আমি কিভাবে বলব কোন ওয়েবসাইটে আমার সংযোগ নিরাপদ কিনা?

সংস্করণের তথ্য
  • সংস্করণ id: 116889
  • নির্মিত:
  • রচয়িতা: Jahirul Islam
  • মন্তব্য: বাক্যের গঠন পরিবর্তন করা হয়েছে। শব্দ পরিবর্তন করা হয়েছে
  • পর্যালোচনা অবস্থা: না
  • অনুবাদের জন্য তৈরি: না
সংস্করণের উৎস
সংস্করণের বিষয়বস্তু

আপনি যে সাইটটি পরিদর্শন করছেন Firefox সাইট পরিচয় বাটনটি সে সাইটটির নিরাপত্তা বৈশিষ্ট সম্পর্কে আপনাকে বিভিন্ন তথ্য দেয়।আপনি যে সাইটটি ভিজিট করছেন সেই সাইটটির কানেকশন এনক্রিপ্টেড কি না, অথবা সাইটটির মালিক কে বা সাইটটির মালিকানা কে নিশ্চিত করেছে এ সব কিছুই আপনি সাইট পরিচয় বাটন ব্যবহার করে জানতে পারবেন। এটি আপনাকে ঝুকিপুর্ন ওয়েবসাইট যেগুলো আপনার দেয়া গুরুত্বপূর্ণ তথ্য নিতে চায়, তাদের থেকে দূরে থাকতে সাহায্য করবে।

সাইট পরিচয় বাটনটি লোকেশন বার এ ওয়েব এড্রেস এর বাঁদিকে থাকে।

Site Identity Block 14 - Win"Site Identity Block - Mac" ছবি বিদ্যমান নয়।Site Identity Block 14 - Linsite identity

কোনো ওয়েবসাইট দেখার সময় সাইট পরিচয় বাটনটি পাঁচটি রং এর কোনো একটিতে দেখতে পাবেন - একটি ধূসর পৃথিবী, একটি ধূসর সতর্কতা ত্রিভুজ, একটি কমলা সতর্কতা ত্রিভুজ, একটি ধূসর প্যাডলক অথবা একটি সবুজ প্যাডলক। আইকনের উপর ক্লিক করলে সাইটের পরিচয় এবং নিরাপত্তা সংক্রান্ত তথ্য প্রদর্শিত হবে।

identity icons toc order

পপ-আপ প্যানেল বাটনের উপর More Information বাটনে ক্লিক করলে সাইটের গোপনীয়তা এবং সুরক্ষা সেটিংস সম্পর্কে আরো বিবরণ, যেমনঃ সার্টিফিকেট তথ্য, কুকি সমূহ এবং আপনার সংরক্ষিত পাসওয়ার্ডের ইতিহাস প্রদর্শিত হবে।


ধূসর গ্লোব

একটি ধূসর গ্লোব বুঝায় :

  • ওয়েবসাইটটি পরিচয় তথ্য সরবরাহ করে না।
  • Firefox এবং ওয়েবসাইট এর মধ্যে কানেকশন এনক্রিপ্টেড নয় অথবা শুধুমাত্র আংশিকভাবে এনক্রিপ্টেড এবং এটি নিরাপদ নয়।

YouTube - Gray globe - Win"YouTube - Gray globe - Mac" ছবি বিদ্যমান নয়।YouTube - Gray globe - Lin

grey globe fx29

অধিকাংশ ওয়েবসাইটে ধূসর গ্লোব থাকবে, কারন তারা সংবেদনশীল তথ্য আদান প্রদান করে না এবং এইজন্য তাদের এনক্রিপ্টেড কানেকশন কিংবা যাচাইকৃত পরিচয়ের প্রয়োজন হয় না। এটা HTTP (এনক্রিপ্টেড না) অথবা আংশিকভাবে এনক্রিপ্টেড HTTPS এর মাধ্যমে পরিবেশিত ওয়েবসাইটের ক্ষেত্রে প্রযোজ্য।

দ্রষ্টব্য: যদি আপনি সাইটে কোন সংবেদনশীল তথ্য (যেমন:ব্যাংক তথ্য, ক্রেডিট কার্ডের তথ্য, সামাজিক নিরাপত্তা সংখ্যা ইত্যাদি ) দিয়ে থাকেন, তাহলে সাইট পরিচয় বাটনটি অবশ্যই ধূসর হবে না

ধূসর সতর্কতা ত্রিভূজ

একটি ধূসর সতর্কতা ত্রিভূজ বুঝায়:

  • ওয়েবসাইটটি পরিচয় সংক্রান্ত তথ্য সরবরাহ করে না।
  • এই ওয়েবসাইটটিতে সংযুক্ত হওয়া সম্পুর্নরুপে নিরাপদ না, কেননা এতে ছবির মত অনেক আনএনক্রিপ্টেড উপাদান রয়েছে।

grey triangle

কমলা সতর্কতা ত্রিভূজ

একটি কমলা সতর্কতা ত্রিভূজ বুঝায়:

  • ওয়েবসাইটটি পরিচয় তথ্য সরবরাহ করে না।
  • Firefox এবং ওয়েবসাইট এর মধ্যে সংযোগ শুধুমাত্র আংশিকভাবে এনক্রিপ্টেড আছে এবং তা অন্য কাউকে আপনার সংযোগে আড়ি পেতে আপনার তথ্য নিতে বাধা দেয় না।

itunes - Orange warning triangle - Win

orange triangle fx29

এটা থেকে বোঝায় যে, ইতিপূর্বে আপনি ঝুকি সত্ত্বেও HTTPS এর মাধ্যমে মিশ্র সক্রিয় কন্টেন্ট লোড হতে, প্রদর্শিত হতে বা চলতে অনুমতি দিয়েছেন। দেখুন যেসকল ওয়েবসাইট নিরাপদ না, সেগুলি আমার নিরাপত্তায় কি ধরনের প্রভাব ফেলে?

