ফায়ারফক্সের ফ্লাশ ১১.৩ তে ভিডিও চলছে না

সংস্করণের তথ্য
  • সংস্করণ id: 59372
  • নির্মিত:
  • রচয়িতা: Ashickur Rahman
  • মন্তব্য: typo fixed
  • পর্যালোচনা অবস্থা: হ্যাঁ
  • পর্যালোচনা অবস্থা:
  • পর্যালোচনা করেছেন: ashickurnoor
  • Is approved? হ্যাঁ
  • বর্তমান সংস্করণ? হ্যাঁ
  • অনুবাদের জন্য তৈরি: না
সংস্করণের উৎস
সংস্করণের বিষয়বস্তু

ফায়ারফক্সে ফ্লাশ ১১.৩ এবং রিয়েল প্লেয়ার ব্যবহারকারীরা জানিয়েছেন যে, ফেসবুক, ইউটিউব এর মত সাইটগুলোতে ফ্লাশ ভিডিও বা গেইমগুলো সাদা, কালো কিংবা ধূসর রঙের আসছে এবং চলছে না। রিয়েল প্লেয়ার এর সর্বশেষ সংস্করণে হালনাগাদের মাধ্যমে এই সমস্যার সমধান করা যেতে পারে।

দ্রষ্টব্যঃ এই নিবন্ধটি কেবল মাত্র উইন্ডোজ এবং ম্যাক এর জন্য প্রযোজ্য।

রিয়েল প্লেয়ার হালনাগাদ করা

  1. real.com থেকে রিয়েল প্লেয়ারের সর্বশেষ সংস্করণ ডাউনলোড করুন।
  2. ডাউনলোডকৃত ইনস্টলার অ্যাপ্লিকেশনটিতে দুইবার ক্লিক করে পরবর্তী নির্দেশনা অনুসরণ করুন।