আমি কিভাবে Android এ লেখা কপি করে পেস্ট করবো?

সংস্করণের তথ্য
  • সংস্করণ id: 81313
  • নির্মিত:
  • রচয়িতা: Ashiqur Rahman Amit
  • মন্তব্য: আপডেট
  • পর্যালোচনা অবস্থা: হ্যাঁ
  • পর্যালোচনা অবস্থা:
  • পর্যালোচনা করেছেন: amit3333
  • Is approved? হ্যাঁ
  • বর্তমান সংস্করণ? না
  • অনুবাদের জন্য তৈরি: না
সংস্করণের উৎস
সংস্করণের বিষয়বস্তু

নোট: এটি আপনার সর্বশেষ সংস্করণের ফায়ারফক্স এর জন্য প্রযোজ্য যা mozilla.org/m থেকে ডাউনলোড করা যাবে।

Android এর জন্য Firefox আপনাকে সহজে লেখাকে কপি ও পেস্ট করতে দিবে। এটি কিভাবে করতে হবে তা এই নিবন্ধটি আপনাকে দেখাবে ।

  1. একটি ওয়েব পেজে বা একটি এন্ট্রি ক্ষেত্রের মধ্যে একটি শব্দ নির্বাচন করার জন্য শব্দটিকে কিছু সময় ট্যাপ করে রাখুন।

    Select word
  2. আপনি যে পরিমাণ লেখা অন্তর্ভুক্ত করতে চান তা কপি করতে সীমান্ত হ্যান্ডলগুলির সেট টেনে আনুন ।

    Select sentence
  3. ক্লিপবোর্ডে নির্বাচিত লেখা গুলো কপি করার জন্য আবার চাপুন। একটি বার্তা প্রদর্শিত হয়ে লেখা কপি করা হয়ছে তা নির্দেশ করবে।

    "Clipboard message" ছবি বিদ্যমান নয়।
  4. আপনি এন্ট্রি ক্ষেত্রের যেখানে লেখা পেস্ট করতে চান সেখানে কিছু সময় চেপে। একটি paste বাটন অথবা মেনু অপশন প্রদর্শিত হবে ।

    paste
  5. পেস্টে চাপুন। ক্লিপবোর্ড থেকে লেখা এন্ট্রি ক্ষেত্রের মধ্যে পেস্ট হয়ে যাবে ।

    paste text

Android এর জন্য Firefox কপি এবং পেস্ট সমর্থন করে না, কিন্তু এটি সর্বশেষ সংস্করণে সংশোধন করা হয়েছে।