Windows 10 এ কিভাবে আপনার পূর্ব নির্ধারিত ব্রাউজার পরিবর্তন করবেন
সংস্করণের তথ্য
- সংস্করণ id: 108351
- নির্মিত:
- রচয়িতা: Ashfaq Hossain
- মন্তব্য: হালনাগাদ করা হয়েছে।
- পর্যালোচনা অবস্থা: হ্যাঁ
- পর্যালোচনা অবস্থা:
- পর্যালোচনা করেছেন: ashickurnoor
- Is approved? হ্যাঁ
- বর্তমান সংস্করণ? না
- অনুবাদের জন্য তৈরি: না
সংস্করণের উৎস
সংস্করণের বিষয়বস্তু
এই নিবন্ধটি শুধুমাত্র উইন্ডোজ 10 এ প্রযোজ্য।
- মেন্যু "new fx menu" ছবি বিদ্যমান নয়। বাটনে ক্লিক করে, অপশনটি বাছাই করুন।
- General অংশের এ ক্লিক করুন।
-
- Set Default Programs উইন্ডোটি চালু হবে।
- Set Default Programs উইন্ডোর বাম পাশের প্রোগ্রামের তালিকা থেকে নির্বাচন করুন এবং এ ক্লিক করুন। তারপর উইন্ডোটি বন্ধ করার জন্য বাটনে ক্লিক করুন।
-
- 'about:preferences পাতাটি বন্ধ করুন। যে কোন পরিবর্তন স্বয়ংক্রিয়ভাবে সংরক্ষিত হবে।
- মেন্যু "new fx menu" ছবি বিদ্যমান নয়। বাটনে ক্লিক করে, অপশনটি বাছাই করুন।
- General অংশের এ ক্লিক করুন।
- Windows এর Settings অ্যাপটি Choose default apps স্ক্রিনসহ চালু হবে।
- স্ক্রল করে নিচে নামুন এবং Web browser এর ভিতরের যে আইকন থাকবে, সেটাতে ক্লিক করুন। এক্ষেত্রে, আইকনটি হয় Microsoft Edge অথবা Choose your default browser লেখা দেখাবে।
- Choose an app স্ক্রিনের Firefox লেখাতে ক্লিক করে Firefox কে পূর্বনির্ধারিত ব্রাউজার হিসাবে নির্বাচন করুন।
- Firefox এখন আপনার ডিফল্ট বা পূর্বনির্ধারিত ব্রাউজার। আপনার পরিবর্তনগুলো সংরক্ষণ করতে উইন্ডোটি বন্ধ করে দিন।