RealPlayer অ্যাড-অন সংক্রান্ত সমস্যার সমাধান করুন

সংস্করণের তথ্য
  • সংস্করণ id: 78683
  • নির্মিত:
  • রচয়িতা: Anik Chowdhury
  • মন্তব্য: অনুবাদ সম্পন্ন হয়েছে
  • পর্যালোচনা অবস্থা: না
  • অনুবাদের জন্য তৈরি: না
সংস্করণের উৎস
সংস্করণের বিষয়বস্তু

RealPlayer Firefox এ কিছু অ্যাড-অনস ইন্সটল করে, যা মাঝে মাঝে ডাউনলোড কিংবা ওয়েবসাইট এর অডিও বা ভিডিও উপাদান নিয়ে সমস্যা তৈরি করে। এই নিবন্ধ কীভাবে এরকম সমস্যা সমাধান কিংবা সেটা নিয়ে কাজ করা যায় তা ব্যাখ্যা করে।

Note: এই নিবন্ধ কেবল Windows এর জন্য প্রযোজ্য।

Flash ভিডিও অথবা Facebook এর মত সাইটের গেম বা YouTube কালো, সাদা অথবা ধূসর দেখাতে পারে এবং নাও চলতে পারে

Flash এর একটি নতুন সংস্করণ RealPlayer এর সাথে কাজ করে না। আরও তথ্যের জন্য ফায়ারফক্সের ফ্লাশ ১১.৩ তে ভিডিও চলছে না দেখুন।

Note: RealPlayer এ Web Download ও Recording ফিচার আছে যা Firefox এর সাথে Browser Record Plugin extension যুক্ত করে। এটি Flash উপাদানের সাথে সমস্যা তৈরি করে যদি Flash Player 11.3 is ইন্সটল করা থাকে। আপনি যদি এই ফিচার ব্যবহার না করেন, তাহলে এটি বন্ধ করে সমস্যা এড়াতে পারেন (see ফায়ারফক্সের ফ্লাশ ১১.৩ তে ভিডিও চলছে না). যদি আপনি এই ফিচার ব্যবহার করা অব্যাহত রাখতে চান, তাহলে আরেকটি উপায় হল Adobe Flash Player 11.3 আনইন্সটল করা এবং সাময়িক সমাধান হিসেবে কোন পুরাতন Flash সংস্করণ ইন্সটল করা। বিস্তারিত নির্দেশিকা এবং ডাউনলোড লিংকের জন্য দেখুন How do I revert to a previous version of Flash Player?। (Adobe's uninstaller removes the Flash Player ActiveX for Internet Explorer as well as the Flash Player Plugin for Firefox and other browsers, so you will need to reinstall both.)

RealPlayer অ্যাড-অন Firefox এর সাথে সামঞ্জস্যপূর্ণ নয়

পরামর্শের জন্য দেখুন Firefox হালনাগাদের সময় অক্ষম হওয়া add-ons পুনঃ সক্ষম করুন

ভিডিও ডাউনলোড করা যায় না

RealPlayer Browser Record Plugin এক্সটেনশন দ্বারা এটি হয়ে থাকে। এটি ঠিক করতে এক্সটেনশন নিষ্ক্রিয় করুন।

RealPlayer প্লাগইন তবুও কাজ করবে।
  1. মেনু বাটনে Fx57menuNew Fx Menu ক্লিক করুন এবং Add-onsFx57Addons-icon Add-ons পছন্দ করুন। অ্যাড-অন ব্যবস্থাপনা ট্যাব খুলবে।

  2. অ্যাড-অন ম্যানেজার ট্যাবে Extensions প্যানেলটি নির্বাচন করুন।
  3. নির্বাচন করুন RealPlayer Browser Record Plugin
  4. ক্লিক করুন Disable
  5. ক্লিক করুন Restart Now যাতে নিষ্ক্রিয়কৃত এক্সটেনশনের সাথে Firefox চালু হয়।

ইন্টারনেট রেডিওর মত অডিও প্রবাহ ডাউনলোড করা যায় না

RealPlayer Browser Record Plugin এক্সটেনশন দ্বারা এটি হয়ে থাকে। এটি ঠিক করতে এক্সটেনশন নিষ্ক্রিয় করুন।

RealPlayer প্লাগইন তবুও কাজ করবে।
  1. মেনু বাটনে Fx57menuNew Fx Menu ক্লিক করুন এবং Add-onsFx57Addons-icon Add-ons পছন্দ করুন। অ্যাড-অন ব্যবস্থাপনা ট্যাব খুলবে।

  2. অ্যাড-অন ম্যানেজার ট্যাবে Extensions প্যানেলটি নির্বাচন করুন।
  3. নির্বাচন করুন RealPlayer Browser Record Plugin
  4. ক্লিক করুন Disable
  5. ক্লিক করুন Restart Now যাতে নিষ্ক্রিয়কৃত এক্সটেনশনের সাথে Firefox চালু হয়।

RealPlayer আপডেট করার পর ওয়েবপেজ শূন্য হয়ে যায়

এটা RealPlayer Browser Record Plugin এক্সটেনশন দ্বারা হয়ে থাকে। এটি ঠিক করতে এক্সটেনশন নিষ্ক্রিয় করুন।

RealPlayer প্লাগইন তবুও কাজ করবে।
  1. মেনু বাটনে Fx57menuNew Fx Menu ক্লিক করুন এবং Add-onsFx57Addons-icon Add-ons পছন্দ করুন। অ্যাড-অন ব্যবস্থাপনা ট্যাব খুলবে।

  2. অ্যাড-অন ম্যানেজার ট্যাবে Extensions প্যানেলটি নির্বাচন করুন।
  3. নির্বাচন করুন RealPlayer Browser Record Plugin
  4. ক্লিক করুন Disable
  5. ক্লিক করুন Restart Now যাতে নিষ্ক্রিয়কৃত এক্সটেনশনের সাথে Firefox চালু হয়।

RealPlayer প্লাগইন ক্র্যাশ করেছে

আপনি যদি এরকম এরর দেখতে পান, তাহলে এটা বোঝায় যে RealPlayer প্লাগইন ওয়েবপেজে সংযুক্ত অডিও বা ভিডিও উপাদান পরিচালনা করতে পারেনি। এটি একটি প্রচলিত সমস্যা। কার্যসংক্রান্ত হিসেবে, Add-ons Manager Plugins list এ "RealPlayer G2 LiveConnect-Enabled Plug-In" নিষ্ক্রিয় করুন। বিস্তারিত জানতে দেখুন ফায়ারফক্স এর সাধারণ সমস্যা সমাধানের জন্য ফ্ল্যাশ বা জাভার মত প্লাগিন ফিক্স করা। আপনি তবুও Real Media ফাইলের লিংকের জন্য RealPlayer প্রোগ্রাম ব্যবহার করতে পারবেন কিন্তু ওয়েবপেজে সংযুক্ত অডিও এবং ভিডিও উপাদান চালু হবে না।

অন্যান্য সমস্যা