ম্যাক -এ ফায়ারফক্স ইনস্টল করা

সংস্করণের তথ্য
  • সংস্করণ id: 171607
  • নির্মিত:
  • রচয়িতা: Raiyan
  • মন্তব্য: It's Completed
  • পর্যালোচনা অবস্থা: না
  • অনুবাদের জন্য তৈরি: না
সংস্করণের উৎস
সংস্করণের বিষয়বস্তু

এই নিবন্ধটি ম্যাক -এ Firefox ইন্সটল করা সম্পর্কে বর্ননা করে।

দ্রষ্টব্যঃ এই নিবন্ধটি শুধুমাত্র Mac এর জন্যে প্রযোজ্য। উইন্ডোজ এ ফায়ারফক্স ইন্সটল করার উপায় জানতে হলে Windows এ Firefox ডাউনলোড এবং ইনস্টল করা নিবন্ধটি দেখুন। Linux এ Firefox ইন্সটল করার উপায় জানতে হলে, Linux এ Firefox ইনস্টল করুন নিবন্ধটি দেখুন।
নিশ্চিত করুন Mac Firefox এর জন্য System Requirements এড্রেসে যায়। আপনি যদি OS X এর পুরনো ভার্সন ব্যবহার করে থাকেন, এই তথ্যগুলো দেখুনঃ

Mac -এ Firefox ইন্সটল করা

  1. যেকোন ব্রাউজার (উদাহরনস্বরুপ - এ্যাপল সাফারি) থেকে Firefox download page-এ ভিজিট করুন। এটি সয়ংক্রিয়ভাবে আপনার প্লাটফর্ম এবং ভাষা নির্ধারন করবে এবং আপনার জন্যে সবচেয়ে ভালো Firefox এর সংস্করনটি বাছাই করবে।
  2. ফায়ারফক্স ডাউনলোড করার জন্যে সবুজ রঙের ডাউনলোড বাটনে ক্লিক করুন।
  • দ্র্টব্যঃ আপনি যদি Firefox ইন্সটল করার ভাষা পরিবর্তন করতে চান তাহলে ডাউনলোড বাটনের নিচে Download in another language নির্বাচন করুন।
  1. যখন ডাউনলোড শেষ হবে, তখন ফাইলটি (Firefox.dmg) নিজে নিজেই চালু হবে এবং ফায়ারফক্স এ্যাপ্লিকেশন সহ একটি ফাইন্ডার উইন্ডো খুলবে। ফায়ারফক্স এর আইকনটিকে এ্যাপ্লিকেশন ফোল্ডার এর উপর ড্র্যাগ করুন এবং এটাকে সেখানেই কপি করুন।
    fxmacinstall
    দ্রষ্টব্যঃ যদি আপনি এই উইন্ডো-টি বা দেখতে পান তাহলে, Firefox.dmg তে ক্লিক করে তা খুলুন।
    Mac Install 2
  2. ফায়ারফক্স কে এপ্লিকেশন ফোল্ডারে ড্র্যাগ করার পর, control কী চেপে ধরুন এবং উইন্ডোতে ক্লিক করার সময় মেনু থেকে Eject "Firefox" বাছাই করুন।
    Mac Install 4
  3. আপনি সহজে ব্যাবহার করার জন্য ফায়ারফক্স কে আপনার ডক -এ রাখতে পারেন। এজন্যে এপ্লিকেশন ফোল্ডার খুলুন এবং ফায়ারফক্স কে ডক এ ড্র্যাগ করে আনুন।
    Add to Dock
    ফায়ারফক্স এখন ব্যবহার করার জন্যে তৈরি। ফায়ারফক্স চালু করার জন্যে ডক থেকে শুধু আইকনটিতে ক্লিক করলেই হবে।

প্রথমবার ফায়ারফক্স চালু করা

আপনি যখন প্রথমবার ফায়ারফক্স চালু করবেন, তখন আপনাকে ফায়ারফক্স ইন্টারনেট থেকে ডাউনলোড হয়েছে বলে সতর্কবার্তা দেখাতে পারে। কারন আপনি ফায়ারফক্স কে অফিশিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করেছেন। আপনি Open বাটনে ক্লিক করতে পারেন।

Firefox Downloaded Security Check Mac

এছাড়া, ফায়ারফক্স আপনার ডিফল্ট ব্রাউজার নয় এবং এ সম্পর্কে আপনাকে জানানো হবে। তার মানে, আপনার ই-মেইল এপ্লিকেশন এর লিঙ্ক, ইন্টারনেট শর্টকাট বা HTML ডকুমেন্ট ফায়ারফক্স দিয়ে খুলবে না। যদি আপনি ফায়ারফক্স এ এই জিনিশগুলো চান, তাহলে Use Firefox as my default browser ক্লিক করে এটিকে ডিফল্ট ব্রাউজার হিসেবে সেট করুন। যদি তা না চান অথবা আপনি শুধু Firefox কে পরীক্ষা করছেন, তাহলে Not now বাটন ক্লিক করুন।

Firefox as Default Browser Dialogue Mac