নির্ভরযোগ্য সাইটে জাভা বন্ধ করা থাকলে কিভাবে চালু করবেন
সংস্করণের তথ্য
- সংস্করণ id: 59549
- নির্মিত:
- রচয়িতা: Rabbi Hossain
- মন্তব্য: updated the document
- পর্যালোচনা অবস্থা: হ্যাঁ
- পর্যালোচনা অবস্থা:
- পর্যালোচনা করেছেন: ashickurnoor
- Is approved? হ্যাঁ
- বর্তমান সংস্করণ? না
- অনুবাদের জন্য তৈরি: না
সংস্করণের উৎস
সংস্করণের বিষয়বস্তু
নিরাপত্তার খাতিরে ফায়ারফক্স জাভা প্লাগইনের কতিপয় ভার্সন কে স্বয়ংক্রিয়ভাবে চলন বন্ধ করেছে। কিন্তু, প্রয়োজনে বিভিন্ন বিশ্বস্ত সাইটে আপনি জাভা ব্যবহার করতে পারেন। আমরা দেখাচ্ছি কীভাবে আপনি তা ব্যাবহার করতে পারবেন।
- যদি কোন ওয়েবসাইটে জাভা প্লাগিন পাওয়া যায়নি, জাভা প্লাগিন ইনস্টলকৃত নয় অথবা ব্রাউজারে প্লাগিন বন্ধ করা আছে ইত্যাদি বার্তা দিলে আপনি জাভা প্লাগিন চালু করতে পারবেন না। জাভা ইন্সটল, আপডেট এবং সক্রিয় করতে ওয়েব সাইটের ইন্টারঅ্যাক্টিভ বিষয়বস্তু দেখার জন্য জাভা প্লাগইন ব্যবহার করুন নিবন্ধটি দেখুন।
সূচীপত্র
জাভা একবার চালু করুন
আপনি যখন "Click here to activate" বার্তাটি দেখবেন, জাভা বিষয়বস্তু লোড করতে এটি ক্লিক করুন।
একটি সাইটের জন্য জাভা সব সময় চালু রাখুন
জাভা সম্বলিত একটি বিশ্বস্ত সাইট যদি আপনি বারবার ব্যবহার করেন, সেই সাইটে আপনি জাভা চালু করে রাখতে পারেন।
- এড্রেস বার হতে লাল রঙের প্লাগইন চিহ্নটি ক্লিক করুন, একটি বার্তা উইন্ডো দেখাবে।
- বার্তা উইন্ডোটির নিচে,
ড্রপডাউন মেনু ক্লিক করুন এবং নির্বাচন করন।
এখন থেকে যখনই আপনি সাইটটি ব্রাউজ করবেন, প্লাগইনটি স্বয়ংক্রিয়ভাবে চলবে এবং "Click to activate" বার্তাটি আপনি আর পাবেন নাহ।
জাভা একবার চালু করুন
আপনি যখন "Activate Java" বার্তাটি দেখবেন, জাভা বিষয়বস্তু লোড করতে এটি ক্লিক করুন।
বিকল্পভাবে, যদি সেই পৃষ্ঠায় কোন সচল জাভা বিষয়বস্তু থাকে, তাহলে এড্রেস বারের লাল প্লাগইন আইকনের অনুসন্ধান করুন। এটায় ক্লিক করুন এবং, যে বার্তা প্যানেল আসবে, অস্থায়ীভাবে জাভা বিষয়বস্তু চালু করতে
নির্বাচন করুন।- "Fx24-JavaAllowNow" ছবি বিদ্যমান নয়।
একটি সাইটের জন্য জাভা সব সময় চালু রাখুন
জাভা সম্বলিত একটি বিশ্বস্ত সাইট যদি আপনি বারবার ব্যবহার করেন, সেই সাইটে আপনি জাভা চালু করে রাখতে পারেন।
- এড্রেস বার হতে লাল রঙের প্লাগইন চিহ্নটি ক্লিক করুন, একটি বার্তা প্যানেল আসবে।
- বার্তা প্যানেলে, ক্লিক করুন।
- "Fx24-JavaAllowRemember" ছবি বিদ্যমান নয়।
এখন থেকে যখনই আপনি সাইটটি ব্রাউজ করবেন, প্লাগইনটি স্বয়ংক্রিয়ভাবে চলবে এবং "Click to activate" বার্তাটি আপনি আর পাবেন নাহ।
জাভা নিরাপত্তা বার্তা
জাভা সক্রিয় করার আপনি একটি নিরাপত্তা বার্তা পেতে পারেন। যা আপনাকে জাভা চালু হবার জন্যে নিশ্চিত করতে চাইবে অথবা জাভা চালু না হয়ে "Application Blocked by Security Settings" জাতীয় বার্তা দেখাতে পারে। এই বার্তাটি আপনাকে ফায়ারফক্স দেয় না। বার্তাটি আসে জাভা থেকে এবং তা জাভা কন্ট্রোল প্যানেল এর উপর নির্ভর করে। আরও বিস্তারিত জানতে জাভা এর সাহায্য সংক্রান্ত পেজগুলো দেখুন। What should I do when I see a security prompt from Java? এবং Why are Java applications blocked by your security settings with the latest Java?