কিভাবে আমি অ্যান্ড্রয়েড ডিভাইসে ফায়ারফক্স ইনস্টল করবো ?

সংস্করণের তথ্য
  • সংস্করণ id: 66961
  • নির্মিত:
  • রচয়িতা: Ashickur Rahman
  • মন্তব্য: cpmplete the article
  • পর্যালোচনা অবস্থা: হ্যাঁ
  • পর্যালোচনা অবস্থা:
  • পর্যালোচনা করেছেন: ashickurnoor
  • Is approved? হ্যাঁ
  • বর্তমান সংস্করণ? না
  • অনুবাদের জন্য তৈরি: না
সংস্করণের উৎস
সংস্করণের বিষয়বস্তু

এই নিবন্ধটি আপনাকে দেখাবে নিম্নলিখিত প্রয়োজনীয়তা পূরণ করে কিভাবে আপনি মোবাইলের জন্য ফায়ারফক্স অ্যান্ড্রয়েড ডিভাইসে ডাউনলোড এবং ইনস্টল করবেনঃ

  • অ্যান্ড্রয়েড 2.2 অথবা তার চেয়ে নতুন সংস্করণে
  • একটি ARMv7 প্রোসেসর এবং সর্বনিম্ন ৮০০ MHz ক্লক ফ্রিকোয়েন্সি সম্পন্ন
  • প্রায় ১৭ মেগা বাইট মেমোরি। যে সকল ডিভাইসে অন্তত ৫১২ মেগা বাইট র‍্যাম থাকে সে সকল ডিভাইসে ভালো চলে
  • ডিসপ্লে রেজুলেশন অন্তত 480 x 320 হতে হবে
  • OpenGL ES ২.০ থাকতে হবে
ফায়ারফক্স যদি গুগল প্লে থেকে ডাউনলোড করা অথবা খুজে পাওয়া না যায়, তাহলে এটি আপনার ডিভাইসে চলবে না।
যে সকল ডিভাইসে Maemo অথবা Meego চলে, তার জন্য http://store.ovi.com/publisher/Firefox দেখুন।

পূর্বশর্ত

আপনি যদি ফায়ারফক্স বেটা,অরোরা, নাইটলির যেকোনো সংস্করণে সিঙ্ক সেটআপ করতে থাকেন, তাহলে আপনাকে সিঙ্ক করার আগে পূর্বের ফায়ারফক্স ফর অ্যান্ড্রয়েড মুছে ফেলতে হবে।

ফায়ারফক্স ডাউনলোড এবং ইনস্টল করা

  1. আপনার ডিভাইসে ফায়ারফক্স ডাউনলোড এবং ইনস্টল করতে এখানে যান mozilla.org/mobile আর ডাউনলোড বাটনে ট্যাপ করুন

    install_0

    গুগল প্লে অ্যাপ্লিকেশন ফায়ারফক্স ইনস্টলেশন পেজ চালু করবে।
  2. ইনস্টল বাটন ট্যাপ করুন

    install_1

  3. অনুমতি মেনে নিন এবং ডাউনলোড শুরু করুন।

    install_3

    The installation will begin.

    install_5

  4. প্রতি ছয় সপ্তাহে আপডেট পেতে নিশ্চিত হতে স্বয়ংক্রিয় আপডেট চেক বক্সটি নির্বাচন করুন।

    install_update

  5. শেষে, Open বাটন ট্যাপ করুন

    install_open