"The bookmarks and history system will not be functional" ত্রুটি বার্তার সমধান

সংস্করণের তথ্য
  • সংস্করণ id: 59454
  • নির্মিত:
  • রচয়িতা: Ashfaq Hossain
  • মন্তব্য: অনুবাদ শেষ করা হয়েছে
  • পর্যালোচনা অবস্থা: না
  • অনুবাদের জন্য তৈরি: না
সংস্করণের উৎস
সংস্করণের বিষয়বস্তু
এই নিবন্ধটি ফায়ারফক্সের ৩.৫ এবং তদুর্ধ সংস্করণের জন্য প্রযোজ্য। আপনি যদি ফায়ারফক্সের ৩.০.x সংস্করণে বুকমার্ক নিয়ে কোন সমস্যার সম্মুখীন হন তবে সমাধানের জন্য Bookmarks and toolbar buttons not working after upgrading দেখুন।

আপনি কি ফায়ারফক্স চালু করার সময় এই ত্রুটি বার্তাটি পান?

The bookmarks and history system will not be functional because one of Firefox's files is in use by another application. Some security software can cause this problem

এটি তখন হয় যখন ফায়ারফক্স places.sqlite নামের ফাইলটিতে প্রবেশ করতে পারে না। এই ফাইলটিতে আপনার বুকমার্কগুলো এবং ব্রাউজিং সম্পর্কিত তথ্য থাকে। এই নিবন্ধে এর দুটি সম্ভাব্য সমাধান সম্পর্কে আলোচনা করা হয়েছে।

আপনি যদি উপরের এই ত্রুটি না দেখে থাকেন তবে আপনি এই নিবন্ধগুলো দেখতে পারেনঃ

সমাধান ১: কম্পিউটার পুনরায় চালু করুন

এই ত্রুটি হওয়ার সব থেকে সাধারন কারণ হল অন্য কোন প্রোগ্রাম এই একই ফাইলটি ব্যবহার করছে। কিংবা অনাকাঙ্ক্ষিতভাবে (যেমন বিদ্যুৎ চলে যাওয়ার ফলে) কম্পিউটার বন্ধও হয়ে যাওয়ায় ফাইলটির কোন ক্ষতি হওয়া। ভালো সংবাদ হচ্ছে অধিকাংশ সময় কেবল কম্পিউটার পুনরায় চালু করে ফায়ারফক্স পুনরায় চালু করলে উভয় সমস্যারই সমাধান হয়ে যায়।

সমাধান ২: একটি নতুন places database তৈরি করুন

কম্পিউটার পুনরায় চালু করার পরও যদি সমস্যার সমাধান না হয় তবে আপনি ফায়ারফক্সের জন্য একটি নতুন প্লেসেস ডেটাবেস তৈরির মাধ্যমে এই সমস্যার সমাধান করতে পারবেন। চিন্তার কিছু নেই। বিষয়টি শুনতে যতটা কঠিন মনে হয় আসলে ততটা নয়।

প্রথম ধাপ – প্রোফাইল ফোল্ডার খুলুন

Fx57menuমেনু বাটনে ক্লিক করে Help হেল্প-এ ক্লিক করুন এবং Troubleshooting Information নির্বাচন করুন। মেনু Help হতে, Troubleshooting Information নির্বাচন করুন। ট্রাবলশুটিং ইনফরমেশন ট্যাব খুলবে।

  • Application Basics এর নিচে Open FolderShow in FinderOpen Directory এ ক্লিক করুন। আপনার প্রোফাইলসহ একটি উইন্ডো খুলবে।আপনার প্রোফাইল ফোল্ডারটি খুলবে।
দ্রষ্টব্যঃ আপনি যদি Firefox চালু বা ব্যবহার করতে না পারেন তবে Finding your profile without opening Firefox দেখুন।
প্রোফাইল ফোল্ডার খোলা রেখে দ্বিতীয় ধাপে যান।

দ্বিতীয় ধাপ – ডেটাবেস তৈরি করুন

  1. মেনু New Fx Menuবাটনে ক্লিক করুন এবং তারপর ExitQuitClose 29 এ ক্লিক করুন।

    Firefox মেনুতে Fx57Menu ক্লিক করুন, তারপর Exit এ ক্লিক করুন। স্ক্রিনের উপর Firefox মেনুতে ক্লিক করুন, তারপর Quit Firefox এ ক্লিক করুন। Firefox মেনুতে Fx57Menu ক্লিক করুন, তারপর Quitক্লিক করুন।

    এবং ফায়ারফক্স সম্পূর্নরূপে বন্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করুন।
  2. ফায়ারফক্স প্রোফাইল ফোল্ডারে places.sqlite এবং places.sqlite-journal নামের ফাইল দুটি খুঁজে বের করুন এবং (যদি ফাইল থেকে থাকে) এর নাম পরিবর্তন করুন।
    • ফাইলের নাম পরিবর্তন করতে এর উপর রাইট-ক্লিক করে মেনু থেকে 'rename' নির্বাচন করুন। এর উপর একবার ক্লিক করে এটি নির্বাচন করুন; এরপর দ্বিতীয়বারের মত ক্লিক করে ফাইলের নামটি সংস্কারযোগ্য করুন। এরপর এর নামের শেষে .old যোগ করুন।
  3. এবার ফায়ারফক্স চালু করুন।
    • ফায়ারফক্স চালু হওয়ার সময় একটি নতুন প্লেসেস ডেটাবেস তৈরি করে নেবে। তবে এতে আপনার ব্রাউজিং ইতিহাস হারিয়ে গেলেও ফায়ারফক্স সর্বশেষ ব্যাকআপ থেকে আপনার বুকমার্কগুলো খুঁজে নেবে।
    • নতুন প্লেসেস ডেটাবেস তৈরির পর আপনার বুকমার্কগুলো যদি পুনরুদ্ধার না হয় তবে হারিয়ে যাওয়া অথবা খুজে পাচ্ছেন না , এমন বুকমার্ক পুনরুদ্ধার করুন এই নিবন্ধের ধাপগুলো অনুসরণ করুন।

এতেও সমস্যার সমধান হচ্ছে না?

অন্যান্য কিছু সমস্যার কারনেও এই সমস্যাটি হতে পারে। এই নিবন্ধগুলোতে আপনার সমস্যার বিস্তারিত ব্যাখ্যা পেতে পারেন।