আমি কিভাবে Android এ লেখা কপি করে পেস্ট করবো?

সংস্করণের তথ্য
  • সংস্করণ id: 165900
  • নির্মিত:
  • রচয়িতা: user232878545669140989901665326552803611169
  • মন্তব্য: Updated as current en-US version of these article.
  • পর্যালোচনা অবস্থা: না
  • অনুবাদের জন্য তৈরি: না
সংস্করণের উৎস
সংস্করণের বিষয়বস্তু

Android এর জন্য Firefox আপনাকে সহজে লেখাকে কপি ও পেস্ট করতে দিবে। এটি কিভাবে করতে হবে তা এই নিবন্ধটি আপনাকে দেখাবে ।

  1. একটি ওয়েব পেজের কোন শব্দকে নির্বাচিত করার জন্য কিছু সময়ের জন্য ট্যাপ করে রাখুন।
  2. কি পরিমাণ শব্দ আপনি কপি করতে চান তা সংযুক্ত করার জন্য বাউন্ডিং হ্যান্ডলের সেট কে টেনে নিয়ে আসুন।
    select text android
  3. যখন আপনি আপনার কাঙ্ক্ষিত শব্দসমূহ কে উজ্জ্বল করেছেন, স্ক্রিনের উপরে টুলবারে থাকা কপি আইকনে ট্যাপ করুন।
    copy android
  4. যে স্থানে বাক্যটি পেস্ট করতে চান সেখানে ট্যাপ করুন। এইটা হতে পারে কোন URL বার কিংবা বাক্য লেখার জায়গা।
  5. টুলবারে থাকা পেস্ট আইকন কে ট্যাপ করুন।
    1. paste android

আপনার কপি করা বাক্যটি এইক্ষেত্রে দেখতে পাবেন।


ফিচারটির সর্বশেষ ভার্সন ব্যবহার করতে Android 6 অথবা এর পরের কোন ভার্সনের ব্যবহার নিশ্চিত করুন।

Android এর জন্য Firefox আপনাকে সহজে লেখাকে কপি ও পেস্ট করতে দিবে। এটি কিভাবে করতে হবে তা এই নিবন্ধটি আপনাকে দেখাবে।

  1. ওয়েব পেজের মধ্যে একটি শব্দ নির্বাচন করার জন্য শব্দটিকে কিছু সময় ট্যাপ করে রাখুন।
  2. আপনি যে পরিমাণ লেখা কপি করতে চান তা কপি করতে বাউন্ডারি হ্যান্ডলগুলির সেট টেনে আনুন ।
  3. দৃশ্যমান করতে টুলবারে Copy চাপুন।
  4. টুলবার দৃশ্যমান না হওয়া অবধি চাপুন এবং ফিল্ডটিকে ধরে থাকুন যেখান আপনি টেক্সটিকে পেস্ট করতে চান।
  5. টুলবারে Paste এ চাপুন।

আপনার কপি করা বাক্যটি এইক্ষেত্রে দেখতে পাবেন।