YouTube, Facebook এবং অন্যান্য ওয়েবসাইটে Flash ভিডিও সম্পূর্ণ পর্দা জুড়ে আসছে না
সংস্করণের তথ্য
- সংস্করণ id: 80795
- নির্মিত:
- রচয়িতা: n_rahman
- মন্তব্য: (unredirect-এর বাংলা জানা নেই)
- পর্যালোচনা অবস্থা: হ্যাঁ
- পর্যালোচনা অবস্থা:
- পর্যালোচনা করেছেন: ashickurnoor
- Is approved? হ্যাঁ
- বর্তমান সংস্করণ? না
- অনুবাদের জন্য তৈরি: না
সংস্করণের উৎস
সংস্করণের বিষয়বস্তু
আপনি Flash ভিডিও দেখতে পারছেন কিন্তু সম্পূর্ণ পর্দা জুড়ে দেখতে পারছেন না এমন যদি হয় তবে Flash প্লেয়ার এবং ভিডিও ড্রাইভের মধ্যে সমস্যা আছে। কীভাবে এই সমস্যাটির সমাধান করা যায় তা এই নিবন্ধ বর্ননা করে।
- যদি Flash কন্টেন্ট আদৌ দেখতে না পারেন, তবে 'Flash প্লাগিন - হালনাগাদ এবং সমস্যা সমাধান করুন' নামের প্রবন্ধটি দেখুন।
- যদি কোন ভিডিওই দেখতে না পারেন, তবে দেখুন সম্ভাব্য অডিও ও ভিডিও সমস্যা সমাধান।
সূচীপত্র
libGL.so.1 লাইব্রেরী পুনরায় লোড করুন
Linux-এ Firefox চালু করার জন্য আগে ব্যবহৃত কমান্ডটি পরিবর্তন করে এই সমস্যার সমাধান করা যায়। সেক্ষেত্রে এখন থেকে Firefox-এর সাথে একটি গ্রাফিক্স লাইব্রেরিও load হবে:
- Ubuntu (এবং অন্যান্য GNOME-ভিত্তিক ডিস্ট্রিবিউশন): মেনুতে ক্লিক করুন এবং নির্বাচন করুন। Main Menu উইন্ডোটি দেখা যাবে।
- নামের প্রোগ্রাম গ্রুপে ক্লিক করুন।
- নির্বাচন করুন এবং বাটনে ক্লিক করুন। Launcher Property উইন্ডো দেখা যাবে।
- Command বক্সে যা লেখা আছে তার আগে
env LD_PRELOAD=/usr/lib/libGL.so.1
কোডটুকু লিখুন:
- Launcher properties উইন্ডো বন্ধ করতে বাটনে ক্লিক করুন।
- Main menu উইন্ডো থেকে বের হওয়ার জন্য বাটনে ক্লিক করুন ।
যদি সমস্যার সমাধান না হয় তবে পরবর্তী বিভাগে যান।
Zoom রিসেট করা
Firefox-এ জুম রিসেট করতে 0 চাপার সময় commandCtrl চেপে রাখুন।
যদি সমস্যার সমাধান না হয় তবে পরবর্তী বিভাগে যান।
Flash হার্ডওয়্যার ত্বরণ নিষ্ক্রিয় করা
- নিশ্চিত করুন যে Flash-এর সর্বশেষ সংস্করণ ব্যবহার করছেন। সংস্করণ নির্ণয় করতে Adobe's About page দেখুন।
- এমন একটি পাতায় যান যেটির ভিডিও পুরো পর্দায় দেখা যায় না।
- ভিডিও প্লেয়ারে মাউসের ডান বাটন ক্লিক করেক্লিক করার সময় Ctrl কি চেপে রাখুন আর context মেনুর -এ ক্লিক করুন। Adobe Flash Player Settings আসবে।
- Adobe Flash Player Settings উইন্ডোর নিচের বাম দিকের আইকনটিতে ক্লিক করুন, Display প্যানেল খুলবে।
- Enable hardware acceleration থেকে টিক চিহ্ন তুলে দিন।
"fpSettings1.PNG" ছবি বিদ্যমান নয়।
- Adobe Flash Player Settings উইন্ডো বন্ধ করতে বাটনে ক্লিক করুন।
- Firefox পুনরায় চালু করুন।
এতে যদি সম্পূর্ণ পর্দায় ভিডিও দেখা যায় তাহলে আপনার গ্রাফিক্স drivers আপগ্রেড করে নেওয়া উচিত।
যদি সমস্যার সমাধান না হয় তবে পরবর্তী বিভাগে যান।
Compiz-এ পুরো পর্দার উইন্ডো unredirect করা
Flash ভিডিও পুরো পর্দায় দেখবার ক্ষেত্রে Compiz OpenGL compositing manager ঝামেলা করে থাকে।
- থেকে -এ যান।
- Unredirect Full Screen Windows-এ টিক চিহ্ন দিন।
Web Upd8 থেকে প্রাপ্ত তথ্যের উপর ভিত্তি করে।