ফায়ারফক্স ওএস হল মজিলার নতুন ওএস, যা সম্পূর্ণ ওয়েব প্রযুক্তির উপর ভিত্তি করে নির্মিত ।
একনজরে
২০১৩ সালে ক্রমবর্ধমান মোবাইল বাজারে হাতের নাগালের মধ্যে ডিভাইস আনতে গিয়ে মজিলা বিপুল সংখ্যক অপারেটর ও OEM এর সাথে যুক্ত হয়ে ফায়ারফক্স ওএস এর কাজ শুরু করে ।
নিচের ডিভাইসগুলোর জন্য টেলিফোনিকা ও গিকসফোন এর সাথে যৌথভাবে ফায়ারফক্স ওএস ডেভেলপার প্রিভিউ আনা হয় :
নিচের দুইটি ডিভাইস ফায়ারফক্স ওএস ১.০১ সমর্থন করে :
ইমেইল, এসএমএস মেসেজিং, সার্চ, ম্যাপস ও জিপিএস, মিউজিক প্লেয়ার, এফ এম রেডিও, ক্যামেরা, ফেসবুক এবং টুইটার এর মত যেসব সুবিধা আপনি একটি স্মার্টফোন থেকে আশা করেন, তার সবই এই ডিভাইসগুলোতে আছে। নোটিফিকেশন, সংযোগ, ব্যাটারি আয়ু এবং ঘড়ির জন্য উপরের নোটিফিকেশন বারে যান ।
ব্রাউজিং, ইমেইল, ক্যালেন্ডার এবং কন্ট্যাক্টসে দ্রুত যেতে আপনার সর্বোচ্চ ব্যবহৃত অ্যাপগুলো হোমপেজের নিচের একটি ট্রেতে সাজিয়ে রাখুন ।
এবং অবশ্যই, গেমস ও বিনোদন, সামাজিক অ্যাপ, আবহাওয়া এবং স্থানীয় বিষয়াদি আপনার ফোনে পেতে আপনার জন্য রয়েছে বিশ্বমানের ফায়ারফক্স ব্রাউজার ও ফায়ারফক্স মার্কেটপ্লেস ।
হোম বাটন ট্যাপ করে ধরে রেখে চলমান যেকোন অ্যাপ বন্ধ বা পাল্টাতে পারেন ।
ওয়াইফাই, ডেটা, ব্লুটুথ, এয়ারপ্লেন মোড এবং সেটিংসে দ্রুত যেতে ফোনের উপর থেকে ইউটিলিটি ট্রে টেনে নামান ।
ফায়ারফক্স ওএস এ আরো আছে ডায়নামিক অ্যাপ সার্চ, যা আর কোন ওএস এ নেই । এর মাধ্যমে আপনি ওয়েব থেকে যেকোন জিনিস খুঁজে বের করে অ্যাপ হিসেবে চালাতে পারেন কোনরকম ডাউনলোড ছাড়াই !
পছন্দের কোন অ্যাপ খুঁজে পেলে নিচের নেভিগেশন বার থেকে বুকমার্ক স্টার ট্যাপ করুন ।
ফায়ারফক্স ওএস এ নিচের সেটিংসের মাধ্যমে আপনি সিস্টেমের যেকোন বৈশিষ্ট্য পাল্টাতে পারেন :
ব্যবহার করে আপনি ব্যবহার সহায়িকাতে যেতে পারেন । সাহায্যকারি সকল নিবন্ধ আপনার ভাষাতেই পাবেন এবং যেকোন প্রশ্ন আমাদের এক্সপার্ট কমিউনিটির কাছে জানতে চাইতে পারেন ।
ফায়ারফক্স ওএস এর ব্যাপারে আপনাকে সাহায্যের জন্য মজিলিয়ানরা তো আছেই ।
আমরা আপনাকে দেখিয়ে দেব সহায়ক কন্ট্রিবিউটরদের এই বিশাল কমিউনিটিতে যোগ দিতে পারাটা কতটা আনন্দের ।
কৃতজ্ঞতা
- satdav
- feer56
- rtanglao
- zombie
- expresssive
- tjovanovic
- iNerd
- ariestiyansyah
- yalam96
- pychen
- hermina_condei
- willyaranda
- adampeebleswrites
- Tonnes
- Swarnava
- Scoobidiver
- rnewman
- mandel
- bram
- Tylerdowner
- verdi
- mluna
- Ibai
- KadirTopal
"How To Use The Call Log" নথিটির কোনো অস্তিত্ব নেই।
কল করা এবং কল পরিচালনার জন্য Firefox OS-এ অনেক চমৎকার অপশন রয়েছে।
- কল করতে প্রথমে Phone "phone 1.3" ছবি বিদ্যমান নয়। অ্যাপটি খুলুন, কোন একটি নাম্বার ডায়াল করুন, তারপর
বাটনটি চাপুন। চাইলে কল লগ
থেকেও নাম্বার নির্বাচন করতে পারেন, কিংবা আপনার contact
থেকেও।
- কল করতে প্রথমে Phone
অ্যাপটি খুলুন, কোন একটি নাম্বার ডায়াল করুন, তারপর
বাটনটি চাপুন। চাইলে কল লগ
থেকেও নাম্বার নির্বাচন করতে পারেন, কিংবা আপনার contact
থেকেও।
- কল করতে প্রথমে Phone
অ্যাপটি খুলুন, কোন একটি নাম্বার ডায়াল করুন, তারপর
বাটনটি চাপুন। চাইলে কল লগ
থেকেও নাম্বার নির্বাচন করতে পারেন, কিংবা আপনার contact
থেকেও।
Table of Contents
কল লগ কিংবা contact থেকে কল করুন
Contacts
- Phone
অ্যাপ খুলুন।
- contact খুলতে
এ ট্যাপ করুন।
- যে contact এ কল করতে চান তাতে ট্যাপ করুন।
- ফোন নাম্বারটিতে ট্যাপ করুন।
- Phone "Phone 1.4" ছবি বিদ্যমান নয়। অ্যাপ খুলুন।
- contact খুলতে
এ ট্যাপ করুন।
- যে contact এ কল করতে চান তাতে ট্যাপ করুন।
- ফোন নাম্বারটিতে ট্যাপ করুন।
- Phone "Phone 2.0" ছবি বিদ্যমান নয়। অ্যাপ খুলুন।
- contact খুলতে
এ ট্যাপ করুন।
- যে contact এ কল করতে চান তাতে ট্যাপ করুন।
- ফোন নাম্বারটিতে ট্যাপ করুন।
contact সম্পর্কিত আরও তথ্য জানতে Firefox OS এ কিভাবে পরিচিতি যোগ, শেয়ার এবং ব্যাবস্থাপনা করা যায় দেখুন।
Call log
call log এ আপনার সকল ইনকামিং, আউটগোয়িং এবং মিস্ড কল লিপিবদ্ধ থাকে। এটি আপনার contact list এর সাথে কাজ করে যাতে আপনি আপনার contacts থেকে কল করতে পারেন ও নাম্বার যোগ করতে পারেন।
call log "Call log 2.0" ছবি বিদ্যমান নয়। এ আপনার সকল ইনকামিং, আউটগোয়িং এবং মিস্ড কল লিপিবদ্ধ থাকে। এটি আপনার contact list এর সাথে কাজ করে যাতে আপনি আপনার contacts থেকে কল করতে পারেন ও নাম্বার যোগ করতে পারেন।
- Phone
অ্যাপ খুলুন।
- contact list খুলার জন্য
এ ট্যাপ করুন।
- যে ফোন নাম্বার বা contact এ কল করতে চান তাতে ট্যাপ করুন।
- Phone "Phone 1.4" ছবি বিদ্যমান নয়। অ্যাপ খুলুন।
- contact list খুলার জন্য
এ ট্যাপ করুন।
- যে ফোন নাম্বার বা contact এ কল করতে চান তাতে ট্যাপ করুন।
- Phone "Phone 2.0" ছবি বিদ্যমান নয়। অ্যাপ খুলুন।
- contact list খুলার জন্য
এ ট্যাপ করুন।
- যে ফোন নাম্বার বা contact এ কল করতে চান তাতে ট্যাপ করুন।
- "Call log options 2.0" ছবি বিদ্যমান নয়।


কল চলাকালীন অপশন
কল চলাকালীন সময় আপনি:
- আপনার মাইক্রোফোনকে নীরব করতে মিউট বাটন
ট্যাপ করতে পারেন।
- নাম্বার প্যাড বের করতে ডায়ালার "Dialpad 1.3" ছবি বিদ্যমান নয়। বাটনটি ট্যাপ করতে পারেন। ভয়েসমেইল ও অন্যান্য স্বয়ংক্রিয় ফোন সিস্টেম নেভিগেট করতে এটি সহায়ক।
- স্পিকারফোন অন করতে (যেন অন্যরা আপনার কলটির কথা শুনতে পারে) স্পিকার "speaker 1.3" ছবি বিদ্যমান নয়। বাটনটি ট্যাপ করতে পারেন।
- আর লাল বাটনটি ট্যাপ করলে তো কল কেটেই যাবে।
- আপনার মাইক্রোফোনকে নীরব করতে মিউট বাটন
ট্যাপ করতে পারেন।
- নাম্বার প্যাড বের করতে ডায়ালার
বাটনটি ট্যাপ করতে পারেন। ভয়েসমেইল ও অন্যান্য স্বয়ংক্রিয় ফোন সিস্টেম নেভিগেট করতে এটি সহায়ক।
- স্পিকারফোন অন করতে (যেন অন্যরা আপনার কলটির কথা শুনতে পারে) স্পিকার
বাটনটি ট্যাপ করতে পারেন।
- কনফারেন্স কল করার জন্য add a caller
বাটনে ট্যাপ করুন।
- আর লাল বাটনটি ট্যাপ করলে তো কল কেটেই যাবে।
কনফারেন্স কলিং
একের বেশি ব্যক্তির সাথে কথোপকথন করতে চান? আপনার কলে অন্যান্য contact-ও যোগ করতে পারবেন।
- একটি নাম্বার বা contact এ ডায়াল করে কল শুরু করুন।
- কল সক্রিয় থাকাকালীন সময় add a caller
বাটনটিতে ট্যাপ করুন।
-
- আপনার contactগুলো দেখতে পাবেন। কলে যে contactটি যোগ করতে চান সেটি নির্বাচন করুন।
- নতুন যোগ করা contactটি কথোপকথনে যুক্ত হবার পর প্রয়োজনে আরও কাউকে যোগ করতে উপরের ধাপগুলোর পুনরাবৃত্তি করুন।
- একটি নাম্বার বা contact এ ডায়াল করে কল শুরু করুন।
- কল সক্রিয় থাকাকালীন সময় add a caller
বাটনটিতে ট্যাপ করুন।
-
- আপনার contactগুলো দেখতে পাবেন। কলে যে contactটি যোগ করতে চান সেটি নির্বাচন করুন।
- নতুন যোগ করা contactটি কথোপকথনে যুক্ত হবার পর প্রয়োজনে আরও কাউকে যোগ করতে উপরের ধাপগুলোর পুনরাবৃত্তি করুন।
আপনার ভয়েসমেইল access করুন
- ভয়েসমেইল কল করতে Phone অ্যাপটি খুলে 1 নাম্বারটিকে চেপে ধরে রাখুন।
ফেসবুক ও সিম থেকে পরিচিতি আনতে
Firefox OS এর Contacts অ্যাপ আপনার প্রিয় মানুষের সাথে যোগাযোগকে সহজ করে দেয়। কিভাবে পরিচিত যুক্ত করা, ব্যবস্থা কর এবং তা শেয়ার করা যায় শিখুন। এর ফলে আপনি অতি সহজেই সরাসরি আপনার পছন্দের ব্যাক্তিদের ফোন বা মেসেজ করতে পারবেন। দেখা যাক কিভাবে তা করা যায়!
Table of Contents
কিভাবে Contacts অ্যাপটি কাজ করে?
Contacts অ্যাপটি ব্যবহার করে আপনি আপনার বন্ধুদের সাথে যোগাযোগ করতে পারেন। এই অ্যাপটিতে নিচের যেকোন অপশনসমূহ রয়েছে:
- Phone
- Message
নিজে পরিচিতি যুক্ত করা
পুরানো উপায়ে কিভাবে পরিচিতি যুক্ত করতে হবে তা হল:
- স্ক্রিনে Add contact যুক্ত করতে সেটিংসে প্লাস বাটনটি ট্যাপ করুন।
- একটি নাম, নাম্বার, ছবি, ইত্যাদি দিন।
- আপনার নতুন পরিচিতি সংরক্ষিত করতে, ডানে উপরে বাটনটি ট্যাপ করুন।
পরিচিতি নিয়ে আসা
যদি আপনার পরিচিতি SIM Card, SD Card অথবা Gmail, Outlook (and Hotmail) এবং Facebook accounts এ থেকে থাকে, Firefox OS এগুলো নিয়ে আসার মাধ্যমে আপনার সময় বাঁচায়।
Sim Card' অথবা Memory Card থেকে নিয়ে আসা
- Contacts
অ্যাপ্লিকেশন খুলুন।
- গিয়ার আইকনে
ট্যাপ করুন।
- পরিচিতি নিয়ে আসতে অথবা
- {button Select all বাটন অথবা আপনি যে পরিচিতি নিয়ে আসতে চাচ্ছেন তা ট্যাপ করুন।
- উপরে ডান দিকে থাকা {menu Import ট্যাপ করুন।
- যতক্ষণ না আপনার ডিভাইসে পরিচিতি নিয়ে আসা হচ্ছে ততক্ষণ অপেক্ষা করুন।
==Gmail, Outlook অথবা Facebook থেকে পরিচিতি নিয়ে আসুন
- Contacts
অ্যাপ্লিকেশন খুলুন।
- গিয়ার আইকন
ট্যাপ করুন।
- নিয়ে আসতে {menu Gmail অথবা {menu Outlook অথবা {menu Facebook ট্যাপ করুন।
- সাইন ইন করতে বললে করুন।
- আপনার লগিন তথ্য সম্পর্কে আপনার থেকে জানতে চাইবে।
- বাটন ট্যাপ করুন অথবা আপনি যে পরিচিতি নিয়ে আসতে চাচ্ছেন তা নির্বাচন করুন।
- উপরের ডান দিকে থাকা
- যতক্ষণ না আপনার ডিভাইসে পরিচিতি নিয়ে আসা হচ্ছে ততক্ষণ অপেক্ষা করুন।
Contacts এর মাধ্যমে Facebook এ সংযুক্ত করার একটি অপশন দিচ্ছে।
- তাদের একটি Facebook বার্তা পাঠান
- তাদের Facebook Wall এ পোস্ট করুন
- তাদের Facebook প্রোফাইল দেখুন
Sim Card অথবা Memory Card থেকে নিয়ে আসা
- Contacts
অ্যাপ্লিকেশন খুলুন।
- গিয়ার
আইকনে ট্যাপ করুন।
- এ ট্যাপ করুন।
- পরিচিতি নিয়ে আসতে
- আপনি যে পরিচিতি নিয়ে আসতে চাচ্ছেন তা নির্বাচন করুন অথবা সম্পূ্র্ণ তালিকা নিয়ে আসতে ট্যাপ করুন।
- বাটন অথবা আপনি যে পরিচিতি নিয়ে আসতে চাচ্ছেন তা ট্যাপ করুন।
- উপরে ডান দিকে থাকা {Import} ট্যাপ করুন।
Sim Card থেকে নিয়ে আসা
আপনার ফোনে যদি একাধিক SIM কার্ড থাকে, তবে আপনি সবগুলো থেকেই নিয়ে আসতে পারেন।
- Contacts
অ্যাপ্লিকেশন খুলুন।
- গিয়ার
আইকনে ট্যাপ করুন।
- এ ট্যাপ করুন।
- পরিচিতি নিয়ে আসতে
- আপনি যে পরিচিতি নিয়ে আসতে চাচ্ছেন তা নির্বাচন করুন অথবা সম্পূ্র্ণ তালিকা নিয়ে আসতে ট্যাপ করুন।
- উপরে ডান দিকে থাকা ট্যাপ করুন।
Sim Card অথবা Memory Card থেকে নিয়ে আসা
আপনি vCard ফাইল (Version 3.0) তে থাকা পরিচিতিগুলো নিয়ে আসতে পারেন।
- .vcf ফাইলটি আপনার Phone Memory (অভ্যন্তরীণ কার্ড) অথবা আপনার Memory Card (SD কার্ড)।
- Contacts Application টি খুলুন
.