বর্তমান ট্যাব এ অন্য কোন ওয়েবসাইট ভিজিট করে নতুন একটি ট্যাব এ আগের ওয়েবসাইটটি ভিজিট করলে ঝুকি কমানোর জন্য কিছু HTTP request ব্লক করা হবে। সেই সাথে সাইট নিরাপত্তা বাটনের আইকনটি পুর্বের অবস্থায় ফিরে যাবে (মিশ্র প্যাসিভ কনটেন্ট এর জন্য ধূসর গ্লোব অন্যথায় ধূসর বা সবুজ প্যাডলক) এবং মিশ্র কনটেন্ট এর শিল্ড আইকন প্রদর্শন করবে। মিশ্র কনটেন্ট-এর তথ্য জানতে দেখুন যেসকল ওয়েবসাইট নিরাপদ না, সেগুলি আমার নিরাপত্তায় কি ধরনের প্রভাব ফেলে?

'দ্রষ্টব্য: যদি আপনি সাইটে কোন সংবেদনশীল তথ্য (যেমন:ব্যাংক তথ্য, ক্রেডিট কার্ডের তথ্য, সামাজিক নিরাপত্তা সংখ্যা ইত্যাদি) দিয়ে থাকেন, তাহলে সাইট পরিচয় বাটনটি অবশ্যই কমলা সতর্কতা ত্রিভুজ হবে না

ধূসর প্যাডলক

একটি ধূসর প্যাডলক বুঝায় :

  • ওয়েবসাইট এর ঠিকানাটি যাচাইকৃত।
  • Firefox এবং ওয়েবসাইট মধ্যে সংযোগ আড়ি পাতা প্রতিরোধে এনক্রিপ্ট করা আছে।

Facebook - Gray padlock - WinFacebook - Gray padlock - MacFacebook - Gray padlock - Lin

grey lock fx29

যখন একটি ডোমেইন যাচাই করা হয়েছে, এটি বুঝায় যে যারা সাইটটি চালাচ্ছে তারা একটি সার্টিফিকেট কিনেছে যেটি প্রমান করে যে সাইটটি ধোঁকা নয়। উদাহরণস্বরূপ, ফেসবুকের এই ধরণের সার্টিফিকেট এবং একটি এনক্রিপ্ট করা সংযোগ আছে, তাই সাইট পরিচিতি বাটন ধূসর প্যাডলক দেখাবে। যখন আপনি প্যাডলক এ ক্লিক করবেন, এটি আপনাকে বলবে আপনি সত্যিই সংযুক্ত আছেন facebook.com যা VeriSign Inc. এর মাধ্যমে যাচাইকৃত। এটি আপনাকে আরও নিশ্চিত করবে যে আপনার সংযোগটি এনক্রিপ্ট করা। অতএব অন্য কেউ আপনার সংযোগ এ আড়ি পেতে আপনার ফেসবুক লগইন তথ্য চুরি করতে পারবেনা।

কিন্তু, এটি আসলে ডোমেইনটির প্রকৃত মালিক কে সেটা যাচাই করে না। এখানে কোন নিশ্চয়তা নেই যে facebook.com আসলে Facebook কোম্পানীর মালিকানাধীন কিনা। শুধুমাত্র একটাই নিশ্চয়তা আসে যে ডোমেনটি একটি বৈধ ডোমেইন, এবং সংযোগটি এনক্রিপ্ট করা থাকে।

সবুজ প্যাডলক

একটি সবুজ প্যাডলক বুঝায় :

  • ওয়েবসাইট এর ঠিকানা একটি এক্সটেন্ডেড ভ্যালিডেশন (EV) সার্টিফিকেট সহযোগে যাচাই করেছে।
  • Firefox এবং ওয়েবসাইট মধ্যে সংযোগ আড়ি পাতা প্রতিরোধের জন্য এনক্রিপ্টেড রয়েছে।

PayPal - Green padlock - Win"PayPal - Green padlock - Mac" ছবি বিদ্যমান নয়।PayPal - Green padlock - Lin

green lock fx29

একটি সবুজ প্যাডলক এবং সবুজ রং এ লেখা কোম্পানি বা প্রতিষ্ঠানের নাম বুঝায় যে, ওয়েবসাইটটি Extended Validation (EV) certificate ব্যবহার করছে। EV সার্টিফিকেট একটি বিশেষ ধরনের সার্টিফিকেট যেটা অন্যান্য সার্টিফিকেট থেকে অনেক বেশি কড়াকড়িভাবে কোনো সাইটের পরিচয় যাচাই করে। যদিও ধূসর প্যাডলক বুঝায় যে সংযোগটি নিরাপদ ভাবে ব্যবহার করা যায়, সবুজ প্যাডলক বুঝায় সংযোগটি নিরাপদ এবং ডোমেইন এর মালিক হিসেবে যাদের আশা করা হয় তারাই ডোমেইন এর মালিক।

উদাহরণস্বরূপ, EV সার্টিফিকেট আপনাকে নিশ্চিত করে যে Paypal Inc. ই paypal.com এর মালিক। Paypal সাইট এর জন্য এই সাইট পরিচয় বাটনটি শুধু সবুজ ই দেখায় তা নয়, বাটনটি সেই সাথে আরও দেখাবে এই সাইট-এর বিস্তৃত তথ্য এবং মালিক-এর নাম। সাইট পরিচয় ডায়লগে আরও তথ্য রয়েছে।