মোবাইল কর্মক্ষমতার তথ্য জমা করে কীভাবে সাহায্য করতে পারি ?

সংস্করণের তথ্য
  • সংস্করণ id: 67598
  • নির্মিত:
  • রচয়িতা: প্রাঞ্জল
  • মন্তব্য: Finished
  • পর্যালোচনা অবস্থা: না
  • অনুবাদের জন্য তৈরি: না
সংস্করণের উৎস
সংস্করণের বিষয়বস্তু

মানুষের হাতে প্রকৃত অর্থে অ্যান্ড্রয়েডের ফায়ারফক্স কেমন কাজ করছে, তা জানতে পারাটা মজিলার ইঞ্জিনিয়ারদের জন্য খুবই সহায়ক । আর পারফরম্যান্স এবং ব্যবহারের তথ্য পাঠিয়ে এই কাজটিই করে দেয় টেলিমেট্রি ফিচার । ফায়ারফক্স ব্যবহারের সময় টেলিমেট্রি ফিচারটি মেমোরি দখল, সাড়াদানের সময় এবং ফিচার ব্যবহারের মত অ-ব্যক্তিগত তথ্য পরিমাপ ও সংগ্রহ করে । তারপর দৈনিক ভিত্তিতে এসব তথ্য মজিলায় পাঠানো হয়, যাতে ফায়ারফক্সের মাধ্যমে আমরা আপনাকে আরো ভালো সেবা দিতে পারি ।

কী ধরনের তথ্য সংগ্রহ করা হয় এবং কীভাবে তা ব্যবহার করা হয়, এ সম্পর্কে বিস্তারিত জানতে privacy policy দেখুন ।

কীভাবে আমি পারফরম্যান্স ডেটা প্রেরণের ফিচারটি চালু বা বন্ধ করতে পারি ?

আপনি সেটিংস থেকে খুব সহজেই ফিচারটি চালু বা বন্ধ করতে পারেন :

  1. Menu ট্যাপ করে (হয় পর্দার একদম নিচের প্রান্তে আর নয়তোবা উপরের-ডান দিকের কোনায়) Settings ট্যাপ করুন (আপনাকে প্রথমে হয়তো More স্পর্শ করতে হবে) ।
  2. এরপর Mozilla ট্যাপ করুন এবং ডেটা চয়েজেস সেকশানে Telemetry এর পাশের বক্সটি চেক বা আনচেক করুন ।
  1. Menu ট্যাপ করে (হয় পর্দার একদম নিচের প্রান্তে আর নয়তোবা উপরের-ডান দিকের কোনায়) Settings ট্যাপ করুন (আপনাকে প্রথমে হয়তো More স্পর্শ করতে হবে) ।
  2. এরপর Data choices ট্যাপ করে Telemetry এর পাশের বক্সটি চেক বা আনচেক করে দিন ।