-
গিয়ার আইকনটি ট্যাপ করুন।
- ট্যাপ করুন।
-
Gmail অথবা Outlook থেকে নিয়ে আসুন
- Contacts
অ্যাপ্লিকেশন খুলুন।
- গিয়ার
আইকনে ট্যাপ করুন।
- এ ট্যাপ করুন।
- পরিচিতি নিয়ে আসতে
- সাইন ইন করতে বললে করুন।
- বাটন ট্যাপ করুন অথবা আপনি যে পরিচিতি নিয়ে আসতে চাচ্ছেন তা নির্বাচন করুন।
- উপরের ডান দিকে থাকা
- যতক্ষণ না আপনার ডিভাইসে পরিচিতি নিয়ে আসা হচ্ছে ততক্ষণ অপেক্ষা করুন।
Facebook' থেকে পরিচিতি নিয়ে আসুন
- Contacts
অ্যাপ্লিকেশন খুলুন।
- গিয়ার
আইকনে ট্যাপ করুন।
- Sync friends এর পাশে থাকা বাটনে ট্যাপ করুন।
- সাইন ইন করতে বললে করুন।
- আপনি যে পরিচিতি নিয়ে আসতে চাচ্ছেন তা নির্বাচন করুন অথবা সম্পূ্র্ণ তালিকাকে নিয়ে আসতে ট্যাপ করুন।
- পরিচিতি নিয়ে আসা চালু করতে
Contacts এর মাধ্যমে Facebook এ সংযুক্ত করার একটি অপশন দিচ্ছে।
- তাদের একটি Facebook message পাঠান
- তাদের Facebook Wall এ পোস্ট করুন
- তাদের Facebook profile দেখুন
Facebook থেকে বন্ধুর পরিচিতি নিয়ে আসতে স্বয়ংক্রিয় ভাবে প্রোফাইলের সাথে লিঙ্ক করে দিবে, কিন্তু আপনি নিজে ও এটি করতে পারেন:
- পরিচিতি নির্বাচন করুন যার লিঙ্ক আপনি চান।
- উপরের ডান দিকে থাকা ট্যাপ করুন।
- একটি সম্ভাব্য মিলে যাওয়া Facebook বন্ধু দেখাবে। শুধু মাত্র সঠিকটায় ট্যাপ করুন এবং এটি সংযুক্ত হয়ে যাবে।
আরেকটি অ্যাপ থেকে পরিচিতি যুক্ত করুন
Messages, Email এবং Phone অ্যাপ থেকে পরিচিতি যুক্ত করুন। আপনি প্রতিটি অ্যাপ থেকে আলাদা করে পরিচিতি যুক্ত করতে পারেন অথবা বিদ্যমান পরিচিতিতেও তা যুক্ত করতে পারন।
- Messages অ্যাপে, বার্তা খুলতে ট্যাপ করুন। নতুন পরিচিতি যুক্ত করতে অথবা বিদ্যমান পরিচিতিতে নাম্বার যুক্ত করতে, স্ক্রিনের শুরুতে ফোন নাম্বারে ট্যাপ করুন।
- Email অ্যাপে, বার্তা খুলতে ট্যাপ করুন এবং আপনি যে ইমেইল টি যুক্ত করতে চাচ্ছেন তা ট্যাপ করুন। ইমেইল এড্রেসটি নতুন পরিচিতি অথবা বিদ্যমান পরিচিতিতে যুক্ত করবেন কিনা তা নির্বাচন করুন।
- Phone অ্যাপে, নতুন পরিচিতি যুক্ত করতে অথবা বিদ্যমান পরিচিতিতে নাম্বার যুক্ত করতে, কল লগে থাকা ফোন নাম্বারে ট্যাপ করুন।
একটি পরিচিতি মুছুন
- আপনি যে পরিচিতি মুছতে চাচ্ছেন তাতে ট্যাপ করুন।
- উপরের ডান দিকের কোণায় Edit Contact বাটন
ট্যাপ করুন
- Scroll down to the bottom of the screen, tap and then .
অন্য ডিভাইসে পরিচিতি নিয়ে যান
SIM কার্ড, মেমোরি কার্ড অথবা ব্লুটুথ দিয়ে এক ডিভাইস থেকে আরেক ডিভাইসে পরিচিতি নিয়ে যান।
- Contacts অ্যাপ চালু করুন, Settings দেখার জন্য উপরের ডান দিকের কোণায় থাকা Settings গিয়ার আইকন ট্যাপ করুন।
- আপনি SIM কার্ড, মেমোরি কার্ড অথবা ব্লুটুথের মাধ্যমে পরিচিতি নিয়ে আসতে চাচ্ছেন কিনা তা নির্বাচন করুন। আপনি যদি ব্লুটুথ নির্বাচন করেন, পরবর্তি স্ক্রিনে আপনাকে ডিভাইস নির্বাচন করতে হবে যেখান থেকে আপনি পরিচিতি আনতে চাচ্ছেন।
- বর্তমানে আপনার ফোনে যে সকল পরিচিতি আছে তা স্ক্রিনে দেখাবে। আপনি যে সকল পরিচিতি নিয়ে আসতে চাচ্ছেন তার পাশের বক্সে ট্যাপ করুন, অথবা সকল পরিচিতি নিয়ে আসতে ট্যাপ করুন।
- আপনার পরিচিতি নির্বাচন হয়ে গেলে স্ক্রিনের শুরুর ডান দিকের কোণায় থাকা Export বাটন ট্যাপ করুন।
একটি বার্তায় আপনাকে অগ্রগতি দেখাবে। যখন পরিচিতি নিয়ে আসা শেষ হয়ে যাবে, আপনি অ্যাপটি বন্ধ করে দিতে পারন।
আপনি এখন পরিচিতি যুক্ত করতে, তাদের ফোন করতে অথবা বার্তা পাঠাতে পারেন। আরও তথ্যের জন্য Firefox OS এ কল করুন এবং ভয়েসমেইল এক্সেস করুন দেখুন।
মেসেজিং
Firefox OS এর Messages অ্যাপটি আপনাকে অন্যের সাথে ছোট লিখিত বার্তা(SMS) আদান প্রদান করতে দেয় । আপনি ছবি, ভিডিও এবং অন্যান্য মাল্টিমিডিয়া সংযুক্তি(MMS) পেতে এবং পাঠাতে পারবেন। এই নিবন্ধ আপনাকে দ্রুত এটি শিখতে সাহায্য করবে।
Table of Contents
মেসেজ পাঠান
- Messages অ্যাপ
চালু করুন।
- নতুন মেসেজ
বাটন ট্যাপ করে শুরু করুন ।
- To: বক্সে আপনি যার কাছে বার্তা পাঠাতে চান, তার ফোন নাম্বার লিখুন, অথবা কন্ট্যাক্ট
বাটন ট্যাপ করে কন্ট্যাক্টস অ্যাপ থেকে কাওকে যোগ করুন ।
- মেসেজ ফিল্ডে টাইপ করুন এবং শেষে স্পর্শ করুন ।
- আপনি উপরের ডান কোণা থেকে মেন্যু বাটন
ট্যাপ করে নির্বাচন করলে আপনার মেসেজে subject যোগ করতে পারবেন।
- Messages app
টি খুলুন।
- নতুন বার্তা লিখতে নতুন বার্তা বাটনটি
ট্যাপ করুন ।
- To: তে ফোন নাম্বার লিখার স্থানে অথবা পরিচিতি বাটনে
কাউকে Contacts অ্যাপ থেকে যুক্ত করতে ট্যাপ করুন। একাধিক মানুষকে বার্তা পাঠাতে এই পদ্ধতি টি পুনরায় করুন।
- বার্তা লিখার স্থানে টাইপ করুন, তারপরে যখন আপনার শেষ হয়ে যাবে
সেন্ড বাটনটি ট্যাপ করুন।
- মেনু বাটনটি ট্যাপ করে আপনি বার্তার সাথে একটি বিষয় ও যুক্ত করতে পারেন
যা স্ক্রিনের উপরে আছে এবং নির্বাচন করলে আসবে।
আপনার বার্তা পাঠানোর পরে, আপনি একটি স্ক্রিন দেখতে পারবেন যা আপনাকে আপনার এবং যাকে বার্তা পাঠাচ্ছেন তার সব কিছু দেখাচ্ছে। একটি স্পিনিং সার্কেল আপনার পরবর্তী বার্তা পাঠানোর প্রক্রিয়া।
মাল্টিমিডিয়া সংযুক্তি পাঠান এবং গ্রহণ করা
বার্তা তৈরির সময় আপনি ছবি, ভিডিও বা গান সংযুক্ত করতে পারেন ।
- মেসেজ ফিল্ডের বাম থেকে পেপারক্লিপ
বাটনটি ট্যাপ করুন ।
- প্রয়োজনীয় ফাইলের উৎস নির্বাচন করুন (ভিডিও, ওয়ালপেপার, গান অথবা গ্যালারি) । নতুন ছবি বা ভিডিও নিতে ক্যামেরা অপশান নির্ধারণ করুন ।
}
ছবি, ভিডিও অথবা গান বার্তার সাথে যুক্ত করতে:
- পেপার ক্লিপ আইকনটি ট্যাপ করুন
আপনি যে বার্তাটি লিখছেন তার উপরে।
- পছন্দ করুন আপনি এখান থেকে কি পাঠাতে চান: Video, Music, Gallery অথবা Camera (shoots a new photo or video)।
- যদি আপনি ছবি পছন্দ করেন গ্যালারি থেকে, আপনি ছবিটি পাঠানোর আগে ক্রপ করার সুযোগ পাবেন। যুক্ত করা শেষ করতে বাটনটি ট্যাপ করুন।
- যদি আপনি গান অথবা ভিডিও ফাইল পছন্দ করেন, পাঠানো শেষ করতে
ট্যাপ করুন।
- যখন আপনি আপনার ফাইল যুক্ত করা এবং বার্তা লিখা শেষ করবেন, সেন্ড বাটনটি
ট্যাপ করুন।
মেসেজ দেখা এবং জবাব দেয়া
আপনার ফোনে বার্তা আসলে ফোনটি বেজে উঠবে এবং স্ক্রিনের উপরে একটি বার্তা আসবে ।
- সকল বর্তমান নোটিফিকেশন দেখতে নটিফিকেশন বার কে স্ক্রিনের উপর থেকে টেনে নিচে নামান ।
- কোন মেসেজ নোটিফিকেশনের উপর ট্যাপ করে এটিকে মেসেজেস অ্যাপে খুলুন ।
- আপনার উত্তর লিখুন এবং the Send button
ট্যাপ করুন।
আপনি অবশ্যই Messages অ্যাপটি শুধুই আপনার বার্তার তালিকা দেখার জন্য ব্যবহার করতে পারেন।
- কোন কথোপকথন ট্যাপ করে সেটি দেখুন ।
- জবাব টাইপ করুন এবং Send বাটন
ট্যাপ করুন ।
পূর্বে প্রেরিত বা প্রাপ্ত বার্তা পাঠান
অন্য কারো সাথে কোন বার্তা শেয়ার করতে চান ? নিচের ধাপগুলো অনুসরণ করুন :
- কোন একটি কথোপকথন ট্যাপ করে খুলুন । যে বার্তাটি অন্য কাওকে পাঠাতে চান, সেটি ট্যাপ করে তার পাশে টিক দিন । কিছু ফোনে পরবর্তী স্ক্রিন না আসা পর্যন্ত বার্তাটি ট্যাপ করে ধরে রাখতে হবে ।
- নিচে Message options স্ক্রিন দেখতে উপরে ডান কোণা থেকে মেন্যু ট্যাপ করুন । এরপর
- To: বক্সে প্রাপকের নাম লিখুন এবং
- কথোপকথন খুলতে ট্যাপ করুন।
- আপনি একটি মেনু প্রদর্শিত না হওয়া পর্যন্ত বার্তাটি ট্যাপ করে রাখুন।
- নির্বাচন করুন।
- যাকে বার্তাটি পাঠাবেন তার ফোন নাম্বারটি দিন, অথবা আপনার পরিচিতি থেকে যুক্ত করতে
ট্যাপ করুন।
- শেষ করতে সেন্ড বাটনটি
ট্যাপ করুন।
বার্তা মুছে ফেলা
- Edit বাটনটি
ট্যাপ করুন স্ক্রিনে বার্তা লিখা আনতে।
- যে বার্তাটি আপনি মুছে ফেলতে চান ট্যাপ করুন।
- উপরে ডান পাসে
- শেষে ট্যাপ করুন এবং বার্তা মুছে যাবে।
- মেনু বাটনটি
ট্যাপ করুন।
- ট্যাপ করুন।
- বক্সে পরবর্তী চেক মার্কে বার্তা নির্বাচন করুন যে টি আপনি মুছে ফেলতে চান।
- স্ক্রিনের উপরে ডান পাসে ট্যাপ করুন।
- নিশ্চিত করতে লাল বাটনটি ট্যাপ করুন।
সেটিংস পরিবর্তন
- To silence incoming calls, press and hold the power button for two seconds.
- The Phone menu appears.
- Tap .
- New calls will not ring.
ঘড়ির এলার্ম চালু করুন
- হোম স্ক্রীন থেকে, ঘড়ি দেখার জন্য
এ ট্যাপ করুন।
-
- এলার্ম পরিবর্তন করতে অথবা বন্ধ করতে সেট এলার্ম চাপুন।
নতুন একটি ঘড়ি এলার্ম যুক্ত করুন
- Clock এপের ভেতর থেকে নতুন এলার্ম সেট করতে,
চাপুন।
-
- Set the time: নাম্বারগুলো উপর-নিচ করে আপনার পছন্দের এলার্ম সময় সেট করুন।
- Add a label: এলার্মটিকে যা বলা হবে এটিই তা।
- Pick an alarm sound: কোন সাউন্ডে স্পর্শ করলে তা নির্বাচিত হবে এবং শব্দটি চালু হবে, এবং আপনি আপনার পছন্দ নিশ্চিত করার জন্য
টি প্রেস করবেন। বর্তমানে এখানে ৮টি লার্ম সাউন্ড রয়েছে:
- "Classic Buzz"
- "Classic Pulse"
- "Classic Progressive"
- "Gem Echoes"
- "Into the Void"
- "Ringing Strings"
- "Shimmering Waves"
- "Smooth Strings"
- Snooze: এটি হলো এলার্মটি রিং হবার পূর্বে কিছু সময়ের জন্য বিলম্ব, এটি ৫,১০,১৫ অথবা ২০ মিনিট হতে পারে।
- এলার্ম সংরক্ষন করার জন্য
চাপুন।
ঘড়ি এলার্ম অপসারণ
- হোম স্ক্রীন থেকে,
চাপুন ধড়ি দেখার জন্য।
- যে এলার্মটি মুছে ফেলতে চান তার এডিট মেনুতে যাবার জন্য সেটিতে ক্লিক করুন।
- স্ক্রল করে নিচে নামুন এবং
বাটন চাপুন।
ওয়াই ফাই এ যুক্ত হওয়া
"How to connect to Wi-Fi on Firefox OS" নথিটির কোনো অস্তিত্ব নেই।
খোঁজ
Firefox OS কিছুটা বা কোন কিছু টাইপ করা ছাড়াই দ্রুত আপনার পছন্দের ওয়েবসাইটগুলো খুঁজে বের করতে সাহায্য করে। একই স্থান থেকে আপনার সর্বাধিক দেখা সাইটগুলোতে প্রবেশ করুন এবং ওয়েবে, বুকমার্কে ও ব্রাউজিং ইতিহাসে অনুসন্ধান করুন।
Table of Contents
আপনার টপ সাইটগুলোতে প্রবেশ করুন
Firefox খুললেই আপনি যে সাইটগুলো প্রায়শই দেখেন সেগুলো পেয়ে যাবেন। সাইটের এই লিস্টটি আপনার স্বভাব পরিবর্তনের সাথে বদলাবে।
ওয়েবে, বুকমার্কে এবং ব্রাউজিং ইতিহাসে অনুসন্ধান করুন একই স্থান থেকে
ব্রাউজ করার জন্য অ্যাড্রেস বারে ট্যাপ করুন অথবা একটি নতুন ট্যাব খুলুন এবং বুকমার্কস্ কিংবা হিস্টরি ট্যাব নির্বাচন করুন।
অ্যাড্রেস বারে লেখা শুরু করলে, Firefox আপনাকে ওয়েব অনুসন্ধান সহ আপনার বুকমার্ক করা ও পূর্বে ব্রাউজ করা সাইটগুলোর একটি তালিকা দেখাবে। আপনার যেটি প্রয়োজন সেটির উপর ট্যাপ করুন; ব্যস হয়ে গেছে।
বুকমার্ক করুন অথবা হোম স্ক্রিনে একটি সাইট যোগ করুন
- স্ক্রিনের উপরে ইস্টার টি
ট্যাপ করুন।
যা বুঝাবে আপনার পেজটি বুকমার্ক করা হয়েছে।
অথবা ট্যাপ করুন । স্টারটি হলুদ হয়ে যাবে
একটি বুকমার্ক সম্পদনা করা
- পেজের উপরে
হলুদ স্টার টি ট্যাপ করুন।
- মেনু থেকে ট্যাপ করুন।
- পরবর্তী স্ক্রিনে, আপনি পেজে টাইটেল এবং ওয়েব ঠিকানা লিখতে পারবেন বুকমার্কের জন্য।
একটি বুকমার্ক মুছে ফেলা
পেজের উপরে হলুদ স্টারটি ট্যাপ করুন, তারপরে ট্যাপ করুন।
একটি ওয়েবপেজ শেয়ার করুন
ইমেইল অথবা ফোন বার্তার মাধ্যমে বন্ধুদের মজাদার ওয়েবপেজ পাঠান।
- পেজের উপরে শেয়ার বাটনটি
ট্যাপ করুন।
- আপনার পছন্দ মত পেজ পাঠানোর জন্য মাধ্যম খুজে নিন: অথবা
ট্যাব পরিবর্তন
এক ট্যাব থেকে অন্য ট্যাবে যেতে স্ক্রিনের উপরের ডান কোণার নম্বরে ট্যাপ করুন। এখান থেকে
ট্যাপ করে একটি নতুন ট্যাব খুলতে পারেন অথবা এরই মধ্যে খোলা কোন ট্যাব নির্বাচন করে সেই ট্যাবে যেতে পারেন।Firefox OS এর Adaptive অ্যাপের অনুসন্ধান সুবিধা আপনার ডিভাইস ও ওয়েবের মধ্যকার দূরত্ব মিটিয়ে দিয়েছে। আপনি যদি কোন অ্যাপ বা ডকুমেন্ট খুঁজতে চান, তবে শুধুমাত্র একটি শব্দ লেখা শুরু করুন এবং সাথে সাথে ফলাফল প্রদর্শন করা শুরু হবে যাবে!
