Android এর জন্য Firefox এ Do-not-track কিভাবে ব্যবহার করব?
সংস্করণের তথ্য
- সংস্করণ id: 115444
- নির্মিত:
- রচয়িতা: Md. Mosaraf Hossain Tipu
- মন্তব্য: কিছু স্ট্রিং অনুবাদ বাকি আছে
- পর্যালোচনা অবস্থা: না
- অনুবাদের জন্য তৈরি: না
সংস্করণের উৎস
সংস্করণের বিষয়বস্তু
বেশির ভাগ ওয়েবসাইট তাদের পরিদর্শককে ট্র্যাক বা অনুসরণ করে এবং এই সকল তথ্য অন্য প্রতিষ্ঠানের কাছে বিক্রি অথবা প্রদান করে। এই তথ্যটি বিজ্ঞাপন, পণ্য অথবা সেবা যা আপানকে লক্ষ্য করে বানানো হয়েছে তা দেখাতে ব্যবহার করা হতে পারে। Firefox এ Do-not-track নামক একটি সুবিধা আছে যা আপনি যত ওয়েব সাইট পরিদর্শন করবেন, তাদের বিজ্ঞাপনদাতা, এবং অন্যান্য বিষয় সরবারহকারীদের বলে যে আপনি চান না আপনার ব্রাউজিং আচরন ট্র্যাক করা হোক।
এই সেটিংটি মান্য করা ঐচ্ছিক - সকল ওয়েবসাইট এটি মানতে বাধ্য না। যে সকল ওয়েবসাইট এই সেটিংস মান্য করে তারা অবশ্যই স্বয়ংক্রিয়ভাবে আপনার ব্রাউজিং আচরন ট্রাক করা বন্ধ করে দিবে। এই সুবিধাটি চালু করলে আপনার ওয়েব সাইট লগিন এ কোন সমস্যা হবে না অথবা আপনার ব্যক্তিগত ব্রাউজিং বন্ধ হবে না, যেমন শপিং কার্টের কন্টেন্ট, লোকেশনের তথ্য অথবা লগিন তথ্য।
কিভাবে আমি Do-not-track ব্যাবস্থা চালু করবো?
Do-not-track বৈশিষ্ট্যটি ডিফল্ট অবস্থায় বন্ধ থাকে। এটি চালু করতে:
- পর্দার একদম নিচের প্রান্তে আর নয়তোবা উপরের-ডান দিকের কোনায়) এর পর (আপনাকে প্রথমে হয়তো স্পর্শ করতে হবে) . বাটনে চাপ দিন (হয়
- এরপর
- বৈশিষ্ট্যটি সক্রিয় করা হয়েছে তা দেখানোর জন্য একটি টিক চিহ্ন প্রদর্শিত হবে।
চাপুন এবং বাছাই করুন Tell sites that I do not want to be tracked।
- মেনু বাটনে চাপ দিন (হয় পর্দার একদম নিচের প্রান্তে আর নয়তোবা উপরের-ডান দিকের কোনায়) , অনুসরণ করে।
- চাপুন .
- গোপনীয়তা পর্দায় , Do not track এ একটি টিক চিহ্ন দিন।
অন্যান অনুসরণ ব্যাবস্থা
আরও দুইটি অনুসরণ পদ্ধতি আছে:
- Tell sites that I want to be tracked: Choosing this option will tell websites that you want to be tracked by advertisers and other third-parties. You should be aware that many companies build a profile of sites you visit. Checking this option means that you are okay with that.
- Do not tell sites anything about my tracking preferences: This is the default setting. Choosing this option will not tell websites anything about your preferences. You should note that this does not mean that you will not be tracked. In fact it's effectively the same as the previous option, and you are likely going to be tracked.