ফায়ারফক্স খুব বেশি CPU রিসোর্সসের ব্যবহার করছে - কিভাবে ঠিক করতে হবে
সংস্করণের তথ্য
- সংস্করণ id: 62137
- নির্মিত:
- রচয়িতা: Rabbi Hossain
- মন্তব্য: completed the l10n. initial review done.
- পর্যালোচনা অবস্থা: না
- অনুবাদের জন্য তৈরি: না
সংস্করণের উৎস
সংস্করণের বিষয়বস্তু
কখনো কখনো, ফায়ারফক্সের ডাউনলোড এবং ওয়েব কন্টেন্ট দেখানো ও প্রসেস করার জন্যে অনেক CPU রিসোর্সের প্রয়োজন হয়। যদি আপনি ফায়ারফক্স ব্যবহার করার সময় দীর্ঘমেয়াদি উচ্চ CPU ব্যবহারের সম্মুখীন হয়ে থাকেন, এই প্রবন্ধটি আপনাকে কয়েকটি উপায় দেখায়।
- CPU (সেন্ট্রাল প্রসেসিং ইউনিট) হল কম্পিউটার এর মস্তিষ্ক। যখন CPU বেশি ব্যবহার হয় তখন সম্পূর্ণ কম্পিউটারে প্রভাব ফেলে।
- আপনার অপারেটিং সিস্টেমের উপর নির্ভর করে, নির্দিষ্ট টুলস এর মাধ্যমে আপনি CPU এর ব্যবহার পর্যালোচনা করতে পারেন। উইন্ডোজ এ, উইন্ডোজ টাস্ক ম্যানেজার এর পারফরমেন্স ট্যাব এ CPU-র ব্যবহারের হার দেখা যায়।
সূচীপত্র
সর্বশেষ সংস্করণে আপডেট করার প্রণালী
সর্বশেষ সংস্করণে CPU ব্যবহার এর উন্নয়ন করা হয়েছে। সর্বশেষ সংস্করণ এ আপডেট করুন।
এক্সটেনশনগুলো এবং থিম
অতিরিক্ত CPU ব্যবহারকারী এক্সটেনশন এবং থিম বন্ধ করুন
সাধারণের তুলনায়, এক্সটেনশনগুলো এবং থিমগুলোর কারনে ফায়ারফক্স বেশি CPU ব্যবহার করে থাকে।
কোন এক্সটেনশন এবং থিম এর কারনে ফায়ারফক্স বেশি CPU ব্যবহার করছে, তা নির্ধারণ করার জন্য ফায়ারফক্স সেফ মোড চালু করুন এবং CPU-র ব্যবহার নিরীক্ষণ করুন। সেফ মোডে এক্সটেনশন এবং থিমগুলো বন্ধ থাকে। ফলে আপনি অনেকটা উন্নতি লক্ষ্য করতে পারবেন। আপনি চাইলে এক্সটেনশনগুলো বন্ধ করে বা আন-ইন্সটল করে দেখতে পারেন।
- ফায়ারফক্স সেফ মোড এ চালু করতে এবং কোন থিম বা এক্সটেনশন সমস্যা করছে তা খুজে বের করতে, এক্সটেনশন, থিম এবং হার্ডওয়্যার এক্সিলারেশন সম্পর্কিত সমস্যার সমাধান নিবন্ধটি দেখুন।
অপ্রয়োজনীয় কন্টেন্ট লুকিয়ে রাখুন
অনেক ওয়েব পেজ আপনাকে কিছু কন্টেন্ট দেখায় যা আপনার প্রয়োজনীয় না, যেমন বিজ্ঞাপন, কিন্তু এগুলোও এদের কন্টেন্ট দেখানোর জন্যে CPU রিসোর্স ব্যবহার করে থাকে (নিচের প্লাগিনের অংশটুকু দেখুন)। কিছু এক্সটেনশন আছে যেগুলো বিরক্তিকর কন্টেন্ট লুকিয়ে ফেলতে সাহায্য করে:
- Adblock Plus আপনাকে ওয়েবসাইটের বিজ্ঞাপন লুকিয়ে ফেলতে সাহায্য করে।
- Flashblock এর মাধ্যমে আপনি ওয়েবসাইট এর ফ্ল্যাশ কন্টেন্ট চালু বা বন্ধ করতে পারবেন।
- NoScript এর মাধ্যমে আপনি ওয়েবসাইট এর স্ক্রিপ্ট-গুলো চালু বা বন্ধ করতে পারবেন।
প্লাগিন
বিশেষ ধরনের কন্টেন্ট দেখানোর জন্যে ব্যবহৃত প্লাগিনগুলো বেশি CPU ব্যবহার করে, বিশেষত পুরনো সংস্করনগুলো।
প্লাগিন আপডেট করুন