কিভাবে করবেন :
- হোম বাটন ট্যাপ করুন ।
- অনুসন্ধান স্ক্রিন আনতে ডানে সোয়াইপ করুন ।
- আপনার যা প্রয়োজন তা অনুসন্ধান করুন ।
- আপনার কাছে যেটি আকর্ষণীয় মনে সেটিতে ট্যাপ করুন ।
ম্যাপস ও নেভিগেশন
আপনার ডিভাইসে জিপিএস সুবিধা ব্যবহার করতে চাইলে, আপনাকে HERE Maps অ্যাপ্লিকেশনটি ব্যবহার করতে হবে। এটি কয়েকটি সমৃদ্ধশালী বৈশিষ্ট প্রদান করে যেমন নেভিগেশন, ট্র্রানজিট অপশন, ট্রাফিক কন্ডিশন এবং স্যাটেলাইট থেকে দর্শন।
-
ট্যাপ করে HERE Maps অ্যাপটি খুলুন।
- HERE Maps আপনার অবস্থান জানার জন্য অনুমতি চাইবে। HERE Maps কে আপনার অবস্থান জানাতে বাটনটি ট্যাপ করুন।
- ফোনের উপরের দিকে যদি জিওলোকেশন আইকনটি প্রদর্শিত না হয়ে থাকে , তবে আপনার হোম স্ক্রিনে যেয়ে Settings অ্যাপে ট্যাপ করুন এবং Geolocation এর পাশের বাটনটি চেপে এটি চালু করুন।
- আপনার অপশন সম্প্রসারিত করতে স্ক্রিনের উপরের দিকে ডান-কোণে মেনু বাটনটি ট্যাপ করুন।
- আপনার বর্তমান অবস্থান খুঁজে বের করতে বাটনে ট্যাপ করুন। একটি "আপনার বর্তমান অবস্থান অনুসন্ধান করুন" বার্তা দেখা যাবে।
- GPS আপনার অবস্থান তথ্যে প্রবেশ করলে বার্তাটি অদৃশ্য হয়ে যাবে এবং নিচের বাঁদিকের বাটনটি সবুজ হয়ে যাবে।
- মন্তব্য: আপনি যদি প্রথম্বারের মত ব্যবহার করতে থাকেন, তবে এটির অবস্থান নির্ধারণের জন্য আপনার বাইরে যাওয়ার দরকার হতে পারে।
- আপনার ডাটা সংযোগ থাকাকালীন সময়ে যদি আপনি কোথাও যেতে চান তবে তার নাম বা ঠিকানা ধরে অনুসন্ধানের জন্য প্রতি বক্সে টাইপ করুন।
- যেকোন সময়ে আপনার অবস্থান পুনরায় পরিষ্কারের জন্য HERE Maps অ্যাপটির নিচের দিকের গোলাকার সবুজ আইকনটি ট্যাপ করুন।
-
ট্যাপ করে HERE Maps অ্যাপটি খুলুন।
- HERE Maps আপনার অবস্থান জানতে চায় জানিয়ে একটি স্ক্রিন আসবে। আপনার অবস্থান জানাতে বাটনটি ট্যাপ করুন।
- ফোনের উপরের দিকে যদি জিওলোকেশন
আইকনটি প্রদর্শিত না হয়ে থাকে, তবে আপনার হোম স্ক্রিনে যেয়ে Settings
অ্যাপে ট্যাপ করুন এবং Geolocation এর পাশের বাটনটি চেপে এটি চালু করুন:
। আপনি যদি প্রথমবারের মত HERE Maps ব্যবহার করে থাকেন, তাহলে হয়তোবা আপনাকে বাড়ির বাইরে যেতে হতে পারে জিপিএস পাবার জন্য।
- অপশন দেখার জন্য স্ক্রিনের উপরের ডান কোণে থাকা মেনু বাটনটি ট্যাপ করুন: নাম অনুসারে স্থান খোঁজা, কোন ঠিকানার দিকনির্দেশনা পাওয়া, কোন অবস্থান সংরক্ষণ করা।
- আপনি যখন ঘোরাফেরা করবেন, আপনার বর্তমান অবস্থানের তথ্য রিফ্রেশ করতে স্ক্রিনের নিচের বাম কোণের গোলাকার সবুজ আইকনটি ট্যাপ করুন। এটি সাধারণত স্বয়ংক্রিয়ভাবে হয়ে থাকে, যদি না জিপিএস সহজে আপনার অবস্থান সনাক্ত করতে না পারে - উদাহরণস্বরূপ যখন আপনার ফোনটি ব্যাগে অথবা পকেটে থাকে।
ছবি, ভিডিও এবং গান
Firefox OS ফোনটি দিয়ে আপনার পছন্দের মূহুর্তগুলোর ছবি তুলুন।
- Camera অ্যাপ খোলার জন্য,
ট্যাপ করুন ।
- যে জিনিসের ছবি তুলতে চান সেদিকে আপনার ক্যামেরা তাক করুন এবং তার পর পর্দার নীচের অংশ থেকে
ট্যাপ করুন । পরামর্শ: বিষয়বস্তুর উপরে ফোকাস করতে আপনার স্ক্রিনে স্পর্শ করুন।
- আপনার ছবিটি এখন তোলা হবে এবং পর্যালোচনার জন্য আধা সেকেন্ড দেখানো হবে। যদি আপনি এই ছবিটি না চান, মুছে ফেলতে
ট্যাপ করুন ।
এফএম রেডিও আপ্লিকেসনের মাধ্যমে আপনার প্রিয় রেডিও স্টেশন আপনার Firefox OS ফোনে শুনুন !
Table of Contents
রেডিও স্টেশন খুঁজুন
আপনি আপনার প্রিয় স্টেশনটি Back বাটনটি এবং
Fwd বাটনটি চেপে খুঁজে পেতে পারেন। এছাড়াও আপনি স্ক্রিনের উপরে স্কেল বরাবর ডানে-বামে সরিয়ে আপনার প্রিয় স্টেশনটি খুঁজে পেতে পারেন।
আপনার প্রিয় রেডিও স্টেশনটি সংরক্ষণ করুন
পাশের তারকা চিহ্নতে ক্লিক করে আপনি আপনার পছন্দের স্টেশনটি সংরক্ষণ করতে পারেন।তারকা চিহ্নতে আবার ট্যাপ করে আপনি সংরক্ষিত স্টেশনটি মুছে ফেলতে পারেন।
স্পিকার মোডে শুনুন
আপনি কি হেডসেট ছাড়াই রেডিও শুনতে চান? তাহলে স্পিকার আইকনে ক্লিক করে স্পিকার মোড চালু করুন।
Firefox OS এর Music অ্যাপটি প্রায় সকল ধরনের জনপ্রিয় অডিও ফাইল চালাতে পারে। কিভাবে আপনার কম্পিউটার থেকে সঙ্গীত স্থানান্তর করবেন এবং Firefox OS v 1.1 ও এর পরবর্তী সংস্করণ এর জন্য কিভাবে ব্রাউজারের থেকে ডাউনলোড অথবা ব্লুটুথের মাধ্যমে গ্রহণ করবেন তা এই নিবন্ধে ব্যাখ্যা করা হয়েছে।
Table of Contents
কম্পিউটার থেকে সঙ্গীত যুক্ত করা
- USB Mass Storage চালু করুন:
- Settings অ্যাপটি খুলে, স্ক্রল করে Device অংশে যান এবং ট্যাপ করুন। এরপর, মিডিয়া স্টোরেজ সেটিংস থেকে USB mass storage চালু করুন। Settings অ্যাপটি খুলে, স্ক্রল করে Storage অংশে যান এবং USB mass storage চালু করুন।
- আপনার ফোনটি চালু আছে কিনা নিশ্চিত হয়ে এটিকে আপনার কম্পিউটারের সাথে USB তারের সাহায্যে যুক্ত করুন । কিছুক্ষণের মধ্যেই আপনার কম্পিউটার থেকে ফোনের SD কার্ডে প্রবেশ করা যাবে।
- কম্পিউটারের মেনুতে ক্লিক করে এবং নির্বাচন করুন। আপনার ফোনের SD কার্ডটি "Removable Disk" (labeled "E:" for example) হিসেবে দেখতে পাবেন।কম্পিউটারের মেনুতে ক্লিক করে এবং নির্বাচন করুন। আপনার ফোনের SD কার্ডটি "Removable Disk" (labeled "E:" for example) হিসেবে দেখতে পাবেন। স্টার্ট স্ক্রিনের ডেস্কটপ টাইলটি নির্বাচন করুন। এরপর ফাইল এক্সপ্লোরার (টাস্ক বারে থাকা ফোল্ডার আইকনটি) খুলে বাম পাশের সাইডবার থেকে নির্বাচন করুন।ডকের ফাইন্ডারে ক্লিক করুন। একটি নতুন ফাইন্ডার উইন্ডো খুলবে। বাম পাশের সাইডবারের "Devices" এর নিচে আপনার ফোনের SD কার্ডটি দেখতে পাবেন (labeled "NO NAME" for example)।ফাইল উইন্ডো খুলতে স্ক্রিনের উপরের বাম পাশের কর্নারে থাকা এ ক্লিক করুন। বাম পাশের সাইডবারে আপনার ফোনের SD কার্ডটি দেখতে পাবেন।
- My Computer উইন্ডোর SD কার্ডে ডাবল-ক্লিক করুন। আপনার কার্ডে থাকা ফাইল ও ফোল্ডারের লিস্ট দেখতে পাবেন।
Computer উইন্ডোর SD কার্ডে ডাবল-ক্লিক করুন। আপনার কার্ডে থাকা ফাইল ও ফোল্ডারের লিস্ট দেখতে পাবেন।
বাম সাইডবারে থাকা SD কার্ডটি নির্বাচন করুন। আপনার কার্ডে থাকা ফাইল ও ফোল্ডারের লিস্ট দেখতে পাবেন।
বাম সাইডবারে থাকা SD কার্ডটি নির্বাচন করুন। আপনার কার্ডে থাকা ফাইল ও ফোল্ডারের লিস্ট দেখতে পাবেন।
- আপনার সঙ্গীত ফাইলগুলো টেনে এনে (অথবা সঙ্গীত ফাইলে পূর্ন ফোল্ডারগুলো) উইন্ডোতে ছেড়ে দিলে সেহুলো SD কার্ডে কপি হয়ে যাবে।পরামর্শ: Firefox OS এ iTunes এর বেশিরভাগ ফাইলই চালবে। কেবল আপনার iTunes উইন্ডো থেকে SD কার্ডে সঙ্গীতগুলো টেনে নিয়ে আসুন।
- কাজ শেষ হয়ে গেলে, কম্পিউটার থেকে SD কার্ডটি খুলে ফেলুন এবং কম্পিউটারের সাথে ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দিন। এখন আপনি আপনার সঙ্গীতগুলো Firefox OS Music অ্যাপ থেকে চালাতে পারবেন।
ব্রাউজার থেকে সঙ্গীত ডাউনলোড করা
ব্রাউজারে সঙ্গীত ফাইলটি লোড করুন। এতে কিছুক্ষণ ট্যাপ করে ধরে রাখুন এবং
বাটনটি নির্বাচন করুন।- বিস্তারিত জানার জন্য, কিভাবে ব্রাউজার হতে সঙ্গীত, ছবি ও ভিডিও ডাউনলোড করব? দেখুন।
ব্লুটুথের সাহায্যে সঙ্গীত গ্রহন করুন
আপনার Firefox OS ডিভাইসটি ব্লুটুথের সাহয্যে ফাইল গ্রহন করতে পারবে - ডিভাইসের ব্লুটুথ চালু আছে কিনা এবং তা অন্যদের প্রতি প্রদর্শিত হচ্ছে কিনা নিশ্চিত হয়ে নিন।
- বিস্তারিত জানার জন্য, Firefox OS ব্লুটুথ চালু করে ফাইন অাদান প্রদান করা দেখুন।
সমর্থিত অডিও ফরম্যাটসমূহ
Musuc অ্যাপটি এই অডিও ফাইলগুলো সমর্থন করে। (বিস্তারিত):
- .mp3
- .mp4, m4a (encoded with H.264 or AAC)
- .wav
- .ogg (encoded with Vorbis or Opus)
- .webm (endoded with Vorbis)
- .3gp
Firefox OS Music অ্যাপটি আপনার গান শোনার জন্য আপনাকে একটি নাম্বার দিবে। চলুন প্রথম থেকে শুরু করি।
Table of Contents
শুনতে কিছু খুঁজুন
আপনি যখন প্রথম Music অ্যাপ খুলবেন, আপনি গানের একটি সুন্দর, দৃষ্টি সহায়ক ব্যবস্থা এবং অ্যালবাম কভার দেখতে পাবেন। এখান থেকে, শুধুমাত্র ট্যাপ করুন যা আপনি শুনতে চান।
অ্যালবাম, আর্টিস্ট, গান, এবং আরও কিছুর মাধমে ব্রাউজ করুন
আপনার Music অ্যাপ স্ক্রিনের নিচে কন্ট্রোল আছে যা দিয়ে আপনি আপনার আপনার মিউজিকগুলো বিভিন্নভাবে ব্রাউজ করতে পারেন:
যেখানে আপনার গানগুলো আছে সেখান দিয়ে শুরুর স্ক্রিনে যান।
প্লে লিস্টে আপনার মিউজিক এলোমেলো ভাবে থাকবে, প্লে করুন সর্বোচ্চ হারের, সম্প্রতি যুক্ত করা, সব থেকে বেশি বাজানো এবং কমপক্ষে বাজানো গানগুলো।
এই স্ক্রিনটি শিল্পীর মাধ্যমে ব্রাউজ করুন।
এখানে আপনি গানগুলো অ্যালবামের মাধ্যমে খুজে পাবেন।
একটি নির্দিষ্ট গান খুজছেন? এখানে আপনি টাইটেলের মাধ্যমে ব্রাউজ করুন।
শুরুর স্ক্রিনে যান যেখানে সংগিত চলছে দেখায়।
Playlist মেনু আপনার সকল সংগীত অদল বদল করতে দেয়, সর্বোচ্চ জনপ্রিয়টি, সাম্প্রতিক যুক্ত হয়েছে, সর্বোচ্চ বাজানো হয়েছে এবং কম বাজানো হয়েছে সংগীতটি বাজাতে দেয়।
এটি শিল্পী অনুযায়ি বাজাতে দেয়।
এখানে অ্যাল্বাম অনুযায়ি সকল সংগীত পাবেন।
কোন জনপ্রিয় গান খুজছেন? আপনি শিরোনাম দিয়ে খুজতে পারেন।
আপনার মিউজিক এ খুঁজুন
ঠিক মত জানেন আপনাকে কি করতে হবে? তারাতারি খুজে বের করুন।
- সার্চ বারের মাধ্যমে মিউজিক অ্যাপ স্ক্রিনের নিচে নামান।
- আপনি যখন শিল্পী, গান অথবা অ্যাল্বাম এ টাইপ করবেন, অ্যাপ সেই অনুযায়ি ফলাফল খুজে দিবে।
- তারপরে আপনি যেটি চান তার উপরে ট্যাপ করুন।
অডিও কন্ট্রোল
যখন আপনি একবারের জন্য কিছু গান প্লে করবেন, প্লে/পজ এবং ফরওয়ার্ড বাটন এর মত আপনি সাধারন জিনিস গুলো স্ক্রিনের নিচে খুঁজে পাবেন।
যদি আপনি আর্টওয়ার্ক ট্যাপ করেন, তাহলে আপনি গান অথবা অ্যালবাম, রেটিং এবং এলমেলভাবে থাকা সব কিছু খুঁজতে পারবেন।
- একটি গান স্টার ১ – ৫ ট্যাপ করতে পারবেন।
- পুরো অ্যালবামটি একবার রিপেট করতে রিপ্লে বাটনটি ট্যাপ করুন।
- একটি গান দুইবার চালাতে রিপ্লে বাটনে ট্যাপ করুন। তৃতীয় বারের জন্য ট্যাপ করুন চ্যানেলে।
- shuffle বাটনটি ট্যাপ করুন অনবরত ভাবে বর্তমান অ্যালবাম অথবা প্লে লিস্টে এর গান শুনতে।
যখন আপনি কিছু করছেন তখন আপনি অ্যাপ এর মাধ্যমে অবশ্যই ব্রাউজ করতে পারেন। বর্তমান যে গানটি চলছে এবং অডিও কন্ট্রোলে পুনরায় ফিরে আসতে, ইস্ক্রিনের উপরে ডান পাশে প্লে বাটনটি ট্যাপ করুন:
গান শুনতে চান সাথে Music অ্যাপটি যেন আপনার সম্পূর্ণ স্ক্রিন জুড়ে না থাকে?
