Firefox ধীরগতির - এটিকে আরও দ্রুততর করে তুলুন

সংস্করণের তথ্য
  • সংস্করণ id: 59068
  • নির্মিত:
  • রচয়িতা: Rabbi Hossain
  • মন্তব্য: partially translated. Work In Progress
  • পর্যালোচনা অবস্থা: না
  • অনুবাদের জন্য তৈরি: না
সংস্করণের উৎস
সংস্করণের বিষয়বস্তু

কি দরকার সেই উচ্চগতির ইন্টারনেট সংযোগের, যদি আপনার ব্রাউজার ডায়াল-আপ এর গতিতে চলে? এই নিবন্ধটি আপনাকে এই সমস্যা ঠিক করার জন্যে সঠিক পথে পরিচালিত করবে। অবশ্যই আমাদের সেচ্ছাসেবকদের বিশাল কমিউনিটি রয়েছে। যারা আপনাকে একাজে সাহায্য করবে। এখানে বলা হয়নি এইরকম কোন ধীরগতি সওংক্রান্ত সমস্যা ঠিক করার জন্যে আপনার কম্পিউটারে ভাইরাস, স্পাইওয়্যার অথবা ম্যালওয়্যার আছে কিনা তা কোন এন্টিভাইরাস দ্বারা পরীক্ষা করে দেখুন এবং [Troubleshoot Firefox issues caused by malware]] নিবন্ধটি দেখুন।

দ্রষ্টব্যঃ Refresh Firefox ফিচার আপনার প্রয়োজনীয় তথ্য সংরক্ষিত রেখে Firefox কে প্রাথমিক অবস্থায় ফিরিয়ে নেওয়ার মাধ্যমে অনেক সমস্যার সমাধান করতে পারে। দীর্ঘ ও জটিল ট্রাবলশুটিং পদ্ধতি অবলম্বন করার আগে এটি চেষ্টা করে দেখতে পারেন।

অতিরিক্ত হার্ডওয়্যার রিসোর্সের ব্যবহার

যদি কোন মনিটরিং টুল অতিরিক্ত হার্ডওয়্যার রিসোর্সের ব্যবহার সনাক্ত করে থাকে, তাহলে Firefox অনেক বেশি মেমোরি ( RAM ) ব্যবহার করছে - এর সমাধান কি ? এবং ফায়ারফক্স খুব বেশি CPU রিসোর্সসের ব্যবহার করছে - কিভাবে ঠিক করতে হবে নিবন্ধগুলিতে থাকা সমাধানগুলো চেষ্টা করে দেখুন।

ফায়ারফক্স হ্যাং হচ্ছে অথবা কাজ করছেনা

If ফায়ারফক্স কাজ করা বন্ধ করে দেয় এবং hourglass চিহ্ন দেখায়spinning beach ball চিহ্ন দেখায়উইন্ডো ফ্যাকাসে হয়ে যায়, তাহলে Firefox হ্যাং করেছে অথবা কাজ করছে না - কিভাবে ঠিক করবেন নিবন্ধটি পড়ে দেখুন।

Unresponsive script error নামের সতর্কবার্তা পাচ্ছি

“Unresponsive script error”? এটা আবার কি? বিশ্বাষ করুন বা না করুন আমাদের এটি নিয়ে একটি নিবন্ধ লেখা আছে, Warning Unresponsive script - এর মানে কি এবং কিভাবে এটা ঠিক করতে হবে নিবন্ধটি কিছুটা সাহায্য করতে পারে।

ফায়ারফক্স চালু হতে অনেক সময় নিচ্ছে

ফায়ারফক্স চালু হতে দীর্ঘ সময় নিচ্ছে নামক নিবন্ধের সমাধানগুলো চেষ্টা করে দেখুন।

Optimize Windows

Speed up Windows and make your computer work better. See Maintenance tasks that improve performance on microsoft.com.See Optimize Windows 7 for better performance on microsoft.com.See Ways to improve your PC's performance on microsoft.com.

This didn't solve my problem. What do I do now?

Sometimes tracking down the source of these kinds of problems is difficult. We have a community of volunteers ready to help you figure it out.