মোবাইল কর্মক্ষমতার তথ্য জমা করে কীভাবে সাহায্য করতে পারি ?

সংস্করণের তথ্য
  • সংস্করণ id: 81377
  • নির্মিত:
  • রচয়িতা: Ashickur Rahman
  • মন্তব্য: updated
  • পর্যালোচনা অবস্থা: হ্যাঁ
  • পর্যালোচনা অবস্থা:
  • পর্যালোচনা করেছেন: ashickurnoor
  • Is approved? হ্যাঁ
  • বর্তমান সংস্করণ? হ্যাঁ
  • অনুবাদের জন্য তৈরি: না
সংস্করণের উৎস
সংস্করণের বিষয়বস্তু

মানুষের হাতে প্রকৃত অর্থে অ্যান্ড্রয়েডের Firefox কেমন কাজ করছে, তা জানতে পারাটা মজিলার ইঞ্জিনিয়ারদের জন্য খুবই সহায়ক । আর কর্মক্ষমতা এবং ব্যবহারের তথ্য পাঠিয়ে এই কাজটিই করে দেয় টেলিমেট্রি ফিচার । ফায়ারফক্স ব্যবহারের সময় টেলিমেট্রি ফিচারটি মেমোরি দখল, সাড়াদানের সময় এবং ফিচার ব্যবহারের মত অ-ব্যক্তিগত তথ্য পরিমাপ ও সংগ্রহ করে । তারপর দৈনিক ভিত্তিতে এসব তথ্য Mozilla তে পাঠানো হয়, যাতে Firefox এর মাধ্যমে আমরা আপনাকে আরো ভালো সেবা দিতে পারি ।

Firefox এ এমন একটি Crash Reporter সুবিধা আছে যে Firefox অনাকাঙ্খিতভাবে বন্ধ হয়ে গেলে তা আপনাকে সতর্ক করবে, এবং এই তথ্য ইঞ্জিনিয়ারদের কাছে পাঠাতে সাহায্য করবে।

কী ধরনের তথ্য সংগ্রহ করা হয় এবং কীভাবে তা ব্যবহার করা হয়, এ সম্পর্কে বিস্তারিত জানতে privacy policy দেখুন ।

কীভাবে আমি পারফরম্যান্স ডেটা প্রেরণের ফিচারটি চালু বা বন্ধ করতে পারি ?

আপনি সেটিংস থেকে খুব সহজেই ফিচারটি চালু বা বন্ধ করতে পারেন :

  1. Menu ট্যাপ করে (হয় পর্দার একদম নিচের প্রান্তে আর নয়তোবা উপরের-ডান দিকের কোনায়) Settings ট্যাপ করুন (আপনাকে প্রথমে হয়তো More স্পর্শ করতে হবে) ।
  2. এরপর Mozilla ট্যাপ করুন এবং ডেটা পছন্দ অংশে Telemetry এর পাশের বক্সটি নির্বাচন অথবা অনির্বাচন করুন ।
  3. ক্রাশ প্রতিবেদন Mozilla কে পাঠাতে Crash Reporter এর পাশের বক্স টিক চিহ্ন দিন অথবা উঠিয়ে ফেলুন।
  1. Menu ট্যাপ করে (হয় পর্দার একদম নিচের প্রান্তে আর নয়তোবা উপরের-ডান দিকের কোনায়) Settings ট্যাপ করুন (আপনাকে প্রথমে হয়তো More স্পর্শ করতে হবে) ।
  2. এরপর Data choices ট্যাপ করে Telemetry এর পাশের বক্সটি নির্বাচন অথবা অনির্বাচন করে দিন ।