- যখন সংগিত চলতে থাকবে তখন আপনি আপনার ফোন অন্য অ্যাপ ব্রাউজ করতে পারবেন। music controls এ যেতে আপনার স্ক্রিনের উপর থেকে সোয়াইপ করুন, নটিফিকেশন বারে music controls দেখতে পাবেন।
- যখন আপনার স্ক্রিন লক করা থাকবে তখনও আপনি মিউজিক কন্ট্রোলে কাজ করতে পারবেন।
ফায়ারফক্স ওএস এ স্ক্রিনশট নেয়া একদম সহজ - এই দেখুন:
- ফোনের পাওয়ার বাটন ও হোম বাটন একইসাথে চাপুন।
- একটি নোটিফিকেশনের মাধ্যমে আপনাকে জানানো হবে যে, কাজটি সফল হয়েছে।
আপনার স্ক্রিনশটটি গ্যালারি অ্যাপে সংরক্ষিত হবে এবং এখান থেকে আপনি তা এডিট ও শেয়ার করতে পারবেন। আরও জানতে, কিভাবে Gallery অ্যাপ ব্যবহার করবেন দেখুন।
ক্যালেন্ডার
ক্যালেন্ডার অ্যাপটি চালু করতে, ক্যালেন্ডার আইকনে ট্যাপ করুন । এজন্য আপনাকে এক বা একাধিকবার স্ক্রিনকে ডানদিকে সোয়াইপ করার প্রয়োজন হতে পারে:
ক্যালেন্ডার অ্যাপটি খোলা থাকা অবস্থায় ইতিমধ্যে থাকা একটি ক্যালেন্ডারকে আপনি নিয়ে আসতে পারেন বা নতুন একটি তৈরি করার সুযোগ পাবেন ।
আপনার ক্যালেন্ডারকে পরিচিত করাতে
একটি ক্যালেন্ডার আনতে (উপরে বামে) মেন্যু আইকন ট্যাপ করুন।
পরবর্তী প্যানেল থেকে যোগ চিহ্নটি ট্যাপ করুন।
একটি স্লাইডিং প্যানেল আসবে, যেখান থেকে আপনি আপনার ক্যালেন্ডার সেবাদাতা নির্বাচন করতে পারবেন । আপনি যে ধরণের ক্যালেন্ডার যোগ করতে চান তা নির্বাচন করুন এবং পরবর্তী নির্দেশগুলো অনুসরণ করে লগ ইন করুন ।
আপনি Firefox এর কোন সংস্করণ ব্যবহার করছেন জানতে আমি Firefox OS এর কোন সংস্করণ ব্যবহার করছি কিভাবে খুঁজে পাব?
আপনি সঠিকভাবে সব ধাপ অনুসরণ করলে আপনি বিদ্যমান ক্যালেন্ডারগুলোর একটি তালিকা পাবেন । এর মধ্যে যেগুলো Firefox OS এর সাথে সিঙ্ক করতে চান, সেগুলো এখান থেকে ট্যাপ করুন ।
পছন্দের ক্যালেন্ডারগুলো নির্বাচন করা হয়ে গেলে এগিয়ে যান এবং নিচের বাম কোণা থেকে সেটিংস আইকনটি ক্লিক করুন :
এরপর আপনাকে অ্যাকাউন্ট সেটিংস স্ক্রিনে নিয়ে আসা হবে, যেখানে আপনি, উদাহরণস্বরূপ, বর্ধিত সময় নির্ধারণ করে দিতে পারেন যার ভিত্তিতে আপনার ক্যালেন্ডারগুলো সিঙ্ক হবে ।
সেটিংস নির্ধারণ সম্পন্ন হয়ে গেলে এবং আপনি
ক্লিক করলে আপনার ক্যালেন্ডার এন্ট্রিগুলো যোগ হয়ে যাবে এবং দৃশ্যমান হবে ।
ম্যানুয়ালি ক্যালেন্ডার এন্ট্রি
সরাসরি ডিভাইসে ক্যালেন্ডার এন্ট্রি করতে উপরের ডান দিক থেকে
ক্লিক করুন ।
ইভেন্ট স্ক্রিন থেকে এগিয়ে যান এবং আপনার ইভেন্ট সম্পর্কিত সব তথ্য যোগ করুন । আপনি চাইলে ইভেন্টের সাথে সম্পর্কিত কিছু মন্তব্যও যোগ করতে পারেন ।
ইভেন্ট সম্পর্কিত সব তথ্য দেয়া হয়ে গেলে এগিয়ে যান এবং উপরের ডান পাশ থেকে
ট্যাপ করুন । এতে আপনার ইভেন্টটি যুক্ত হবে এবং আপনাকে ক্যালেন্ডার ভিউতে ফেরত নেয়া হবে ।ইমেইল
Firefox OS ডিভাইসে Email অ্যাপ দিয়ে একাধিক ইমেইল একাউন্ট ব্যবহার করা যায়। এই নিবন্ধটি অ্যাপ এর সাথে কি করে ইমেইল অ্যাকাউন্ট যুক্ত করা যায় তা বর্ণনা করবে।
- আপনার ডিভাইসে Email অ্যাপ
"email 1.4" ছবি বিদ্যমান নয়।
চালু করুন।
- আপনি প্রথমবার E-mail চালু করলে New Account পর্দা দেখতে পারবেন। আপনার নাম, ইমেইল এড্রেস এবং পাসওয়ার্ড দিন।
- আপনি যদি New Account পর্দা না দেখে পেয়ে থাকেন, পর্দায় বাম কোণায় থাকা মেনু আইকনে
ট্যাপ করুন, তারপর নিচের ডান দিকের কোনায় থাকা একাউন্ট সেটিং গিয়ার
এবং শেষে ট্যাপ করুন।
- আপনার ইমেইল একাউন্ট তৈরী করতে
- POP3 অ্যাকাউন্ট: আপনার যদি একটি পিওপি থ্রি (POP3) অ্যাকাউন্ট থাকে তবে আপনি Manual setup লিঙ্ক ট্যাপ করুন। Account type, এর নিচে,নির্বাচন করুন এবং আপনার পিওপি থ্রী (POP3) ইমেইল সরবরাহকারীর কাছ হতে প্রাপ্ত অ্যাকাউন্ট এর বিস্তারিত তথ্য পূরন করুন।
ট্যাপ করুন। শেষ হয়েছে।
- বাটনটি ট্যাপ করুন। আপনার ইমেইল অ্যাকাউন্টটি সেট আপ করা হয়েছে। আপনার সব কাজ শেষ!
ইমেইল সম্পর্কিত আরো তথ্যের জন্য ইমেইল পাঠান এবং পরিচালনা করুন নিবন্ধটি দেখতে পারেন।
- অ্যাকাউন্ট তৈরি করার জন্য আপনার ফোন কে অবশ্যই ওয়াই-ফাই কিংবা সেলুলার নেটওয়ার্কের সাহায্য ইন্টারনেটের সাথে সংযুক্ত থাকতে হবে।
- ইমেইল অ্যাপ আপনাকে নতুন একটা ইমেল অ্যাকাউন্ট খোলার অনুমতি দিবে না। আপনি আপনার চলমান ইমেইল অ্যাকাউন্টটি কে শুধু মাত্র এর সাথে সংযুক্ত করতে পারবেন। আপনার যদি একটা নতুন ইমেইল অ্যাকাউন্ট খোলার দরকার পরে তবে ইমেইল অ্যাপ্লিকেশন এ সংযুক্ত হবার পূর্বে ইমেইল অ্যাকাউন্ট সরবরাহকারী প্রতিষ্ঠানে যেয়ে নতুন একটি ইমেইল অ্যাকাউন্ট খুলুন।
- বর্তমানে ইমেইল অ্যাপ্লিকেশনটি Hotmail, Yahoo এবং Gmail এই তিনটা ইমেইল সরবরাহকারীকে সমর্থন করে। নতুন অ্যাকাউন্ট স্ক্রিন এ ট্যাপ করে আপনি অন্যান্য ইমেইল অ্যাকাউন্ট সেট আপ করতে পারেন।
Firefox OS এর Email অ্যাপ আপনাকে ইমেইল পাঠানোর এবং একের অধিক অ্যাকাউন্ট পরিচালনা করার সুযোগ দিয়ে থাকে। এই নিবন্ধটিতে দেখতে পারবেন কি করে তা সম্ভব।
Table of Contents
নতুন মেইল পাঠান
- Email
অ্যাপ খুলুন।
- একটি নতুন এবং ফাকা ইমেইল খুলতে উপরের ডান দিকের কোনায় থাকা New Message
বাটন ট্যাপ করুন।
- আপনি ইমেইল এড্রেস লিখে প্রাপক যুক্ত করতে পারেন অথবা বাটন ট্যাপ করে পরিচিতি থেকে ইমেইল এড্রেস যুক্ত করতে পারেন।
- আপনি যখন ইমেইল পাঠাতে প্রস্তুত হবেন, উপরের ডান দিকের কোনায় Send বাটন ট্যাপ করুন।
নতুন মেইল পাঠান
- Email
অ্যাপ খুলুন।
- ফাকা ইমেইল খুলতে উপরের ডান দিকের কোনায় থাকা New Message
বাটন ট্যাপ করুন।
- আপনি ইমেইল এড্রেস লিখে প্রাপক যুক্ত করতে পারেন অথবা বাটন ট্যাপ করে পরিচিতি থেকে ইমেইল এড্রেস যুক্ত করতে পারেন।
- প্রাপক কে একটি ফাইল পাঠাতে, উপরের ডান দিকের কোনায় থাকা Paper Clip আইকনে ক্লিক করুন।
- আপনি যে ফাইল পাঠাতে চাচ্ছেন তা অবস্থান নির্বাচন করুন: video, music, gallery, অথবা camera
- ফাইল নির্বাচন করা হয়ে গেছে ট্যাপ করুন। আপনি যদি একের অধিক ফাইল পাঠাতে চান, Paper Clip এ আবার ট্যাপ করুন এবং উপরের ধাপ অনুসরন করুন।
- আপনি যখন ইমেইল পাঠাতে প্রস্তুত হবেন, উপরের ডান দিকের কোনায় Send বাটন ট্যাপ করুন।
ইমেইলের প্রতিউত্তর অথবা ফরওয়ার্ড করা
- কোন ইমেইলের উত্তর দিতে চাইলে, স্ক্রিনের নিচে থাকা Reply বাটনে
ট্যাপ করুন। সবাইকে উত্তর দিতে চাইলে, reply all বাটন
ট্যাপ করুন।
- একটি ইমেইল ফরওয়ার্ড করতে, স্ক্র্রিনের নিচে থাকা ফরওয়ার্ড বাটন
ট্যাপ করুন।
- একটি মেইলের উত্তর দিতে, স্ক্রিনের শুরুতে (একটি তীর) বাটনে ট্যাপ করুন। সবাইকে উত্তর দিতে চাইলে, reply all বাটন (২ তীর) বাটনে ট্যাপ করুন।
- একটি ইমেইল ফরওয়ার্ড করতে, স্ক্র্রিনের নিচে থাকা ফরওয়ার্ড বাটন
ট্যাপ করুন।
- মেইলের উত্তর দিতে অথবা ফরওয়ার্ড করতে, স্ক্রিনের নিচে থাকা paper icon (একটি তীর) বাটনে ট্যাপ করুন।
- পরবর্তি স্ক্রিনে যে কোন একটি অপশন নির্বাচন করুন:
- Reply: প্রেরক কে উত্তর দিতে।
- Reply All: ইমেইলের প্রতিটি প্রাপক কে উত্তর দিতে।
- Forward: ইমেইলটি অন্য কাউকে পাঠাতে
ইমেইল ব্যবস্থা করা
আপনি ইমেইল মুছে ফেলা, ফ্লগ, অপঠিত হিসাবে চিহ্নিত করা অথবা ফাইল করতে পারবেন। এখানে আছে কিভাবে এটি করতে হবে:
- স্ক্রিনে ইমেইল তালিকায়, উপরে চেক মার্ক আইকনটি ট্যাপ করুন:
- আপনি যে ইমেইল নিয়ে কাজ করতে চাচ্ছেন তা ট্যাপ করুন।
- স্ক্রিনের নিচে একটি একশন নির্বাচন করুন।
সিলেক্ট বাটন দিয়ে আপনি মুছে ফেলা, ফাইল, অথবা না পড়া ইমেইল গুলো মার্ক করতে পারবেন। এখানে আছে কিভাবে এটি করতে হবেt:
- স্ক্রিনে ইমেই লিস্টে, উপরে চেক মার্ক আইকনটি ট্যাপ করুন:
- আপনি তাদের পাসের বক্সটি ট্যাপ করে কাজ করার জন্য ইমেইল নির্বাচন করতে পারেন।
- স্ক্রিনের নিচে একটি একশন নির্বাচন করুন।
ইমেল ফোল্ডারে প্রবেশ করা
আপনি আপনার ইমেইল অ্যাকাউন্টের জন্য যে ফোল্ডারটি সেটআপ দিয়েছেন তা Firefox OS লোড করতে পারবে। আই ফোল্ডারে ঢুকতে, E-mail অ্যাপ খুলুন এবং স্ক্রিনের বাম পাসে উপরে কোণায় মেনু বাটনটি ট্যাপ করুন।
অ্যাকাউন্ট পরিবর্তন করতে
E-Mail অ্যাপ অনেক ইমেল অ্যাকাউন্ট পরিবর্তন করা সহজ করে দেয়:
- মেইন স্ক্রিনের উপরে বাম পাসে কোণায়
মেনু বাটনটি ট্যাপ করুন।
- স্ক্রিনের উপরে ব্যাক তীর টি ট্যাপ করুন,
- যে ইমেল টি সুইচ করতে চান সেটি ট্যাপ করুন:
- মেইন স্ক্রিনের উপরে বাম পাসে কোণায়
মেনু বাটনটি ট্যাপ করুন।
- নিচের তীরটি ট্যাপ করুন এবং একটি ইমেইল অ্যাকাউন্ট নির্বাচন করুন সুইচ করতে:
- To open the email app, tap
.
- Tap
and then tap
.
- You will see a list of your email accounts.
- Tap on the email account you wish to switch to.
- A list of folders for your selected account will be displayed. Tap on a folder to read the email in that folder.
This article explains how to use the To, CC and BCC fields when addressing an email.
- Tap the email app to get started.
To
To: The primary recipient(s) of this email.
- Tap the To field to manually add an email address. Tap the button to select someone from your contacts.
CC
CC: (Carbon Copy) The secondary recipient(s) of this email. People in this section will see the email addresses of those in the To: and CC: field.
- Tap the CC field to manually add an email address. Tap the button to select someone from your contacts.
