ম্যাক -এ ফায়ারফক্স ইনস্টল করা
সংস্করণের তথ্য
- সংস্করণ id: 58657
- নির্মিত:
- রচয়িতা: Ashickur Rahman
- মন্তব্য: some edit
- পর্যালোচনা অবস্থা: হ্যাঁ
- পর্যালোচনা অবস্থা:
- পর্যালোচনা করেছেন: ashickurnoor
- Is approved? হ্যাঁ
- বর্তমান সংস্করণ? না
- অনুবাদের জন্য তৈরি: না
সংস্করণের উৎস
সংস্করণের বিষয়বস্তু
এই নিবন্ধটি ম্যাক -এ ফায়ারফক্স ইন্সটল করা সম্পর্কে বর্ননা করে।
- যদি আপনি ফায়ারফক্স এর আগের সংস্করন আপগ্রেড করতে চান, তাহলে Firefox নতুন সংস্করণে আপডেট করুন নিবন্ধটি দেখুন।
দ্রষ্টব্যঃ এই নিবন্ধটি শুধুমাত্র ম্যাক এর জন্যে প্রযোজ্য।
ফায়ারফক্সের জন্যে ইন্টেল প্রসেসর এবং ম্যাক ওএস এক্স ১০.৫ বা পরবর্তী সংস্করন প্রয়োজন ফায়ারফক্স ১৬ পর্যন্ত চালানোর জন্যে এবং ম্যাক ওএস এক্স ১০.৬ বা পরবর্তী সংস্করন এর প্রয়োজন ফায়ারফক্স ১৭ থেকে পরবর্তী সংস্করনগুলো চালানোর জন্যে। সবগুলোর সিস্টেম রিকোয়্যারমেন্ট দেখুন। যদি আপনি ম্যাক এস এর পুরোনো সংস্করন ব্যাবহার করে থাকেন, তাহলে সাহায্যের জন্যে এই অথবা এই নিবন্ধটি দেখুন।
ম্যাক -এ ফায়ারফক্স ইন্সটল করা
- যেকোন ব্রাউজার (উদাহরনস্বরুপ - এ্যাপল সাফারি) থেকে http://mozilla.org/firefox -এ ভিজিট করুন। এটি সয়ংক্রিয়ভাবে আপনার প্লাটফর্ম এবং ভাষা নির্ধারন করবে এবং আপনার জন্যে সবচেয়ে ভালো ফায়ারফক্স এর সংস্করনটি বাছাই করবে।
- ফায়ারফক্স ডাউনলোড করার জন্যে সবুজ রঙের ডাউনলোড বাটনে ক্লিক করুন।
- যখন ডাউনলোড শেষ হবে, তখন ফাইলটি (Firefox.dmg) নিজে নিজেই চালু হবে এবং ফায়ারফক্স এ্যাপ্লিকেশন সহ একটি ফাইন্ডার উইন্ডো খুলবে। ফায়ারফক্স এর আইকনটিকে এ্যাপ্লিকেশন ফোল্ডার এর উপর ড্র্যাগ করুন এবং এটাকে সেখানেই কপি করুন।
- দ্রষ্টব্যঃ যদি আপনি এই উইন্ডো-টি বা দেখতে পান তাহলে, Firefox.dmg তে ক্লিক করে তা খুলুন।
- ফায়ারফক্স কে এপ্লিকেশন ফোল্ডারে ড্র্যাগ করার পর, control কী চেপে ধরুন এবং উইন্ডোতে ক্লিক করার সময় মেনু থেকে বাছাই করুন।
- আপনি সহজে ব্যাবহার করার জন্য ফায়ারফক্স কে আপনার ডক -এ রাখতে পারেন। এজন্যে এপ্লিকেশন ফোল্ডার খুলুন এবং ফায়ারফক্স কে ডক এ ড্র্যাগ করে আনুন।
- ফায়ারফক্স এখন ব্যবহার করার জন্যে তৈরি। ফায়ারফক্স চালু করার জন্যে ডক থেকে শুধু আইকনটিতে ক্লিক করলেই হবে।
প্রথমবার ফায়ারফক্স চালু করা
আপনি যখন প্রথমবার ফায়ারফক্স চালু করবেন, তখন আপনাকে ফায়ারফক্স ইন্টারনেট থেকে ডাউনলোড হয়েছে বলে সতর্কবার্তা দেখাতে পারে। কারন আপনি ফায়ারফক্স কে অফিশিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করেছেন। আপনি
অবশ্যঅই, ফায়ারফক্স আপনার ডিফল্ট ব্রাউজার নয় এবং এ সম্পর্কে আপনাকে জানানো হবে। তার মানে, আপনার ই-মেইল এপ্লিকেশন এর লিঙ্ক, ইন্টাওরনেট শর্টকাট বা HTML ডকুমেন্ট ফায়ারফক্স দিয়ে খুলবে না। যদি আপনি ফায়ারফক্স এ এই জিনিশগুলো চান, তাহলে