কিভাবে Firefox এর ক্যাশ পরিষ্কার করা যায়
সংস্করণের তথ্য
- সংস্করণ id: 61243
- নির্মিত:
- রচয়িতা: Ashickur Rahman
- মন্তব্য: update the article
- পর্যালোচনা অবস্থা: হ্যাঁ
- পর্যালোচনা অবস্থা:
- পর্যালোচনা করেছেন: ashickurnoor
- Is approved? হ্যাঁ
- বর্তমান সংস্করণ? না
- অনুবাদের জন্য তৈরি: না
সংস্করণের উৎস
সংস্করণের বিষয়বস্তু
আপনি যখন ব্রাউজ করেন, আপনার ব্রাউজিং অভিজ্ঞতাকে দ্রুততর করার জন্য ফায়ারফক্স ক্যাশে তখন সাময়িকভাবে ওয়েবসাইটের ছবি, স্ক্রিপ্ট এবং অন্যান্য অংশ সংরক্ষণ করে থাকে। কিভাবে সেই ক্যাশে মুছতে হয়।
- আপনার ইতিহাস (যেমন: কুকিজ, ব্রাউজারের ইতিহাস, ক্যাশ, ইত্যাদি) একবারেই মুছতে হলে, সাম্প্রতিক ব্রাউজিং, অনুসন্ধান এবং ডাউনলোড ইতিহাস মুছুন দেখুন।
ক্যাশে পরিষ্কার করুন
- মেনু বাটনে
ক্লিক করে নির্বাচন করুন।
- প্যানেল নির্বাচন করুন।
- Network ট্যাবেটিতে ক্লিক করুন।
- Offline Storage সেকশনটিতে,
- 'about:preferences পাতাটি বন্ধ করুন। যে কোন পরিবর্তন স্বয়ংক্রিয়ভাবে সংরক্ষিত হবে।
স্বয়ংক্রিয়ভাবে ক্যাশে মুছে ফেলুন
আপনি ফায়ারফক্সকে নির্দেশনা দিতে পারেন যে যখনই ফায়ারফক্স বন্ধ হয় তখনই ক্যাশ স্বয়ংক্রিয়ভাবে মুছে যায়:
- মেনু বাটনে
ক্লিক করে নির্বাচন করুন।
- প্যানেল নির্বাচন করুন।
- History সেকশনটিতে, Firefox will: পরিবর্তন করে Use custom settings for history প্রদান করুন।
- Clear history when Firefox closes চেক বাক্সটি নির্বাচন করুন।
- Clear history when Firefox closes এর পাশে, বাটনটি ক্লিক করুন। ইতিহাস মুছার জন্য সেটিং এর উইন্ডো খুলবে।
- ইতিহাস মুছার সেটিং এর উইন্ডোতে, Cache এর পাশে থাকা চেক মার্ক বাক্সটি ক্লিক করুন।
- অন্যান্য বিকল্পসমূহপছন্দসমূহ সম্পর্কে বিস্তারিত জানতে, সাম্প্রতিক ব্রাউজিং, অনুসন্ধান এবং ডাউনলোড ইতিহাস মুছুন দেখুন।
- ইতিহাস মুছার জন্য সেটিং এর উইন্ডো বন্ধ করতে ক্লিক করুন।
- 'about:preferences পাতাটি বন্ধ করুন। যে কোন পরিবর্তন স্বয়ংক্রিয়ভাবে সংরক্ষিত হবে।