BCC
BCC: (Blind Carbon Copy) Addresses in this field will have mail sent to them but they won't know who else was in the BCC field. That means that those in the BCC field will receive the email but those in the To and CC fields won't know who was in the BCC field.
If there is an entry in the BCC field and not in the To field, the email will be sent to all the BCC recipients and will be displayed as being sent to "undisclosed recipients" or similar wording by the receiving email program.
- Tap the BCC field to manually add an email address. Tap the button to select someone from your contacts.
Special Note for Gmail users
Gmail will remove the names in the BCC list from your sent folder. That means you will have no record of to whom an email was BCCed. If you need a record of whom you BCCed in an email, you will have to manually record this yourself before sending the email. This only applies to Gmail accounts.
Tip: Email providers limit the number of people that you can send an email to. Please check your email provider's website for the exact limit. If you need to email lots of people, it's better to use a mailing list or a bulk email service.
Deleting a single email
- To open the email app, tap
.
- Tap on an email to display it.
- Tap
at the bottom to delete the email.
- The email will be deleted and moved to the trash and the remaining emails in that folder will be displayed.
Deleting multiple emails
- To open the email app, tap
.
- Tap on
.
- Tap on
next to the emails you wish to delete.
- Checkmarks will be displayed next to the emails you have selected to be deleted (
).
- To uncheck an email for deletion tap on
and a
(blue empty circle) should show.
- Checkmarks will be displayed next to the emails you have selected to be deleted (
- Tap
at the bottom to delete the selected emails.
- The emails will be deleted and moved to the trash and the remaining emails in that folder will be displayed.
- To open the email app, tap
.
- Open the email you want to forward by tapping on it.
- At the bottom of the screen, tap
to forward the email.
- Edit the Subject if needed, add or modify recipients in the To and cc/bcc fields, modify the text as needed and then tap on composing and sending email for full details. . See
- To open the email app, tap
.
- Open the email you want to reply to by tapping on it.
- At the bottom of the screen, tap
to reply only to the sender or tap
to reply to all.
- Fill in the Subject, add or modify recipients in the To and cc/bcc fields, enter the text of your reply and then tap on composing and sending email for full details. . See
অ্যাপ ডাউনলোড ও ইনস্টল
REDIRECT কিভাবে অ্যাপ ডাউনলোড ও ইনস্টল করবেন
Firefox OS এ আমি কীভাবে অ্যাপ ডাউনলোড ও ইন্সটল করতে পারি?
Firefox OS এ অ্যাপ পেতে মূলত ২টি পদ্ধতি রয়েছে:
Firefox Marketplace - অনেক ভালো ভালো অ্যাপ পাওয়ার জন্য মজিলার মার্কেটপ্লেস খুব ভালো একটি জায়গা। এখানে আপনি টুইটারের মত অসাধারন অ্যাপ ও পাবেন আবার আপনার স্থানীয় সেরা ওয়েব ডেভেলোপারদের দ্বারা তৈরি লোকাল কন্টেন্ট ও পাবেন।
- আপনার Firefox OS ডিভাইসে Firefox Marketplace খুজে পেতে মূল স্ক্রিনকে বাম দিকে সোয়াইপ করুন এবং
চিহ্নটি ট্যাপ করুন। আপনার ডিভাইস সমর্থন করে , এমন সকল অ্যাপের একটি তালিকা আপনার সামনে প্রদর্শিত হবে।
আপনি চাইলে ট্যাপ করে কী-ওয়ার্ড অথবা ক্যাটাগরি অনুযায়ী বা স্ক্রিন সোয়াইপ করে আপনার পছন্দের অ্যাপটিকে খুজে নিতে পারেন। - আপনি যেই অ্যাপটি ইন্সটল করবেন বলে ঠিক করেছেন, তার আইকন স্পর্শ করুন। এখন , একটি পেইজ প্রদর্শিত হবে যেখানে আপনি এই অ্যাপটির বিস্তারিত বর্ননা এবং এর সম্পর্কে ব্যবহারকারীদের মতামতও জানতে পারবেন।
- ইন্সটলেশন চালু রাখতে অথবা বাটন ট্যাপ করুন।
- ইন্সটলেসন নিশ্চিত করতে বাটন ট্যাপ করুন।
- ট্যাপ করে অ্যাপ চালু করুন।
Adaptive অ্যাপ ডিসকভারি - Firefox OS এ অ্যাপ খুজে পাওয়ার জন্য একটি Adaptive ইঞ্জিন রয়েছে। যেমন , শুধু sushi শব্দটি লিখলেই এই সম্পর্কিত যেসব মোবাইল অ্যাপ আপনার অঞ্চলে রয়েছে , তা খুঁজে পাওয়া যাবে এবং আপনাকে শুধু ওই শব্দটি টাইপ করা ছাড়া আর কিছুই করা লাগবে না।
- আপনার হোম স্ক্রীনে Adaptive সার্চ খুজে পেতে হোম স্ক্রীন থেকে ডানদিকে সোয়াইপ করুন।
- একটি বিভাগ নির্বাচন করুন অথবা সার্চ বক্সে কোন কী-ওয়ার্ড টাইপ করুন। উন্নততর মোবাইল কন্টেন্ট সহ অ্যাপ আপনার স্ক্রিনে প্রদর্শিত হবে।
- কোন অ্যাপ ব্যবহার করতে , শুধু আইকন ট্যাপ করুন। এর জন্য আপনাকে অ্যাপটি ডাউনলোড কিংবা ইন্সটল কোনটাই করতে হবে না।
- আপনার হোম স্ক্রীনে অ্যাপটি ইন্সটল করতে চাইলে অ্যাপটি ট্যাপ করে ধরে রাখুন।
Marketplace হল একটি স্টোর যেখানে আপনার ফায়ারফক্স ওএস এর জন্য তৈরী করা নানা ধরনের অ্যাপ রয়েছে। কিভাবে আপনার প্রয়োজনীয় অ্যাপ আপনি খুঁজে পাবেন এবং সেগুলোকে কিভাবে ইন্সটল করবেন তা এই নিবন্ধে বর্ণনা করা হয়েছে।
Table of Contents
বিখ্যাত অ্যাপ খুঁজুন
আপনি যখন Marketplace খুলবেন তখন আপনি বিখ্যাত অ্যাপ এবং প্রচলিত অ্যাপের একটি তালিকা দেখতে পারবেন।
- শীর্ষ জুড়ে লিঙ্ক আপনাকে নতুনত্ব, জনপ্রিয়তা, বা বিভাগ দ্বারা অ্যাপ্লিকেশান ব্রাউজ করতে সহায়তা করবে.
- অবশ্যই, প্রত্যেকটি মার্কেটপ্লেস স্ক্রিনেই একটি অনুসন্ধান বাক্স রয়েছে যাতে করে আপনি অতি সহজেই আপনার পছন্দের অ্যাপটি খুঁজতে পারেন।
- ব্রাউজ করার সময়, কোন অ্যাপ এর বিস্তারিত যেমন অ্যাপটির স্ক্রিনশট, বিস্তারিত বিবরণ ও ব্যাবহারকারীদের মূল্যায়ন দেখতে হলে সেই অ্যাপটির উপর ট্যাপ করুন।।
একটি অ্যাপ ইন্সটল করুন
অতি দ্রুত ও অতি সহজেই একটি অ্যাপ ইন্সটল করা সম্ভব
- আপনি যদি কোন অ্যাপ খুঁজে পেয়ে থাকেন যেটি আপনি ইন্সটল করতে চান, তাহলে নীল রঙের বাটনটিতে ক্লিক করুন। যদি অ্যাপটি বিনামূল্যের হয়ে থাকে, তাহলে সেই বাটনটিতে "Free" লেখা থাকবে। যদি অ্যাপটি অর্থ দিয়ে কিনতে হয় তাহলে সেই অ্যাপটির দাম নীল বাটনটিতে লেখা থাকবে।
- দ্রষ্টব্য: একটি অ্যাপ কেনার উপায় সাধারণত দেশ এবং সেবাদাতা প্রতিষ্ঠানের উপর নির্ভর করে থাকে। শুধুমাত্র স্ক্রিনে থাকা সহজ নির্দেশাবলী অনুসরণ করুন।
- আপনি যদি অ্যাপটি ইন্সটল করতে চান তাহলে
- আপনার অ্যাপটি ডাউনলোড হয়ে যাবে এবং হোম স্ক্রিনে একটি নতুন আইকন দেখা যাবে।
বাটনে ট্যাপ করে তা নিশ্চিত করুন।
- আপনার অ্যাপটি ডাউনলোড হয়ে যাবে এবং হোম স্ক্রিনে একটি নতুন আইকন দেখা যাবে।
Marketplace এবং Adaptive Search এর মধ্যে পার্থক্য কি?
Marketplace এবং Adaptive Search উভয়ই অ্যাপ ডাউনলোড এর ভিন্ন ভিন্ন অভিজ্ঞতা প্রদান করে। Marketplace হল একটি স্টোর যেখানে আপনার ফায়ারফক্স ওএস এর জন্য তৈরী করা নানা ধরনের অ্যাপ রয়েছে। অপরদিকে Adaptive Search মোবাইলের ওয়েবসাইট খুঁজে বের করে যেগুলো অ্যাপ এর মত ইন্সটল ও ব্যাবহার করা যায়।
- আরও তথ্যের জন্য, ব্যক্তিগত অ্যাপ আবিষ্কার করতে বুদ্ধিদীপ্ত অনুসন্ধান ব্যবহার করুন দেখুন।
Table of Contents
Accessing the Marketplace from an Android Device
In order to run the Firefox Marketplace you need to have the latest version of Firefox for Android.
Launch Firefox and navigate to the Firefox Marketplace site (https://marketplace.firefox.com/)
Alternatively, you can follow these steps after launching Firefox to access the Firefox Marketplace:
- Press the Menu button of your phone.
- Select "Apps."
- Tap the top right icon.
Firefox OS ডিভাইসের একটি অন্যতম দিক হল এর মাধ্যমে আপনি আপনার পরিচিত সবার সাথে যোগাযোগ রাখতে পারবেন। কিভাবে Facebook, Twitter এর মত জনপ্রিয় সামাজিক যোগাযোগ অ্যাপগুলো ইনস্টল ও ব্যবহার করবেন তা এই নিবন্ধে দেখানো হয়েছে।
Table of Contents
অাপনার পছন্দের অ্যাপ ব্যবহার করা
- Facebook, Twitter ও Youtube এই প্রতিটি অ্যাপ Marketplace এ রয়েছে। তাই এগুলো ইন্সটল করার সবচেয়ে সহজ উপায় হচ্ছে Marketplace অ্যাপ চালু করা এবং আপনার পছন্দের অ্যাপটি অনুসন্ধান করে নীল রঙের কিভাবে অ্যাপ ডাউনলোড ও ইনস্টল করবেন নিবন্ধটি দেখুন।
- যেগুলো Marketplace এ পাওয়া যাবেনা, সেগুলোর জন্যে Adaptive Search ব্যবহার করুন। উদাহরনস্বরুপ, আপনি এখানে Google এর অনেকগুলো প্রোডাক্ট (Google+, Google Maps, Google Translate এবং আরও অনেক কিছু) পাবেন। বিস্তারিত জানতে, ব্যক্তিগত অ্যাপ আবিষ্কার করতে বুদ্ধিদীপ্ত অনুসন্ধান ব্যবহার করুন নিবন্ধটি দেখুন।
- মূল কন্ট্রোলগুলো স্ক্রিনের উপরের দিকে রয়েছে।অাপনি ফ্রেন্ড রিকোয়েস্ট, চ্যাট এবং পোস্টের নোটিফিকেশনগুলো দেখতে পাবেন। এছাড়া স্ট্যাটাস, ছবি আপলোড সহ চেক-ইন করতে তো পারবেনই।
- উপরে বাম কোণে থাকা মেনু বাটনে ট্যাপ করে অনুসন্ধান ও অন্যান্য ফিচারগুলো ব্যবহার করতে পারবেন।
- সবসময় সবার সংস্পর্শে থাকার জন্য Facebook চ্যাট একটি অসাধারন ম্যাধ্যম। কিভাবে এটি কাজ করে জানুন।
- অাপনি যদি অাপনার Facebook থেকে পরিচিতি ইমপোর্ট করে থাকেন তাহলে আপনি Contacts অ্যাপ থেকেই তাদের ওয়ালে পোস্ট করতে ও তাদের সাথে চ্যাট করতে পারবেন।
- Twitter এর কন্ট্রোলগুলো পর্দার উপরের দিকে থাকে। নতুন টুইট করতে, উপরে ডান কোণের বাটনে ক্লিক করুন।
- অাপনি টুইট লেখার সময় ছবিও অাপলোড করতে পারবেন অথবা Twitter ইনস্টল করা থাকলে অাপনি Gallaery অ্যাপের শেয়ার মেনু থেকেও কাজটি করতে পারবেন। নোট: এই সুবিধাটি ফায়ারফক্স ওএস এর ১.১ এবং নতুন সংস্করণে পাওয়া যাবে। Firefox OS এর কোন সংস্করণটি ব্যাবহার করছেন তা আপনি জানেন না? এখানে দেখুন কিভাবে খুজতে হয়।
YouTube
- যেকোন কিছু অনুসন্ধান করা - উপরে ডান দিকে থাকা বাটনে ট্যাপ করুন।
- গুগলে সাইন ইন করতে উপরের বাম কোণার বাটনে ট্যাপ করুন, যাতে অাপনি সাবস্ক্রিপশন ও রিকোমেন্ডশন ব্যবহার করতে পারেন।
- Adaptive Search ব্যবহার করে অাপনি বিশেষ YouTube অনুসন্ধানকে হোম স্ক্রিনে সংরক্ষণ করে রাখতে পারেন।বিস্তারিত জানতে, ব্যক্তিগত অ্যাপ আবিষ্কার করতে বুদ্ধিদীপ্ত অনুসন্ধান ব্যবহার করুন নিবন্ধটি দেখুন।
Google Search ও Gmail
- Google Search firefox এ বিল্ট-ইন দেয়া অছে। শুধু এড্রেস বারে লিখুন এবং এন্টার চাপুন।আরও জানতে, ওয়েবে, বুকমার্কে এবং ব্রাউজিং ইতিহাসে অনুসন্ধান নিবন্ধটি দেখুন।
- Gmail Firefox OS এর Email অ্যাপ এ সমর্থন করে। এটি সেটাপ করতে, Firefox OS এর Mail অ্যাপ এ ইমেইল অ্যাকাউন্ট সংযুক্ত করুন নিবন্ধটি দেখুন।
If you are looking to uninstall an app from your Android device follow these steps:
- Launch Firefox for Android.
- Type "about:apps" in the address bar.
- Tap and hold the icon of the app that you want to remove.
- Press .
Marketplace এমন একটি স্থান যা যেকোন ডিভাইস যেখানে Firefox OS, Android এর জন্য Firefox, Firefox চলে তাদের ফিচার অ্যাপ পাওয়া যায়। এটি ব্যাবহার করে আপনি খুব সহজেই আপনার প্রিয় অ্যাপ পাবেন সেই সাথে সাথে নতুন নতুন অ্যাপ দেখতেও পারবেন। সবচেয়ে ভাল ব্যাপারটা হল যে, আপনি যেসকল অ্যাপ ডাউনলোড করছেন বা ক্রয় করছেন সেসকল অ্যাপ বিভিন্ন ধরনের ডিভাইস ও অন্য নানা ধরনের অপারেটিং সিস্টেমে ব্যবহার করা সম্ভব। আরো তথ্যের জন্য দেখুন:
- Firefox OS এর জন্য কিভাবে অ্যাপ ইনস্টল করতে হয়
- Marketplace ব্যবহার করে Android অ্যাপস ইনস্টল করুন
- Marketplace apps for Firefox Desktop
আপনার অ্যাপ একাধিক ডিভাইসে চালানোর জন্য Marketplace এ সাইন ইন করুন
বিনামূল্যের অ্যাপ ডাউনলোড করার জন্য আপনাকে Marketplace এ সাইন ইন করতে হবে না, কিন্তু আপনি যদি কোন অ্যাপ ক্রয় করতে চান তবে আপনাকে সাইন ইন করতে বলা হবে। আপনি যদি মার্কেট প্লেসে সাইন ইন করেন তবে যে সকল অ্যাপ আপনি ডাউনলোড করেছেন ( বিনামূল্যের কিংবা ক্রয়কৃত) সে সকল অ্যাপ আপনার অ্যাকাউন্ট এ যুক্ত হবে। এর ফলে আপনি খুব সহজের সেসকল অ্যাপ অন্য যেকোন ফায়ারফক্স ওএস ডিভাইস কিংবা কোন অ্যান্ড্রয়েড ডিভাইস হতে প্রবেশ করতে পারবেন।
- Marketplace এ সাইন ইন করার জন্য স্ক্রীনের উপরের ডান কোনায় থাকা গিয়ার বাটনে ট্যাপ করুন এবং এরপর
নির্বাচন করুন।
একবার যদি আপনি লগ ইন করেন তাহলে যেকোনসময় আপনি আপনার ডাউনলোড করা অ্যাপগুলো দেখতে পাবেন:
- প্রধান স্ক্রীনের উপরের ডান দিকে থাকা গিয়ার বাটন ট্যাপ করুন এবং তারপর My Apps নির্বাচন করুন।
Marketplace সাইন ইন করার জন্য Firefox Accounts ব্যবহার করে। Firefox Accounts আরও জানতে, Access Mozilla Services with a Firefox Account দেখুন।
The Firefox Marketplace offers you two ways to find apps, you can browse for new apps or you can search for them.
