iOS এর জন্য Firefox-এ যেভাবে বুকমার্ক যুক্ত করবেন এবং মুছে ফেলবেন
সংস্করণের তথ্য
- সংস্করণ id: 110167
- নির্মিত:
- রচয়িতা: Ashickur Rahman
- মন্তব্য: Done
- পর্যালোচনা অবস্থা: না
- অনুবাদের জন্য তৈরি: না
সংস্করণের উৎস
সংস্করণের বিষয়বস্তু
নিবন্ধটি iOS এর জন্য Firefox এর একটি আসন্ন সংস্করণ দেখায়, তাই আপনারটি ভিন্নরকম দেখাতে পারে। সুবিধাগুলি পাওয়ার জন্য অনুগ্রহপূর্বক কয়েক সপ্তাহের মধ্যে হালনাগাদ করুন।
আপনার প্রিয় সাইট বুকমার্ক করে রাখুন, যাতে পড়ে সাইটে যেতে পারেন।
একটি পৃষ্ঠা বুকমার্ক করুন
- আপনি যে পৃষ্ঠা বুকমার্ক করতে চান সেই পৃষ্ঠায় যান।
- স্ক্রিনের নিচে থাকা নেভিগেশন বারের তারকা চিহ্নে ট্যাপ করুন।
পৃষ্ঠা বুকমার্ক করা হলে তারকা আইকন নীল রং এ হয়ে যাবে।
If you don't see the star, scroll to the top of the page until the navigation bar appears.
বুকমার্ক মুছে ফেলা
- আপনি যে পৃষ্ঠা বুকমার্ক করতে চান সেই পৃষ্ঠায় যান।
- স্ক্রিনের নিচে থাকা নেভিগেশন বারের তারকা চিহ্নে ট্যাপ করুন।
পৃষ্ঠা বুকমার্ক থেকে মুছে ফেলা হলে তারকা আইকন আউটলাইন হয়ে যাবে ।
আপনি তারকা আইকন দেখতে না পেলে, পৃষ্ঠার শুরুতে যান যতক্ষণ না নেভিগেসন বার দেখা যায়।