শুধুমাত্র একটি ট্যাব চালু থাকা অবস্থায় কীভাবে ট্যাব স্ট্রিপ আড়াল করবেন

সংস্করণের তথ্য
  • সংস্করণ id: 78233
  • নির্মিত:
  • রচয়িতা: Sashoto Seeam
  • মন্তব্য: com
  • পর্যালোচনা অবস্থা: না
  • অনুবাদের জন্য তৈরি: না
সংস্করণের উৎস
সংস্করণের বিষয়বস্তু
দ্রষ্টব্যঃ এই প্রবন্ধটি আপনার Firefox ভার্সন এর জন্য নয়।

শুধুমাত্র একটি ট্যাব চালু থাকা অবস্থায় ট্যাব স্ট্রিপ আড়াল করার পদ্ধতি এখন আর Firefox - এ নেই কিন্তু আপনি একটি Add-on ডাউনলোড করে এটা পরিবর্তন করতে পারেন।

  1. Add-on টির সাইট Hide Tab Bar With One Tab page on the Add-ons website.- এ যান।
  2. সেখানে Add to Firefox বাটনে ক্লিক করুন এবং স্বয়ংক্রিয় ভাবে ডাউনলোড শুরু হয়ে যাবে।
  3. অনুরোধ জানানো হলে Install Now বাটনে ক্লিক করে ইন্সটলেশন শুরু করুন।
  4. সবশেষে Restart Now ক্লিক করুন যখন এটি আপনার স্ক্রিনে আসবে। আপনার চালু থাকা ট্যাবগুলো পুনরায় চালু করার পরে পুনরূদ্ধার হবে।

এখন থেকে আপনার শুধুমাত্র একটি ট্যাব চালু থাকলে ট্যাব স্ট্রিপ স্বয়ংক্রিয় ভাবে আড়াল হবে।