Search
If you want to search for the name of the App that you are looking for you can:
- From the home screen, tap on the magnifying glass
and write your search keywords.
- In any other page, type your search keywords at the top of the screen.
The search function allows you to explore apps using their name or specific keywords. For example, if you search for "game" you can find the list of all the available games.
Browsing
If you decide to browse the Firefox Marketplace to see what's available, you can do so by selecting one of the 6 categories at the bottom of the Home page. Each of them will show you a list of apps that you can download.
You can reduce the selection of apps by taping on the "Filter" button and selecting the topics that you are more interested in.
It possible to customize the view to show screenshots of the apps or show more apps without scrolling. To do so, press the button.
- Open the Firefox Marketplace.
- Tap in the app that you want to report. You can find specific instructions to find any app in the following article: How to navigate and find Apps in the Firefox Marketplace.
- Scroll down to the bottom of the page.
- Press .
- Write your comments in the text box and press .
After being reported, one of the reviewers will check the app and take the required actions.
"Navigate Between Open Applications in Firefox OS" নথিটির কোনো অস্তিত্ব নেই।গোপনীয়তা ও নিরাপত্তা সেটিংস
Table of Contents
Mozilla ওয়েবে আপনার গোপনীয়তা ও নিরাপত্তার ব্যাপারে সচেতন। দেখুন মজিলার গোপনীয়তার নীতি । নিম্নে বর্ণিত ধাপ সমূহ থেকে দেখুন Firefox OS আপনাকে যেভাবে সুরক্ষা প্রদান করে:
আমার Firefox OS ফোনে কিভাবে Do Not Track চালু করব ?
নিম্নের নিবন্ধের লিঙ্ক ক্লিক করে আপনি জানতে পারবেন কিভাবে আপনার Firefox OS ফোনে Do Not Track সুবিধাটি চালু করা যায়।
Firefox OS এ Do not track সুবিধাটি কিভাবে চালু করবেন
আমি কিভাবে Firefox OS এ ফোন লক সুবিধাটি চালু করব?
নিম্নের নিবন্ধের লিঙ্ক ক্লিক করে আপনি জানতে পারবেন কিভাবে আপনার Firefox OS এ ফোন লক সুবিধাটি তৈরি এবং চালু করতে পারবেন।
Firefox OS এ স্ক্রিনলক সেট করা
সিম পিন সুবিধাটি আমি কিভাবে ব্যবহার করব?
নিম্নের নিবন্ধের লিঙ্ক ক্লিক করে আপনি জানতে পারবেন কিভাবে আপনার Firefox OS এ সিম পিন তৈরি এবং চালু করবেন। Firefox OS এ সিম পিন সেট করা
আমি কিভাবে Firefox OS এর ব্রাউজিং ইতিহাস এবং কুকিস অপসারন করব?
ফায়ারফক্স ওএস এ আপনার ব্রাউজিং ইতিহাস ও কুকিস অপসারন করার জন্য নিচের নিবন্ধটি দেখুন:
Firefox OS এর ব্রাউজিং ইতিহাস, কুকিজ এবং সংরক্ষিত তথ্য মুছে ফেলুন।
বেশির ভাগ ওয়েবসাইট তাদের পরিদর্শককে ট্র্যাক বা অনুসরণ করে এবং এই সকল তথ্য অন্য প্রতিষ্ঠানের কাছে বিক্রি অথবা প্রদান করে। এই তথ্যটি বিজ্ঞাপন, পণ্য অথবা সেবা যা আপানকে লক্ষ্য করে বানানো হয়েছে তা দেখাতে ব্যবহার করা হতে পারে। Firefox এ Do-not-track নামক একটি সুবিধা আছে যা আপনি যত ওয়েব সাইট পরিদর্শন করবেন, তাদের বিজ্ঞাপনদাতা, এবং অন্যান্য বিষয় সরবারহকারীদের বলে যে আপনি চান না আপনার ব্রাউজিং আচরন ট্র্যাক করা হোক।
এই সেটিংটি মান্য করা ঐচ্ছিক - সকল ওয়েবসাইট এটি মানতে বাধ্য না। যে সকল ওয়েবসাইট এই সেটিংস মান্য করে তারা অবশ্যই স্বয়ংক্রিয়ভাবে আপনার ব্রাউজিং আচরন ট্রাক করা বন্ধ করে দিবে। এই সুবিধাটি চালু করলে আপনার ওয়েব সাইট লগিন এ কোন সমস্যা হবে না অথবা আপনার ব্যক্তিগত ব্রাউজিং বন্ধ হবে না, যেমন শপিং কার্টের কন্টেন্ট, লোকেশনের তথ্য অথবা লগিন তথ্য।
Do not track সুবিধাটি কিভাবে চালু করব?
Do not track সুবিধাটি পূর্বনির্ধারিত ভাবে বন্ধ থাকে। এটা কে চালু করার জন্য:
- স্ক্রল করুন এবং Settings অ্যাপ্লিকেশানটি খুঁজুন
।
- Do Not Track অপশনের পরের বৃত্ত টি ট্যাপ করুন। ওয়েবসাইট ও এপগুলোকে আদেশ দিন যে আপনি ট্র্যাক হতে চান না।
REDIRECT Firefox OS এ স্ক্রিনলক সেট করা
স্ক্রিনলক সুবিধাটি আপনার ফোনের নিরাপত্তা বৃদ্ধি করে।
Table of Contents
লক সেট করা
- Settings অ্যাপ খুলতে
ট্যাপ করুন।
- ট্যাপ করুন। এ স্ক্রল করে যান এবং
- এই স্ক্রিনে আপনার দুটো বিকল্প থাকবে :
- চালু করতে আপনি যে অপশন চান তার পাশের অথবা ২টা বাটন ট্যাপ করুন।
- - যেটি কোন নিরাপত্তা দেয়না এবং আপনাকে দ্রুত হোমস্ক্রিনে প্রবেশ করতে দেয় ।
- - যেটি আপনাকে চার ডিজিটের পাসকোড সেট করতে দেয়, যা আপনার ফোনকে অবৈধ অনুপ্রবেশ থেকে বাঁচাবে ।
- Settings app খুলতে
ট্যাপ করুন।
- নিচে নামুন এবং ট্যাপ করুন।
- এর ফলে স্ক্রিনে, সুইচটি ট্যাপ করুন যা সক্রিয় করতে আপনার কাছে অপশন আছে যা দিয়ে আপনি (the check mark means it's enabled
) এটি চালু করতে পারবেন:
- - কোন সুরক্ষা নেই, আপনি তারাতারি হোম স্ক্রিন ব্যবহার করতে সক্ষম হবেন।
- - আপনি ৪ ডিজিটের পাস কোড দিতে পারবেন, যা আপনার ফোনকে যা অনুমোদিত নয় তা থেকে সুরক্ষিত রাখবে।
আপনার পাসকোড পরিবর্তন করুন
আপনি যতবার ইচ্ছা আপনার পাসকোড পরিবর্তন করতে পারেন ।
- আপনার পাসকোর্ড পরিবর্তন করতে, lock settings প্যানেলের নিচের
- আপনার পাসকোড দিন, যাতে বুঝা যায় আপনি ডিভাইসে মালিক।
- আপনার নতুন পাসকোড লিখুন।
- শেষ হলে বাটন ট্যাপ করুন।
আপনি যেভাবে চান সেভাবে আপনার পাস কোড পরিবর্তন করতে পারবেন:
- Settings app এ
ট্যাপ করুন , তারপরে ট্যাপ করুন।
- বাটনটি ট্যাপ করুন।
- ডিভাইসটি যে আপনার তা প্রমান করতে আপনার বর্তমান পাস কোডটি দিন।
- আপনার পছন্দমত নতুন পাস কোড টাইপ করুন, তারপরে যখন আপনার শেষ হয়ে যাবে।
SIM PIN
আপনি চাইলে সিম পিন ব্যবহার করে সিম কার্ডে প্রবেশে বাধা দিতে পারেন। যখন চালু থাকবে, রিস্টার্ট দিলেই যে ডিভাইসে সিম কার্ডটি থাকবে তা সিম পিন চাবে।
- একটি SIM PIN সেট করতে, Settings app এ যেতে
ট্যাপ করুন।
- Privacy and Security বিভাগ এ যান।
- ট্যাপ করুন।
- একটি SIM PIN সেট করতে, আপনার সেটিংস খুলতে
ট্যাপ করুন ।
- ট্যাপ করুন , এবং তারপরে ।
- পরবর্তী SIM কার্ড পরিবর্তন করতে
ট্যাপ করুন।
- পরবর্তী স্ক্রিনে আপনার PIN টি দিন, তারপরে ট্যাপ করুন।
সিম পিন সম্পর্কে আরো জানতে Firefox OS এ সিম পিন ঠিক করুন - এই নিবন্ধটি পড়ুন ।
আপনি আপনার সিম কার্ডের প্রবেশাধিকার সিমিত করতে সিম পিন যুক্ত করতে পারেন। এটি যখন চালু থাকবে, সিম কার্ড যুক্ত কোন ডিভাইস আপনাকে শুরুর সময় পিনের জন্য অনুরোধ করবে।
সিম পিন সেট করা
সিম পিন সেট করার কাজটি ফোনের সেটিংস বিভাগে গিয়ে করতে হবে।
-
চেপে সেটিংস খুলুন।
- স্ক্রল করে
- সিম পিন চালু করার জন্য, সুইচটি চেপে চালু করুন।
- নীল রঙ মানে হলো
পিনটি চালু রয়েছে।
- আপনাকে ৪-৮ সংখ্যার সিম পিন তৈরী করতে বলা হবে।
- সিম পিন সেট করতে,
সেটিংসে ট্যাপ করুন।
- এ ট্যাপ করুন, তারপরে তে ট্যাপ করুন।
- আপনার পছন্দের সিমের পাশে থাকা সুইচে ট্যাপ করুন
(নীল রঙের মানে হলো এটি সক্রিয় আছে।)
- এরপরের স্ক্রীনে আপনার পছন্দমত ৪-৮ সংখ্যার পিন প্রবেশ করান, এরপর বাটনে ট্যাপ করুন।
পিন পরিবর্তন করা
সিম পিন পরিবর্তন করার জন্য, আপনার পুনরায় সেটিংস এর পূর্বের জায়গায় যেতে হবে কিন্তু নিম্নোক্ত কাজগুলো করতে হবেঃ
-
বাটনটি চাপুন। - নতুন একটি সিম পিন লিখুন।
সিম পিন পরিবর্তন করার জন্য, আপনার পুনরায় সেটিংস এর পূর্বের জায়গায় যেতে হবে কিন্তু নিম্নোক্ত কাজগুলো করতে হবেঃ:
- সক্রিয় সিমের নিচে থাকা বাটনটিতে ট্যাপ করুন।
- নতুন একটি সিম পিন লিখুন।
মানুষের হাতে প্রকৃত অর্থে অ্যান্ড্রয়েডের Firefox কেমন কাজ করছে, তা জানতে পারাটা মজিলার ইঞ্জিনিয়ারদের জন্য খুবই সহায়ক । আর কর্মক্ষমতা এবং ব্যবহারের তথ্য পাঠিয়ে এই কাজটিই করে দেয় টেলিমেট্রি ফিচার । ফায়ারফক্স ব্যবহারের সময় টেলিমেট্রি ফিচারটি মেমোরি দখল, সাড়াদানের সময় এবং ফিচার ব্যবহারের মত অ-ব্যক্তিগত তথ্য পরিমাপ ও সংগ্রহ করে । তারপর দৈনিক ভিত্তিতে এসব তথ্য Mozilla তে পাঠানো হয়, যাতে Firefox এর মাধ্যমে আমরা আপনাকে আরো ভালো সেবা দিতে পারি ।
Firefox এ এমন একটি Crash Reporter সুবিধা আছে যে Firefox অনাকাঙ্খিতভাবে বন্ধ হয়ে গেলে তা আপনাকে সতর্ক করবে, এবং এই তথ্য ইঞ্জিনিয়ারদের কাছে পাঠাতে সাহায্য করবে।
কী ধরনের তথ্য সংগ্রহ করা হয় এবং কীভাবে তা ব্যবহার করা হয়, এ সম্পর্কে বিস্তারিত জানতে privacy policy দেখুন ।
কীভাবে আমি পারফরম্যান্স ডেটা প্রেরণের ফিচারটি চালু বা বন্ধ করতে পারি ?
আপনি সেটিংস থেকে খুব সহজেই ফিচারটি চালু বা বন্ধ করতে পারেন :
- পর্দার একদম নিচের প্রান্তে আর নয়তোবা উপরের-ডান দিকের কোনায়) ট্যাপ করুন (আপনাকে প্রথমে হয়তো স্পর্শ করতে হবে) । ট্যাপ করে (হয়
- এরপর ট্যাপ করুন এবং ডেটা পছন্দ অংশে Telemetry এর পাশের বক্সটি নির্বাচন অথবা অনির্বাচন করুন ।
- ক্রাশ প্রতিবেদন Mozilla কে পাঠাতে Crash Reporter এর পাশের বক্স টিক চিহ্ন দিন অথবা উঠিয়ে ফেলুন।
- পর্দার একদম নিচের প্রান্তে আর নয়তোবা উপরের-ডান দিকের কোনায়) ট্যাপ করুন (আপনাকে প্রথমে হয়তো স্পর্শ করতে হবে) । ট্যাপ করে (হয়
- এরপর ট্যাপ করে Telemetry এর পাশের বক্সটি নির্বাচন অথবা অনির্বাচন করে দিন ।
মৌলিক সেটিংস
"How to connect to Wi-Fi on Firefox OS" নথিটির কোনো অস্তিত্ব নেই।
The Usage app on Firefox OS lets you keep track of mobile data you're using every month.
Table of Contents
- Usage App চালু করতে
আইকনটি ট্যাপ করুন।
- ব্যবহৃত ডাটার পরিমাণ দেখা যাবে।
- Usage এর কন্ট্রোল পরিবর্তন অথবা পুনঃনির্ধারন করার জন্য, উপরের ডান পাশের
আইকনে ট্যাপ করুন।
- রিসেট বাটন ট্যাপ করে ডাটা পরিষ্কার করে ফেলুন এবং আবার নতুন করে আপনার ব্যবহার অনুসরণ করা শুরু করুন।
View your current usage
- Tap
to open the Usage app.
- If you are opening the Usage app for the first time, it will prompt you to set your preferences. Otherwise, you'll see a graph of your current mobile data and Wi-Fi usage.
Receive usage alerts
Set a usage limit and receive alerts if you reach it.
- Tap
to open the Usage app.
- Tap the settings gear on the upper right corner of the screen.
- To receive alerts, tap the switch next to Data use alert to turn it on:
.
- মেনু ট্যাপ করুন When use is above করতে এবং লিমিট এ যান।
- Tap to save your changes.
আপনার ব্যবহার করা রিপোর্ট পরিস্কার করতে
আপনার ব্যবহার করা রিপোর্ট পরিস্কার করতে যখন আপনি একটি নতুন বিলিং চক্র শুরু করবেন:
- ব্যবহার করা অ্যাপ খুলতে
খুলুন।
- Tap the settings gear on the upper right corner of the screen.
- বাটনটি ট্যাপ করুন।
- To clear your usage automatically, scroll down to the Phone and Internet data report section and choose how often you want to clear your usage (monthly or weekly).
- Starting on মেনুতে, select a recurring day that you'd like to clear your data.
