Windows 10 এ কিভাবে আপনার পূর্ব নির্ধারিত ব্রাউজার পরিবর্তন করবেন

সংস্করণের তথ্য
  • সংস্করণ id: 164929
  • নির্মিত:
  • রচয়িতা: Nazir Ahmed Sabbir
  • মন্তব্য: Updated
  • পর্যালোচনা অবস্থা: হ্যাঁ
  • পর্যালোচনা অবস্থা:
  • পর্যালোচনা করেছেন: na.sabbir
  • Is approved? হ্যাঁ
  • বর্তমান সংস্করণ? হ্যাঁ
  • অনুবাদের জন্য তৈরি: না
সংস্করণের উৎস
সংস্করণের বিষয়বস্তু
এই নিবন্ধটি শুধুমাত্র উইন্ডোজ 10 এ প্রযোজ্য।
যখন আপনি Windows 10 এ হালনাগাদ করবেন তখন অনিচ্ছাকৃতভাবে আপনার পূর্বনির্ধারিত ব্রাউজার হিসেবে Microsoft Edge নির্ধারিত হয়ে যেতে পারে। আপনার পূর্বনির্ধারিত ব্রাউজার Firefox এ নিয়ে আসতে নিম্নের পদ্ধতি অনুসরণ করুন।

  1. মেনু বাটনে New Fx MenuFx57Menu ক্লিক করে OptionsPreferences নির্বাচন করুন।
  2. General প্যানেলে, Make DefaultMake Default… এ ক্লিক করুন.
    default 38Fx56GeneralPanelStartup-MakeDefaultBrowserFx57GeneralPanelStartup-MakeDefaultFx61GeneralPanelStartup-MakeDefault
  3. Windows এর Settings অ্যাপটি Choose default apps স্ক্রিনসহ চালু হবে।
  4. স্ক্রল করে নিচে নামুন এবং Web browser এর ভিতরের যে আইকন থাকবে, সেটাতে ক্লিক করুন। এক্ষেত্রে, আইকনটি হয় Microsoft Edge অথবা Choose your default browser লেখা দেখাবে।
    default apps win10
  5. Choose an app স্ক্রিনের Firefox লেখাতে ক্লিক করে Firefox কে পূর্বনির্ধারিত ব্রাউজার হিসাবে নির্বাচন করুন।
    firefox default 10
  6. Firefox এখন আপনার ডিফল্ট বা পূর্বনির্ধারিত ব্রাউজার। আপনার পরিবর্তনগুলো সংরক্ষণ করতে উইন্ডোটি বন্ধ করে দিন।