আমি কিভাবে অ্যান্ড্রয়েড এর জন্য ফায়ারফক্সের মধ্যে ডেস্কটপ পরিবেশ নিয়ে আসব

সংস্করণের তথ্য
  • সংস্করণ id: 66936
  • নির্মিত:
  • রচয়িতা: Ashickur Rahman
  • মন্তব্য: update some string
  • পর্যালোচনা অবস্থা: হ্যাঁ
  • পর্যালোচনা অবস্থা:
  • পর্যালোচনা করেছেন: ashickurnoor
  • Is approved? হ্যাঁ
  • বর্তমান সংস্করণ? না
  • অনুবাদের জন্য তৈরি: না
সংস্করণের উৎস
সংস্করণের বিষয়বস্তু

নিম্নরূপে ওয়েবসাইটের ডেস্কটপ ভিউ প্রদর্শনের অনুরোধ করুন:

  1. এখানে যান Main menu > Settings > More
  2. "Request Desktop Site" চেকবক্স নির্বাচন করুন

ওয়েবসাইটটি পুনরায় লোড হবে এবং তা আপনার ডেস্কটপের মত করে প্রদর্শিত হবে।

অ্যান্ড্রয়েড এর জন্য ফায়ারফক্সে ব্যবহারকারী এজেন্ট পরিবর্তন করার জন্য একটি অ্যাডঅন ব্যবহার করে। এই টিউটোরিয়ালটিতে আপনার সেটিংস এবং সেটিং নিয়ন্ত্রণকারী এজেন্ট নিজের পছন্দ মত পরিবর্তন করতে "Phony" অ্যাডঅন ইনস্টল করার পদ্ধতি বর্ণনা করা হয়েছেঃ

  1. http://addons.mozilla.org/android এ যান।
  2. Search for Phony.
  3. Add to Firefox বাটন ট্যাপ করুন।
    Phony agent switcher অ্যাড-অন ডাউনলোড হবে এবং ইনস্টল হবে।
  4. Menu > More > Phony ট্যাপ করুন।
  5. Default ট্যাপ করুন এবং Desktop Firefox রেডিও বাটন নির্বাচন করুন OK ট্যাপ করুন।
  6. ডেস্কটপের পরিবেশ পেতে ওয়েবসাইট আবার লোড করুন।