- আপনার পরিবর্তনগুলো সংরক্ষণ করতে করুন।
ব্যাটারি লেভেল দেখতে:
-
আইকনে ট্যাপ করে সেটিংস অ্যাপ চালু করুন।
- নিচের দিকে স্ক্রল করে ডিভাইস বিভাগে আসুন এবং বাটনে ট্যাপ করুন।
- এই মুহূর্তের ব্যাটারি লেভেল শতকরা হারে দেখতে পাবেন।
বর্তমান ব্যাটারি লেভেলের নিচে, Power save mode নামের একটি অপশন দেখতে পারবেন। ব্যাটারি পাওয়ার সংরক্ষন সম্পর্কে আরও জানতে এই নিবন্ধটি দেখুন।
- সেটিংস অ্যাপ্লিকেশন খুলুন
।
- আপনি না দেখা পর্যন্ত নিচের দিকে স্ক্রল করতে থাকুন । এই দৃশ্যটি আপনাকে বাম দিকে অবশিষ্ঠ ব্যাটারি লাইফ দেখা
ব্যাটারি পাওয়ার সংরক্ষণ করা সম্পর্কে আরো জানতে অনুগ্রহ করে এই নিবন্ধটি দেখুন।
ব্লুটুথ হল স্বল্প দুরত্বে তথ্য আদান-প্রদানের জন্য একটি তারবিহীন যোগাযোগ ব্যবস্থা । এই নিবন্ধের মাধ্যমে কীভাবে আপনার ফায়ারফক্স ওএস ডিভাইসে এটি চালু করে সহজে ফাইল শেয়ার করা যায়, তা জানতে পারবেন ।
Table of Contents
ব্লুটুথ চালু করা
- আপনার ডিভাইসে সেটিংস অ্যাপটি চালু করুন ।
- Network & Connectivity শাখার নিচ থেকে Bluetooth সিলেক্ট করুন ।
ডিভাইসের নাম পাল্টানো
অন্য ডিভাইসে দেখা যাওয়ার জন্য আপনি আপনার ডিভাইসের একটি নাম দিতে পারেন ।
- ব্লুটুথ সেটিংস স্ক্রিন থেকে ট্যাপ করুন ।
- নতুন নাম লিখে
- Visible to all এর নিচে নতুন নামটি দেখা যাবে ।
ট্যাপ করুন ।
ব্লুটুথ ডিভাইস জোড় করা
- যে ডিভাইসটি আপনার ফায়ারফক্স ওএস ডিভাইসের সাথে জোড় করাতে চান, তাকে অন্য ডিভাইসে দৃশ্যমান করুন ।
- আপনার ফায়ারফক্স ওএস ডিভাইসের ব্লুটুথ সেটিংস স্ক্রিন থেকে Devices in the area শাখার নিচ থেকে অন্য ডিভাইসের নামটি নির্বাচন করুন ।
- তালিকায় আপনার কাঙ্খিত ডিভাইসের নাম না থাকলে ক্লিক করে খুঁজতে পারেন ।
- উভয় ডিভাইসে প্রদর্শিত পিন একই কিনা নিশ্চিত করুন এবং ট্যাপ করুন ।
ব্লুটুথে ফাইল আদান প্রদান
অন্য ডিভাইসে ফাইল পাঠানো
- আপনার ফায়ারফক্স ওএস ডিভাইস অন্য ডিভাইসটির সাথে জোড় আছে কিনা নিশ্চিত হয়ে নিন ।
- যে ছবি বা ভিডিও পাঠাতে চান, তা খুঁজে বের করুন ।
- স্ক্রিনের নিচ থেকে Share ট্যাপ করে Bluetooth Transfer নির্বাচন করুন ।
- যে জোড়কৃত ডিভাইসে পাঠাতে চান, তা চিহ্নিত করে ট্যাপ করুন ।
- অন্য ডিভাইস থেকে ফাইলটি গ্রহন করুন ।
- প্রেরণ সম্পন্ন হলে একটি File sent বার্তা পাবেন ।
ফাইল গ্রহণ
- ব্লুটুথ সেটিংস থেকে আপনার ফায়ারফক্স ওএস ডিভাইস Visible to all কিনা দেখে নিন ।
- অন্য ডিভাইস থেকে ব্লুটুথে ফাইলটি পাঠান ।
- আপনার ফায়ারফক্স ওএস ডিভাইসের উপরে আসা Receive file? বার্তাটি ত্যাপ করুন ।
- লাল রঙের
- ট্রান্সফার সম্পন্ন হলে একটি File received বার্তা পাবেন ।
ক্লিক করে ফাইল গ্রহণ শুরু করুন ।
- Notifications appear at the top of your home screen and on the lock screen.
- To open the Notifications tray, pull down from the top of your home screen.
- To view a notification, tap it.
- Tap to remove all notifications from the screen.
==Airplane Mode কী==
Airplane Mode হলো Firefox OS পাওয়া যায় এমন একটি সুবিধা যার সাহায্যে আপনি আপনার ডিভাইসের সকল ওয়্যারলেস সংযোগকে সাময়িক সময়ের জন্য বিচ্ছিন্ন করতে পারেন।এই সুবিধাটি মূলত এয়ারপ্লেনে থাকাকালীন সময় বেশি ব্যবহার হয় কেননা ফ্লাইটের সময় সকল সেলুলার সংযোগ বন্ধ করা দরকার হয়ে পড়ে। এটা আপনার ডিভাইসের ব্যাটারি বাঁচানোর কাজেও ব্যবহার করা যেতে পারে এমনকি আপনি যদি চান , আপনার সকল ওয়্যারলেস সংযোগকে একটি বাটনের সাহায্যে নিষ্ক্রিয় করতে চান , তাহলেও এটি ব্যবহার করতে পারেন।
Airplane Mode থাকা অবস্থায় আমি কি করতে পারি?
আপনি Airplane Mode থাকা অবস্থায় ফায়ারফক্স ওএস ব্যবহার করা চালিয়ে যেতে পারেন।আপনি চাইলে এয়ারপ্লেন মোডে থাকা অবস্থায় ওয়াই-ফাই এবং ব্লুটথ ও চালু করতে পারেন। শুধু এয়ারপ্লেন মোডে থাকা অবস্থায় ওয়্যারলেস কানিক্টিভিটি ব্যবহার করতে গেলে আপনাকে এরর বার্তা দেখাবে।
আমি কীভাবে এয়ারপ্লেন মোড সক্রিয়/নিষ্ক্রিয় করবো?
Airplane Mode সক্রিয় করতে, প্রথমে উপরে থাকা নোটিফিকেশন বার ট্যাপ করুন এবং এটিকে ধরে রেখে নিচে নামান।
যখন নোটিফিকেশন বার সম্পূর্ণ রূপে দৃশ্যমান হবে , তখন নোটিফিকেশন বারে থাকা এয়ারপ্লেন মোড চালু করতে এয়ারপ্লেন মোড আইকনটিতে স্পর্শ করুন।
একবার সক্রিয় হয়ে গেলে, আপনি আপনার স্ক্রিনের উপরের স্ট্যাটাস বারে এরোপ্লেন আইকন দেখতে পাবেন।
যখন আপনি Airplane Mode নিষ্ক্রিয় করতে চাইবেন, তখন আগের মত নোটিফিকেশন বারটিকে নিচে নামিয়ে Airplane Mode আইকনের উপর ট্যাপ করুন , এয়ারপ্লেন মোড নিষ্ক্রিয় হয়ে যাবে।আপনার ডিভাইস তখন সকল ওয়্যারলেস নেটওয়ার্কের সাথে সংযুক্ত হওয়ার চেষ্টা করতে থাকবে এবং কয়েক মিনিটের মধ্যেই ব্যবহারের উপযোগী হয়ে উঠবে।
- স্ক্রীণের উপর থেকে নোটিফিকেশন বার নিচে স্লাইড করুন
- এয়ারপ্লেন মোড সক্রিয় করতে এয়ারপ্লেন আইকনটিতে টিপ দিন। সক্রিয় হওয়ার পর আইকনটির রঙ নীল হয়ে যাবে:
।
- এয়ারপ্লেন মোড নিষ্ক্রিয় করতে এয়ারপ্লেন আইকনে আবার চাপ দিন। নিষ্ক্রিয় হওয়ার পর আইকনটির রঙ সাদা হয়ে যাবে:
। স্বল্প সময়ের মধ্যেই আপনার যন্ত্র পুনরায় সংযুক্ত হওয়া শুরু করবে।
Firefox OS has a notifications system, so you have an easy way to access missed calls, voicemail, SMS text messages and any other activities on your phone.
The following screencast tutorial will show you how to pull down the notification tray to access voicemail and your missed call log.
Firefox OS একটি গৌণ ফিচার যা মেমরি খরচ, অ্যাপ্লিকেশনের কর্মদক্ষতা এবং ফিচার ব্যবহারের মত অ-ব্যক্তিগত তথ্য পরিমাপ করতে পারে। ইহা একটি দৈনিক ভিত্তিতে Mozillaকে তথ্য প্রেরণ করে এবং আমাদের বাগ চিহ্নিত করতে এবং কর্মদক্ষতা বৃদ্ধিতে সাহায্য করে।
কিভাবে আমি Telemetry চালু অথবা বন্ধ করব?
- Settings এপ্লিকেশন খুলতে এইখানে
ট্যাপ করুন।
- বাটনে ট্যাপ করুন তাহলে সেটিং উইন্ডো প্রদর্শিত হবে।
- Telemetry চালু অথবা বন্ধ করতে
নীল রঙের আইকনটি দেখলে বুঝবেন Telemetry সক্রিয় অবস্থায় রয়েছে ।
বাটনে ট্যাপ করুন।
- Settings এপ্লিকেশন খুলুন
।
- পর্দার নীচে স্ক্রোল করুন এবং ট্যাপ করুন।
- Telemetry চালু অথবা বন্ধ করতে (একটি চেক চিহ্ন মানে এটা চালু ।) এর পরবর্তী বাক্স ট্যাপ করুন।
Word suggestions is a feature of Firefox OS which can predict and suggest words as you are typing. We will show you how to enable the "Word suggestion" feature.
How to enable Word Suggestions
- Launch the "Settings" application on your phone by tapping
.
- Scroll down the menu to the "Personalization" section, find
and tap it.
- Check the "Word Suggestion" option:
অগ্রবর্তী সেটিংস
"Change the default language on Firefox OS" নথিটির কোনো অস্তিত্ব নেই।
আপনি খুব সহজেই আপনার ভাষার জন্য কীবোর্ড লেআউট পরিবর্তন করতে পারেন এবং শব্দ, ভাইব্রেশন, স্বয়ংক্রিয় সংশোধন ও শব্দ সাজেশন সেটিংস পরিবর্তন করতে পারেন। আমরা আপনাকে দেখিয়ে দেবো এই অপশনগুলো কোথায় খুজে পাবেন, এবং কিছু টিপস দিবো যা আপনার ডিভাইসে টাইপ করা সহজ করে দিবে।
Keyboard settings খুলুন
- Settings অ্যাপ খুলুন।
- স্ক্রল করে Personalization বিভাগে যান এবং Keyboard নির্বাচন করুন।
- কীবোর্ড সেটিংস স্ক্রিনে আপনি শব্দ চালু করতে পারবেন, ভাইব্রেশন, স্বয়ংক্রিয় সংশোধন এবং শব্দ সাজেশন অপশন পাবেন। এছাড়াও আপনি যে কীবোর্ড লেআউটটি চান তা নির্বাচন করতে পারবেন।
কীবোর্ড পরামর্শ
- কীবোর্ডে enable all capitals করতে শিফট কী টি দু'বার চাপুন। এটি নীল রঙের হয়ে যাবে।
- alternate or accented characters এর জন্য একটি কী চেপে ধরে রাখুন।
- আপনার যদি Word suggestion চালু করা থাকে তবে, আপনি কীবোর্ড উপরের ট্রে-তে প্রস্তাবিত শব্দগুলো থেকে দ্রুত টাইপ করতে পারেন।
- আপনার যদি Auto correction চালু করা থাকে, তবে ভুল বানানে শব্দ লিখে স্পেস বার চাপলে স্বয়ংক্রিয়ভাবে হাইলাইট করা সঠিক বানানের সাজেশনে শব্দটি নির্বাচিত হয়ে যাবে। কোন অটো কারেকশন বাতিল করতে, শুধুমাত্র ব্যাকস্পেস চাপুন। নোট: এই সুবিধাটি ফায়ারফক্স ওএস এর ১.১ এবং নতুন সংস্করণে পাওয়া যাবে। Firefox OS এর কোন সংস্করণটি ব্যাবহার করছেন তা আপনি জানেন না? এখানে দেখুন কিভাবে খুজতে হয়।
কীবোর্ড সেটিংস চালু করুন
অন্য ভাষার জন্য কীবোর্ড যুক্ত করতে অথবা শব্দ বা অটো কারেকশন পরিবর্তন করতে চান? তাহলে সেটি করতে পারবেন এখানেই।
আরো ভাষা যোগ করুন
- Settings অ্যাপ চালু করুন।
- Personalization বিভাগে গিয়ে Keyboards চাপুন।
- Select keyboards নির্বাচন করুন।
- যে ভাষাগুলো চাচ্ছেন সেগুলোর প্রত্যেকটির পাশে টিক চিহ্ন দিন।
- পূর্বের স্ক্রীণে ফিরত যেতে উপরে বাম কোণায় তীর চিহ্নে টিপ দিন। আপনার পরিবর্তনগুলো স্বয়ংক্রিয়ভাবে সেভ হয়ে যাবে।
নতুন ওয়ালপেপার যোগ করে আপনার Firefox OS ডিভাইসকে আরও আপন করে তুলুন। চলুন দেখা যাক কিভাবে আপনি সহজেই ব্যাকগ্রাউন্ডের ছবি পাল্টাতে পারবেন যেটি লক স্ক্রিন ও হোম স্ক্রিন উভয় জায়গাতেই ব্যবহৃত হবে।
- একটি পপ-আপ মেনু না আসা পর্যন্ত হোম স্ক্রিনের ফাঁকা স্থানে ট্যাপ করে ধরে রাখুন।
- এখান থেকে Change Wallpaper নির্বাচন করুন।
- Select from মেনু আসবে।
- Select from ফর্মে যেখান থেকে আপনি নতুন ওয়ালপেপার আনতে চান সেটি নির্বাচন করুন:
- Wallpaper: আপনি আগে থেকে দেওয়া সুদৃশ্য ছবিগুলোর একটি নির্বাচন করতে পারবেন।
- Gallery: আপনি আপনার গ্যালারিতে থাকা যেকোন ছবি নির্বাচন করতে পারবেন।
- Camera: আপনি ক্যামেরা থেকে একটি ছবি তুলে সেটিকে ওয়ালপেপার হিসেবে ব্যবহার করতে পারবেন।
- একটি পপ-আপ মেনু না আসা পর্যন্ত হোম স্ক্রিনের ফাঁকা স্থানে ট্যাপ করে ধরে রাখুন।
- ট্যাপ করুন।
- Select from ফর্মে যেখান থেকে আপনি নতুন ওয়ালপেপার আনতে চান সেটি নির্বাচন করুন:
- Wallpaper: আপনি আগে থেকে দেওয়া সুদৃশ্য ছবিগুলোর একটি নির্বাচন করতে পারবেন।
- Gallery: আপনি আপনার গ্যালারিতে থাকা যেকোন ছবি নির্বাচন করতে পারবেন। পরামর্শ:Gallery ঐসব ছবি লোড করবে যেগুলো আপনি ক্যামেরা দিয়ে তুলেছেন সেই সাথে যে ছবিগুলো আপনি ব্রাউজার ব্যবহার করে গ্যালারিতে ছবি ডাউনলোড করতে পারবেন। অথবা transferred from your computer।
- Camera: আপনি ক্যামেরা থেকে একটি ছবি তুলে সেটিকে ওয়ালপেপার হিসেবে ব্যবহার করতে পারবেন।
How Do I Control Cellular and Data Connections and Settings?
Enable or disable your data connection by using the settings application or the notification tray.
- Tap
and choose Cellular & Data.
- Carrier, data, roaming, and advanced settings information will appear.
- Enable or disable your data connection and data roaming settings by tapping the button.
- Use Advanced Settings to set up or change your network provider.
আমি কিভাবে স্ক্রিনের উজ্জ্বলতা স্বয়ংক্রিয় ভাবে কিংবা নিজ থেকে নিয়ন্ত্রণ করব?
