Firefox ঠিকানা, ফোন নাম্বার এবং অন্য লেখা মনে রাখে না

সংস্করণের তথ্য
  • সংস্করণ id: 78536
  • নির্মিত:
  • রচয়িতা: Ashickur Rahman
  • মন্তব্য: doing
  • পর্যালোচনা অবস্থা: না
  • অনুবাদের জন্য তৈরি: না
সংস্করণের উৎস
সংস্করণের বিষয়বস্তু

Firefox ওয়েব পেজে থাকা ফর্মে যা টেক্সট বক্স হিসাবে পরিচিত তে কী লিখেছেন তা মনে রাখতে পারে। আপনি যদি ওয়েব পেজের কোন ফর্মে কিছু লিখে তা জমা দেন (যেমন সার্চ বক্স), পরবর্তিতে আপনি যখন সেই পেজে আবার যাবেন, আপনার আগের এন্ট্রিটি আবার ব্যবহার করার সংরক্ষিত থাকবে। আপনি যদি মনে করেন ফর্মের এই তথ্য আপনার আর কাজে দিবে না, তাহলে নিবন্ধের নির্দেশাবলী অনুসরন করুন।

কিছু ফর্মে স্বয়ংক্রিয় পূরণ সুবিধাটি কাজ করবে না

আপনি যদি মনে করেন Firefox শুধুমাত্র কিছু ওয়েবসাইটের জন্য ফর্মের তথ্য মনে রাখছে, বাকিগুলার জন্য না, তাহলে মনে করবেন সাইটটি Firefox কে ফর্মের তথ্য সংরক্ষণ করতে না বলেছে। এটি ইমেইল এবং ব্যাংকিং ওয়েবসাইটের ক্ষেত্রে বেশি দেখা যায়।

ফর্মে স্বয়ংক্রিয় পূরণ সুবিধাটি কাজ কোন সাইটেই কাজ করছে না

আপনি যদি বুঝতে পারেন Firefox কোন সাইটেরই ফর্মের তথ্য সংরক্ষণ করছে না, তাহলে নিচের নির্দেশাবলি অনুসরন করুন:

Check Firefox settings

নিশ্চিৎ করে নিন Firefox ফর্মের তথ্য মনে রাখছে এবং এগুলো মুছে যাচ্ছে না:

  1. মেনু বাটনে New Fx MenuFx57Menu ক্লিক করে OptionsPreferences নির্বাচন করুন।
  2. Privacy প্যানেল নির্বাচন করুন।
  3. Firefox will:Use custom settings for history নির্ধারন করুন।
  4. নিশ্চিৎ করে নিন Remember search and form history নির্বাচিত আছে।
  5. Clear history when Firefox closes খুজে বের করুন। যদি এটি নির্বাচন করা থাকে:
    1. Settings... বাটন ক্লিক করুন।
    2. নিশ্চিৎ হয়ে নি Form & Search History নির্বাচন করা নেই
    3. OK বাটন ক্লিক করুন।
  6. 'about:preferences পাতাটি বন্ধ করুন। যে কোন পরিবর্তন স্বয়ংক্রিয়ভাবে সংরক্ষিত হবে।

যদি উপরের কোন একটি অপশন ঠিক মত সেট করা না থাকে, তাহলে এগুলো সেট করে নিলেই স্বয়ংক্রিয় ফর্ম পূরণ সুবিধাটি কাজ করবে।

বিপরীত এক্সটেনশন পরীক্ষা করুন

If you find that Firefox's settings were correct, but autocomplete still doesn't work on any forms, check for conflicting extensions:

  1. মেনু বাটনে Fx57menuNew Fx Menu ক্লিক করুন এবং Add-onsFx57Addons-icon Add-ons পছন্দ করুন। অ্যাড-অন ব্যবস্থাপনা ট্যাব খুলবে।

  2. অ্যাড-অন ম্যানেজার ট্যাবে Extensions প্যানেলটি নির্বাচন করুন।
  3. Look for one of these extensions known to conflict with form autocomplete and click on it to select it.
    • RealPlayer Browser Record Plugin
  4. Click the Disable button.
  5. Close the Add-ons Manager tab.
  6. মেনু New Fx Menuবাটনে ক্লিক করুন এবং তারপর ExitQuitClose 29 এ ক্লিক করুন।

    Firefox মেনুতে Fx57Menu ক্লিক করুন, তারপর Exit এ ক্লিক করুন। স্ক্রিনের উপর Firefox মেনুতে ক্লিক করুন, তারপর Quit Firefox এ ক্লিক করুন। Firefox মেনুতে Fx57Menu ক্লিক করুন, তারপর Quitক্লিক করুন।

If a conflicting extension was present, form autocomplete should work again after disabling it and starting Firefox again.

Check other programs' settings

Some Internet security software (including antivirus, antispyware, firewall, and privacy programs) will clear Firefox's form history. Check the settings for these programs if you have one or more of them.