Forum Response - Switch to previous theme
সংস্করণের তথ্য
- সংস্করণ id: 171582
- নির্মিত:
- রচয়িতা: user232878545669140989901665326552803611169
- মন্তব্য: Updated as current en-US version of these article.
- পর্যালোচনা অবস্থা: হ্যাঁ
- পর্যালোচনা অবস্থা:
- পর্যালোচনা করেছেন: user232878545669140989901665326552803611169
- Is approved? হ্যাঁ
- বর্তমান সংস্করণ? হ্যাঁ
- অনুবাদের জন্য তৈরি: না
সংস্করণের উৎস
সংস্করণের বিষয়বস্তু
হ্যালো,
থিম হলো একটি Add-ons যা Firefox এর চাক্ষুষ চেহারা পরিবর্তনকরে। যখন বিভিন্ন থিম ইনস্টল করা থাকে, আপনি তখন এরকম অন্যান্য থিম পরিবর্তন করতে পারবেনঃ
- Menu বাটনে ক্লিক করুন
এবং Add-ons পছন্দ করুন।
- Appearance ট্যাবে ক্লিক করুন। তালিকার মধ্যে আপনার পূর্বে ব্যবহৃত থিমগুলো খুঁজে পাবেন।
- আপনি যেটি ব্যাবহার করতে চান সেটি খুঁজে বের করুন এবং Enable বাটনে ক্লিক করুন।
অন্যগুলো uninstall করার জন্য আপনি ওইগুলোর Remove বাটনে ক্লিক করুন এবং সেগুলো সাথে সাথেই uninstall হয়ে যাবে।
Firefox থিম সম্পর্কে আরো জানতে, এই নিবন্ধনটি দেখুন ফায়ারফক্সের রূপ বদলানোর জন্য থিম ব্যাবহার করুন।
এটি কি আপনার প্রশ্নের উত্তর? আমাদের জানাবেন।