক্ষিপ্ত ধরনের (compact) কীবোর্ড থাকে, যেমন- নেটবুক বা ল্যাপটপ এর ক্ষেত্রে fn + F11 চাপতে হতে পারে।
- ফুলস্ক্রীন চালু করতেঃ command + Shift + F