কিভাবে Firefox এর ক্যাশ পরিষ্কার করা যায়
সংস্করণের তথ্য
- সংস্করণ id: 175044
- নির্মিত:
- রচয়িতা: Mim Ahmed
- মন্তব্য: বাকি আছে
- পর্যালোচনা অবস্থা: না
- অনুবাদের জন্য তৈরি: না
সংস্করণের উৎস
সংস্করণের বিষয়বস্তু
আপনি যখন ব্রাউজ করেন, আপনার ব্রাউজিং অভিজ্ঞতাকে দ্রুততর করার জন্য Firefox ক্যাশে তখন সাময়িকভাবে ওয়েবসাইটের ছবি, স্ক্রিপ্ট এবং অন্যান্য অংশ সংরক্ষণ করে থাকে। কিভাবে সেই ক্যাশে মুছতে হয়।
- আপনার ইতিহাস (কুকিজ, ব্রাউজারের ইতিহাস, ক্যাশ, ইত্যাদি) একবারেই মুছতে হলে, ফায়ারফক্সে সাম্প্রতিক ব্রাউজিং, অনুসন্ধান এবং ডাউনলোড ইতিহাস মুছুন দেখুন।
সূচীপত্র
ক্যাশ পরিষ্কার করুন
- মেনু বাটনে
ক্লিক করে নির্বাচন করুন।
- প্যানেল সিলেক্ট করুন।
- Cookies and Site Data সেকশন থেকে
- Cookies and Site Data থেকে টিক মার্কটি তুলে দিন।
- সাইট ডাটা পরিচালনা সম্বন্ধে আরও জানতে,দেখুন Manage local site storage settings।
- Cached Web Content এ টিক মার্ক থাকা অবস্থায় বাটন ক্লিক করুন।
- 'about:preferences পাতাটি বন্ধ করুন। যে কোন পরিবর্তন স্বয়ংক্রিয়ভাবে সংরক্ষিত হবে।