Firefox এবং ওয়েবসাইটের পূর্ণ পর্দায় কিভাবে যেতে হয়
সংস্করণের তথ্য
- সংস্করণ id: 245835
- নির্মিত:
- রচয়িতা: আফতাবুজ্জামান
- মন্তব্য: হালনাগাদ করা হল। update based on firefox browser bengali interface.
- পর্যালোচনা অবস্থা: না
- অনুবাদের জন্য তৈরি: না
সংস্করণের উৎস
সংস্করণের বিষয়বস্তু
পূর্ণ পর্দা সুবিধাটি ব্যাবহারের মাধ্যমে আপনি ফায়ারফক্সকে পূর্ণ পর্দা জুড়ে দেখতে পারেন। নেট বুকের ছোটো পর্দার জন্য এটি উত্তম, এর মাধ্যমে আপনি আপনার HD TV এর পূর্ণ ব্যবহার করতে পারেন! এই নিবন্ধ আপনাকে সব কিছুর ধারণা দিবে।
পূর্ণ পর্দা চালু করা
- সরঞ্জাম দণ্ডের ডানে থাকা মেনু "FX57menu" ছবি বিদ্যমান নয়। বোতামে ক্লিক করুন।
- পূর্ণ পর্দার বোতাম
ক্লিক করুন
- সরঞ্জাম দণ্ডের ডানে থাকা মেনু "new FX menu" ছবি বিদ্যমান নয়। বোতামে ক্লিক করুন ও
পূর্ণ পর্দা বন্ধ করতে, মেনু বোতাম "FX57menu" ছবি বিদ্যমান নয়।"new fx menu" ছবি বিদ্যমান নয়। ক্লিক করুন ও আবার পূর্ণ পর্দা আইকনে ক্লিক করুন।
কিবোর্ড শর্টকাট
যাদের স্মৃতিশক্তি ভাল, কিবোর্ডের সাহায্যে পূর্ণ পর্দা ব্যবহার করতে পারেন।
- পূর্ণ পর্দা চালু করতে: কীবোর্ডের F11 কী চাপুন।লক্ষ্য করুন: যেসব কম্পিউটারে সংক্ষিপ্ত ধরনের (compact) কীবোর্ড থাকে, যেমন- নেটবুক বা ল্যাপটপের ক্ষেত্রে fn + F11 চাপুন।
- পূর্ণ পর্দা চালু করতে: command + Shift + F