আপনার ব্যবহৃত প্লাগিনগুলো সর্বশেষ সংস্করনের কিনা তা পরীক্ষা করতে আমাদের প্লাগিন পরীক্ষা করার পেজ এ যান।
অতিরিক্ত CPU ব্যবহারকারী প্লাগিনগুলো বন্ধ করা
ফায়ারফএক্সের অতিরিক্ত CPU ব্যবহারের পেছনে দায়ী প্লাগিনগুলো খুজে বের করতে আপনি এক এক করে বাছাই করে প্লাগিনহুলো বন্ধ করে দেখতে পারেন:
-
মেনু বাটনে
ক্লিক করুন এবং পছন্দ করুন। অ্যাড-অন ব্যবস্থাপনা ট্যাব খুলবে।
- অ্যাড-অন ম্যানেজার ট্যাবে প্যানেলটি নির্বাচন করুন।
- লিস্ট থেকে প্লাগিন নির্বাচন করতে প্লাগিনে ক্লিক করুন, এরপর তা নিষ্ক্রিয় করতে বাটনে ক্লিক করুন।
- আপনার লিস্টে থাকা প্লাগিনগুলোর জন্যে ধাপটির পুনরাবৃত্তি করুন।
-
মেনু বাটনে
ক্লিক করুন এবং পছন্দ করুন। অ্যাড-অন ব্যবস্থাপনা ট্যাব খুলবে।
- অ্যাড-অন ম্যানেজার ট্যাবে প্যানেলটি নির্বাচন করুন।
- লিস্ট থেকে প্লাগিন নির্বাচন করতে প্লাগিনে ক্লিক করুন, এরপর তা নিষ্ক্রিয় করতে বাটনে ক্লিক করুন।
- আপনার লিস্টে থাকা প্লাগিনগুলোর জন্যে ধাপটির পুনরাবৃত্তি করুন।
প্লাগিন নিষ্ক্রিয় করার পর, ফায়ারফক্স বন্ধ করে পুনরায় চালু করুন এবং আপনার CPU এর ব্যবহার পরীক্ষা করুন। যদি আপনি কোন উন্নতি দেখতে না পান তাহলে আপনি সেগুলো আবার চালু করতে পারেন এবং অন্যগুলো নিয়ে একই পরীক্ষা করে দেখতে পারেন। যদি আপনি উন্নতি দেখতে পান তাহলে আপনি সেই প্লাগিনটি নিষ্ক্রিয় করে পারেন। যদি এটি ইন্টারনেট এ বহুল ব্যবহৃত হয়ে থাকে, তাহলে এটির বিকল্প কোন প্লাগিন খুজে দেখতে পারেন।
- Adobe Reader এর বিকল্প PDF রিডারের জন্যে, ফায়ারফক্স এ পিডিএফ ফাইল দেখুন ডাউনলোড ছাড়াই নিবন্ধটি দেখুন।
ফ্ল্যাশ এর হার্ডওয়্যার এক্সিলারেশন পরীক্ষা করা
ফ্ল্যাশ এর মত কিছু প্লাগিন যা ভিডিও চালিয়ে দেখায়, সেগুলোর ফুল স্ক্রিন কন্টেন্ট রেন্ডারিং হার্ডওয়্যার দ্বারা চালিত হয়। এগুলো CPU এর ব্যবহার কমায়।
- সেই পেজে যান যেখানে ফ্ল্যাশ ভিডিও দেখা যায়।
- ভিডিও প্লেয়ারে মাউসের ডান বাটনে ক্লিক করুনক্লিক করার সময় Ctrl কী চেপে ধরুন এবং মেনু থেকে মেনুতে ক্লিক করুন। এডোবি ফ্ল্যাশ প্লেয়ারের সেটিংস পেজ চালু হবে।
- ডিসপ্লে প্যানেল চালু করতে এডোবি ফ্ল্যাশ প্লেয়ারের সেটিং উইন্ডো এর নিচের দিকে বাম দিকে থাকা আইকনে ক্লিক করুন।
- Enable hardware acceleration নির্বাচন করা আছে কিনা পরীক্ষা করুন।
- এডোবি ফ্ল্যাশ প্লেয়ারের সেটিংস উইন্ডো বন্ধ করতে বাটনে ক্লিক করুন।
ফায়ারফক্স হার্ডওয়্যার এক্সিলারেশন পরীক্ষা করা
ফায়ারফক্স হার্ডওয়্যার এক্সিলারেশন CPU এর ব্যবহার কমায়। হার্ডওয়ার অ্যাক্সিলারেশন চালু করা আছে কিনা এবং আপনার গ্রাফিক ড্রাইভার এখন হালনাগাদ করা হয়েছে কিনা তা পরীক্ষা করুন।
Firefox CPU usage (mozillaZine KB) এর তথ্যের উপর ভিত্তি করে লেখা হয়েছে।