আমি কিভাবে একটি বুকমার্ক মুছতে পারি?
সংস্করণের তথ্য
- সংস্করণ id: 62577
- নির্মিত:
- রচয়িতা: Rafiqul Alam Khan
- মন্তব্য: বুকমার্ক সম্পর্কিত এই নিবন্ধটি অনুবাদ করলাম এবং পর্যালোচনার জন্য জমা দিলাম।
- পর্যালোচনা অবস্থা: না
- অনুবাদের জন্য তৈরি: না
সংস্করণের উৎস
সংস্করণের বিষয়বস্তু
এই নিবন্ধটি আপনার ফায়ারফক্স ব্রাউজারের বুকমার্ক সরানোর বিভিন্ন পক্রিয়া বর্ণনা করছে।
- বুকমার্ক ব্যবহারের উপর বিস্তারিত তথ্যের জন্য, দেখুন আপনার পছন্দের ওয়েবসাইট সংরক্ষন করে রাখতে ও ব্যবহারের জন্যে বুকমার্ক এর ব্যবহার
আপনি যদি Firefox Sync কে সেট আপ করে রাখেন আপনার বুকমার্কগুলোকে একীভুত করার জন্য, তাহলে আপনি একটি ডিভাইস থেকে বুকমার্কগুলো মুছলে একীভূতকৃত অন্য ডিভাইসগুলো থেকেও বুকমার্কগুলো মুছে যাবে।
একটিমাত্র বুকমার্ক মুছে ফেলা
- আপনি যেই বুকমার্কটি সরিয়ে ফেলতে চান, সেই বুকমার্ককৃত পাতা/পেইজটিতে যান।
- এড্রেস বারের ডান দিকের শেষ অংশে স্টার আইকনটিতে ক্লিক করুন। The Edit এই বুকমার্ক বক্সটি প্রদর্শন করবে।
- Edit এই বুকমার্ক বক্সটিতে, ক্লিক করুন
.
- আপনি যেই বুকমার্কটি সরিয়ে ফেলতে চান, সেই বুকমার্ককৃত পাতা/পেইজটিতে যান।
- সার্চ বারের ডান দিকের স্টার আইকনটিতে ক্লিক করুন।
- এই Edit This Bookmark উইন্ডোতে, ক্লিক করুন
একটির বেশী বুকমার্ক বা ফোল্ডার মুছতে চাইলে
এখানে লাইব্রেরি বাটনে
ক্লিক করুন, তারপর ক্লিক করুন। স্ক্রল করে নিচে যান এবং ক্লিক করুন। বুকমার্ক বাটনে ক্লিক করুন
এবং লাইব্রেরী উইন্ডো ওপেন করতে সিলেক্ট করুন।
- বাম পাশে, যেই ফোল্ডারটি দেখতে চাচ্ছেন সেটিতে ক্লিক করুন। এর উপাদানগুলো বাম পাশে প্রদর্শন করবে।
- ডান পাশে, যেটি মুছতে চান সেই আইটেমটি নির্বচন করুন। চেপে রাখুন CTRL বাটনটি একটির বেশী আইটেম নির্বাচন করার জন্য।চেপে রাখুন command বাটনটি একটির বেশী আইটেম নির্বাচন করার জন্য।
- নির্বাচিত আইটেমগুলো মুছে ফেলতে, ক্লিক করুন বাটনে
icon এবং তারপর নির্বাচন করুন .