ফায়ারফক্সে কি ধরণের তথ্য সিঙ্ক করবে তা কিভাবে নির্বাচন করব ?

সংস্করণের তথ্য
  • সংস্করণ id: 60699
  • নির্মিত:
  • রচয়িতা: Hossain Al Ikram
  • মন্তব্য: submitting with satisfaction
  • পর্যালোচনা অবস্থা: না
  • অনুবাদের জন্য তৈরি: না
সংস্করণের উৎস
সংস্করণের বিষয়বস্তু

ফায়ারফক্স বুকমার্ক, অ্যাড-অন, ব্রাউজিং ইতিহাস এবং অন্যান্য সাইটের তথ্য সকল যন্ত্রে সিঙ্ক্রোনাইজ করতে দেয় . কিভাবে এই সেটিংস নির্বাচন করতে হবে তা এই নিবন্ধটি বলে দেবে । সিঙ্ক অ্যাকাউন্ট শুরু এবং এর ব্যবস্থাপনা সম্পর্কে আরো তথ্য জানতে, কিভাবে ফায়ারফক্স সিঙ্ক সেটাপ করব? দেখুন।

আমার ডিভাইস জুড়ে আমি কি ধরনের তথ্য শেয়ার করতে পারি ?

আপনি আপনার ডিভাইসে নিম্নোক্ত ধরনের তথ্য সিঙ্ক করতে নির্বাচন করতে পারেন :

  • ট্যাব: অন্য যন্ত্রে আপনার খোলা ট্যাবগুলো সংরক্ষিত হবে কম্পিউটারেরHistory মেনুতে, এবং অ্যান্ড্রয়েড যন্ত্রের সিঙ্ক ট্যাবে ।
  • বুকমার্ক: এটি আপনার সকল সিঙ্ক্রোনাইজ যন্ত্রে আপনার সকল প্রিয় সাইটে প্রবেশ করতে দেয়।
  • পাসওয়ার্ড: এটী আপনার লগ ইনের তথ্য সিঙ্ক্রোনাইজ করে। এটি নিষ্ক্রিয় থাকবে যদি আপনি master passwordব্যবহার করেন
  • ইতিহাস:এটি আপনাকে , আপনার সকল যন্ত্রে , আপনার অতীতে পরিদর্শ করা সকল সাইটে প্রবেশ করতে দেয় ।
  • অ্যাড-অন: আপনি আপনার ডিভাইসজুড়ে আপনার অ্যাড-অনসমুহ সিঙ্ক্রোনাইজ করতে চাইলে বক্সে টিক দিন । ফায়ারফক্সের ডেস্কটপ ভার্সনের অ্যাড-অনএর সাথে মোবাইল ভার্সনের অ্যাড-অন সিঙ্ক্রোনাইজ করা যাবে না।
  • পছন্দসমূহ: এটি আপনার যন্ত্রে ডাউনলোডের সিদ্ধান্ত এবং পপ-আপ ব্লকারের সেটিংসের মত সিদ্ধান্তের মাধ্যমে ফায়ারফক্সের ব্যবহার সিঙ্ক্রোনাইজ করে।

কম্পিউটারে সিঙ্ক তথ্য নিয়ন্ত্রন করুন

দ্রষ্টব্য: নিরাপত্তার কারনে,মাস্টার পাসয়ার্ড সিঙ্ক করা হয় না এমনকি যদিও পাসয়ার্ড এবং পছন্দসমূহ নির্বাচন করা হয় ।
  1. মেনু বাটনে New Fx MenuFx57Menu ক্লিক করে OptionsPreferences নির্বাচন করুন।
  2. সিঙ্ক প্যানেলে, যে ধরনের তথ্য সিঙ্ক করতে হবে তা নির্বাচন করুন ।
    oldsyncprefsSync Pref 29 - WinSync Pref 29 - MacSync Pref 29 - Lin
  3. আপনার পরিবর্তন সংরক্ষনের জন্য OK ক্লিক করুন । আপনার কাজ শেষ হয়ে গেলে উইন্ডোটি বন্ধ করে দিন । আপনার পরিবর্তনগুলো স্বয়ংক্রিয়ভাবে আপনি বের হয়ে যাওয়ার সাথে সাথেই সংরক্ষিত হয়ে যাবে ।

আন্ড্রয়েড ডিভাইসে সিঙ্ক তথ্য ব্যবস্থাপণা

  1. Menu বাটন আলতো স্পর্শ করুন (হয় পর্দার একদম নিচের প্রান্তে আর নয়তোবা উপরের-ডান দিকের কোনায়) এবং Settings নির্বাচন করুন (আপনাকে প্রথমে হয়তো More স্পর্শ করতে হবে) .
  2. Syncআলতো স্পর্শ করুন এবং যেসব উপাদান সিঙ্ক্রোনাইজ করতে চান না , সেখান থেকে টিক চিহ্ন উঠিয়ে দিন । আপনার পরিবর্তনগুলো স্বয়ংক্রিয়ভাবে আপনি বের হয়ে যাওয়ার সাথে সাথেই সংরক্ষিত হয়ে যাবে ।