Settings অ্যাপ্লিকেশন এর Display ফাংশন ব্যবহার করে স্ক্রিনের উজ্জ্বলতার সামঞ্জস্য করা যায়।
-
আইকনটি ট্যাপ করুন এবং Display নির্বাচন করুন।
- আপনি যদি আপনার ডিভাইসের স্ক্রীনের উজ্জ্বলতা স্বয়ংক্রীয়ভাবে পরিবর্তিত হোক চান তবে "Adjust Automatically" বাটনটিতে নির্বাচন চিহ্ন দিন।
- নিজে নিজে উজ্জ্বলতা নিয়ন্ত্রন করার জন্য, "Adjust Automatically" এর পাশে থাকা চিহ্নটি উঠিয়ে দিন এবং স্লাইডটি ব্যবহার করে উজ্জ্বলতা বৃদ্ধি ও হ্রাস করুন।
- কাজ শেষ হয়ে গেলে পেছন বাটনটি চেপে ফিরে আসুন।
রিংগার, শব্দ এবং ভাইব্রেশান সেটিংস পরিবর্তন
দ্রুত আপনার পছন্দ অনুসারে শব্দের সেটিংস পরিবর্তন করুন ।
Table of Contents
Settings অ্যাপ্লিকেশনে শব্দের সকল অপশন খুঁজে পান
শব্দ সেটিংস পর্দা আপনাকে ভাইব্রেশন , রিঙ্গার সেট এবং নোটিফিকেশন ভলিউম, সেট অ্যালার্ম ভলিউম, রিঙ্গার এর মধ্যে টগল করতে দিবে এবং সতর্কতা শব্দ পরিবর্তন এবং কীপ্যাড, ক্যামেরার শাটার , মেসেজ পাঠানো এবং আনলকিং শব্দ ওন এবং ওফ করতে দিবে ।
- অ্যাপ্লিকেশন সেটিংস খুলুন, নিচে ক্রোল করুন Personalization অধ্যায়ে এবং ট্যাপ করুন ।
একটি নতুন রিংটোন বা সতর্কতা শব্দ বাছাই করুন
- শব্দ সেটিংস পর্দায়,
- প্রিভিউর জন্য তালিকা থেকে একটি রিংটোন বা সতর্কতা শব্দ ট্যাপ করুন ।
- শব্দটি নির্বাচন করার জন্য এর ডানদিকের বৃত্তটি ট্যাপ করুন ।
- এরপর ট্যাপ করুন ।
ইনকামিং কল নীরব করুন
একটি মিটিং বা একটি সিনেমা থিয়েটারে থাকার সময়ে আপনার ফোনটি দ্রুত নীরব করুন
- ফোন মেনু আনতে দুই সেকেন্ড পাওয়ার বাটনটি চেপে ধরে রাখুন ।
-
- আবার ইনকামিং কল এর রিং এর জন্য , ফোন মেনু এনে নির্বাচন করুন ।
নির্বাচন করুন
সমস্যা সমাধান
এই নিবন্ধটি আপনার ডিভাইস বা কোন অ্যাপের বিভিন্ন সমস্যা সমাধান করতে সাহায্য করবে।
Table of Contents
থেমে থাকা বা অসাড় অ্যাপ বন্ধ করা
অ্যাপ সুইচার ব্যবহার করে আপনি সহজেই কোন অ্যাপ বন্ধ করতে পারেন।
- ডিভাইসের নিচে হোম বাটনটি প্রেস করে ধরে রাখুন।
- অ্যাপ সুইচারটি দেখা যাবে যেখানে আপনার চালু করা অ্যাপগুলোর ইমেজ থাকবে।
- ইমেজগুলো সোয়াইপ করে আপনার কাঙ্ক্ষিত অ্যাপটি খুঁজে বার করুন যেটি আপনি বন্ধ করতে চান (যদি একটির বেশি অ্যাপ খোলা থাকে)।
- অ্যাপটি বন্ধ করতে উপরে সোয়াইপ করুন বা ইমেজেটির উপরের বাম কোণায়
- আবার হোম স্ক্রীনে ফিরে যেতে হোম বাটনটি ট্যাপ করুন।
আরও জানতে কিভাবে অ্যাপ অদল-বদল বা বন্ধ করবেন দেখুন।
App Switcher এর মাধ্যমে আপনি সহজে অ্যাপ বন্ধ করতে পারবেন।
- আপনার ডিভাইসে হোম বাটনটি প্রেস করে ধরে রাখুন।
- App Switcher আপনার চলমান অ্যাপ গুলো ছবি আকারে দেখাবে।
- যদি আপনার আরও অ্যাপ খোলা থাকে, তাহলে যতক্ষণ পর্যন্ত না আপনি আপনার কাঙ্খিত অ্যাপটি না পাচ্ছেন সোয়াইপ করতে থাকুন।
- উপরে বাম পাসে
- হোম স্ক্রিনে ফিরে আসতে হোম বাটনটি ট্যাপ করুন।
আরও তথ্য জানতে, কিভাবে অ্যাপ অদল-বদল বা বন্ধ করবেন দেখুন।
নিশ্চিত করুন যে আপনি ইন্টারনেটের সাথে সংযুক্ত
কিছু অ্যাপ চালানোর জন্য ডাটা কানেকশন প্রয়োজন। আপনার Wi-Fi বা ডাটা কানেকশন নিশ্চিত করন এবং আবার চেষ্টা করুন।
- স্ক্রীনের ওপর থেকে নোটিফিকেশন ট্রে টেনে নিচে নামান।
- যদি Wi-Fi বা ডাটা কানেকশন আইকনটি নীল না থাকে, তাহলে তা ট্যাপ করে সংযুক্ত করুন।
আরও জানতে সংযুক্ত হন - ওয়াই-ফাই ও সেলুলার সংযোগে যুক্ত হন দেখুন।
হালনাগাদ পরীক্ষা করা
এভাবে নিজ থেকে সিস্টেম এবং অ্যাপ হালনাগাদ পরীক্ষা করতে হয়:
- আপনার ডিভাইসে Settings অ্যাপ অন করুন।
- নিচে নেমে Device অংশে যান এবং Device information নির্বাচন করুন।
- ডিভাইস ইনফর্মেশন স্ক্রীনে নিচে Software updates অংশে যান এবং ট্যাপ করুন।
আরও জানতে আমি কিভাবে ফায়ারফক্স ওএস এর হালনাগাদ খুঁজে বের করব এবং তাদেরকে ইনস্টল করব? দেখুন
ডিভাইস পুনরায় চালু করা
দ্রুত পুনরায় চালু করা অনেক সমস্যার সমাধান করতে পারে।
- আপনার Firefox OS ডিভাইস রিস্টার্ট করতে, পাওয়ার বাটনটি চেপে ধরে রাখুন এবং মেন্যু থেকে নির্বাচন করুন।
যদি আপনার ডিভাইস অসাড় হয়ে থাকে এবং রিস্টার্ট করা না যায়, তাহলে হার্ড রিস্টার্ট করুন।
- ডিভাইসের ব্যাটারি কভার খুলুন।
- ব্যাটারি খুলে রিপ্লেস করুন।
- ব্যাটারি কভার আবার লাগান।
- ডিভাইসটি অন করতে পাওয়ার বাটন ধরে রাখুন।
আপনার Firefox OS ডিভাইস পুনরায় চালু করতে, পাওয়ার বাটন প্রেস করুন এবং ধরে রাখুন মেনু থেকে
নির্বাচন করুন। আপনার ডিভাইস কাজ না করলে, অন্য উপায়ে চেষ্টা করুন:- ডিভাইসের ব্যাটারির কভার খুলুন।
- খুলুন এবং পুনরায় ব্যাটারিটি লাগান।
- ব্যাটারির কভার আবার লাগান।
- ডিভাইস অন করতে পাওয়ার বাটনটি চেপে ধরুন।
আপনার ডিভাইস রিসেট করা
- আপনার ডিভাইসে Settings অ্যাপ খুলুন।
- Device বিভাগের নিছে নামুন এবং নির্বাচন করুন।
- Device information স্ক্রিনে ট্যাপ করুন।
- বাটনটি ট্যাপ করুন এবং এরপর ট্যাপ করুন।
আপনার ক্রয় করা যেকোন অ্যাপ পুনরায় ইনস্টল করতে Marketplace এ সাইন ইন করুন এবং My Apps সেকশনে দেখুন। আরও জানতে Marketplace কী দেখুন।
- আপনার ডিভাইসে Settings app খুলুন।
- Device বিভাগের নিছে নামুন এবং নির্বাচন করুন।
- Device information ইস্ক্রিনে, ট্যাপ করুন।
- বাটনটি ট্যাপ করুন এবং তারপরে ট্যাপ করে নিশ্চিত করুন।
আপনার ক্রয় করা যেকোন অ্যাপ পুনরায় ইনস্টল করতে Marketplace এ সাইন ইন করুন এবং My Apps সেকশনে দেখুন। আরও জানতে Marketplace কী দেখুন।
আপনি যদি আপনার ডিভাইসটি স্বাভাবিকভাবে রিসেট করতে না পারেন, তাহলে আপনি যা করতে পারেন তা হলো হার্ড রিসেট।
- আপনার ডিভাইসটি অফ কিনা দেখুন। যদি অফ স্বাভাবিকভাবে অফ করতে না পারেন, তাহলে ব্যাটারি খুলে আবার লাগান।
- পাওয়ার বাটন, ভল্যুম আপ এবং হোম বাটন একসাথে চেপে ধরুন যতক্ষন না রিসেট স্ক্রীনটি দেখা যায়।
- আপনার ডিভাইসটি রিসেট করতে ভল্যুম আপ প্রেস করুন।
এছাড়াও অন্য বিষয়ে সাহায্য পেতে ও পরামর্শ দিতে
যদি উক্ত ধাপগুলো নিতে আপনাদের কোন সমস্যা হয় বা এগুলো যদি আপনার সমস্যার সমাধান না করে, তাহলে আপনার ডিভাইস যেখান থেকে ক্রয় করেছেন সেখানে যোগাযোগ করুন বা ask our volunteer community for help.
ফায়ারফক্স ওএস-কে আপনার জন্য আরও ব্যবহারোপযোগী করতে মজিলা কম্যুনিটি আপনাদের পরামর্শ ব্যবহার করে থাকে।
আপনাদের মতামত পাঠাতে:
- Settings অ্যাপ ওপেন করুন।
- নিচে স্ক্রল করে Device সেকশনে যান এবং Improve Firefox OS সিলেক্ট করুন।
- এরপর বাটন ট্যাপ করুন।
- Happy বা Sad আইকন ট্যাপ করে ফায়ারফক্স ওএস নিয়ে আপনার অনুভূতি প্রকাশ করুন।
- পরবর্তী স্ক্রিনে আপনার মতামত দিন।
সবশেষে
বাটন ট্যাপ করুন। হয়ে গেছে। ফায়ারফক্স ওএস কে আরও উন্নত করতে আপনি সহায়তা করেছেন।This article gives answers to frequently asked questions about Firefox OS.
Table of Contents
- 1 Chat
- 2 Music & Sounds
- 3 Stability
- 4 Email
- 5 How do I set the Screen Lock?
- 6 Why can't I place Calls or send SMS?
- 7 Why can't I connect to a WiFi Network?
- 8 Why is the Radio not working?
- 9 Why am I not able to take pictures?
- 10 Why won't my applications load?
- 11 Why can I not connect to Websites?
- 12 How do I install an update?
- 13 Why do I not see any data usage on the Usage application?
Chat
How can I get Whatsapp on my Firefox OS device?
Whatsapp is not currently available for Firefox OS, we apologize for this inconvenience. TuMe or Tuenti are alternative apps, or search for Loqui in the Firefox Marketplace. Also, we support Facebook chat by using the Facebook app that is pre-installed on Firefox OS.
Music & Sounds
How do I create a custom ringtone?
v1.01 does not support custom ringtones, we apologize for this missing feature and we are working on developing this in a future release for Firefox OS.
How do I download music from the browser?
v1.01 does not include this feature, but this is fixed in v1.1 which will be made available to our hardware and service partners as soon as it has completed final testing.
Stability
How can I prevent my device from hanging or getting stuck?
If you notice that app are lagging or becoming slow, simply press the power button on the phone and restart the device.
How can I recover from a hang on my phone?
You can recover in several ways, as follows:
- Press and hold the home button, then wait a minute for the device to become active.
- Press and hold the power button on the device and select Restart from the menu.
- Remove the back cover and remove and then re-install the battery to reboot the phone.
What email providers are supported?
Hotmail, Yahoo mail, GMX mail and Gmail are currently supported with more on the way in future releases. Please try to connect your email account even if it is not listed here and then leave us feedback.
Are there any other limitations?
Currently Firefox OS doesn't support copy/paste, sending HTML email, viewing all email accounts at once and attachments. These features are being considered for future releases.
What do I do if my email provider isn't supported?
Please let us know via Ask a New Question. In the meantime, you can use the web browser on Firefox OS and visit your email from there.
How do I set the Screen Lock?
Please see Firefox OS এ স্ক্রিনলক সেট করা for instructions on setting the screen lock on your device.
Why can't I place Calls or send SMS?
There are many reasons why calls or messages cannot be placed/sent.
- Broken, malfunctioning or no SIM card: Please visit the nearest cell phone provider to pick one up.
- Invalid/ incorrect number dialed - Please double check the phone number you have dialed. You can also see Firefox OS এ কল করুন এবং ভয়েসমেইল এক্সেস করুন for tips and tricks.
- Network issues - Please contact your service provider if you believe you are having network issues.
- If you receive an error message like this:
please check that your SIM card is inserted properly and that you are in an area where you are able to have reception.
- If you receive an error message like this:
Why can't I connect to a WiFi Network?
If you need help connecting to a Wi-Fi network, please see সংযুক্ত হন - ওয়াই-ফাই ও সেলুলার সংযোগে যুক্ত হন.
There are many reasons why you are unable to connect to a Wi-Fi network:
- No networks available
- Invalid password/key entered
- WPS button not pressed
- Weak WiFi signal
You can turn Wi-Fi off and back on to see if it helps, and reboot your device.
Why is the Radio not working?
Your radio may not be working because of the following reasons:
- No headset: You must have a headset plugged in for the radio to work. If you have it plugged in, please double check that it is properly inserted and secure.
- No signal: You may not have radio signals around you, therefore the radio will not be playing.
- Wrong radio station: You may be on the wrong radio station channel, please double check the radio station you are on.
You can also try by going to the home screen and open the application switcher to close the radio application.
If that does not help, try rebooting your device.
Why am I not able to take pictures?
You may experience trouble taking pictures because of the following reasons:
- No SD card: remove and replace the SD card to be sure it is inserted correctly for use. Refer to the documentation that came with your device for detailed instructions.
- Low memory space: Your phone may not have enough space to take and store the pictures.
- Malfunction: The camera or phone may be malfunctioning.
Why won't my applications load?
There are many reasons why applications may not be loading when they are tapped on. Here are is what you can try:
- Malfunction: Take the battery out for 15 seconds, then put it back in and turn on the phone.
- Faulty Application: The application may be malfunctioning. Report the application by following the steps in How to report a faulty app in the Firefox Marketplace.
- Low Memory Space: Some applications may require available memory to be able to run. Please check that you have enough storage on the phone.
- Application not installed properly: The application may not have installed properly. Uninstall the application and then install it back. See How To Uninstall An Application on Firefox OS if you need help uninstalling.
- No Network Connection: Some applications may require a network connection, such as WiFi or 3G. Please make sure you are connected to the internet.
Why can I not connect to Websites?
There are many reasons why you are not able to connect to sites using the Firefox browser.
- No Network Connection.
- Network Connection has no data being transferred.
- Glitch
- Software issue(s)
To fix this issue, you can try the following:
- Reboot the device. By turning the phone off, taking out the battery and SIM card and then putting them back in and turning the phone back on may resolve the issue. If this does not resolve your issue, continue reading.
- Clear your browser cookies
- Tap the browser tab to open the sidebar.
- Tap the gear in the upper right to open the browser settings.
- Tap the
and tap to remove all stored private data and cookies.
How do I install an update?
If a software update is available for your device, a notification will appear in the status bar. To download and install an update, complete the following steps:
- Pull down the notification bar from the top of your screen to open the utility tray.
- Tap on the Update notification.
- The details of the available updates appear.
- Tap the update to start downloading it. You must be connected to WiFi to download updates.
- When the download finishes, a screen will appear to indicate that the update is ready to be installed.
- Tap the button to install the updates.
Why do I not see any data usage on the Usage application?
There are many reasons why you are not seeing any data usage in the usage application.
- SIM Card not inserted - a SIM Card must be inserted in order for the Usage application to run.
- Tracking was not enabled
- No data used - it is possible that you did not use any data
- Data Usage was reset - you or somebody who had access to your device may have reset the data causing no usage to appear.
Enable Usage tracking
- Open the Usage application
- Make sure that a checkmark is placed next to what you want to be tracked.
- If tracking was enabled, move on to the next subsection for troubleshooting.
What if I did use data and it's not showing?
- Press and hold the home button.
- Close the Usage application.
- Reopen the Usage applcation and check for results.
- If closing and re-opening did not work, move on to the next subsection.
That didn't work, now what?
- Reboot the device.
- Launch the Usage application and determine if it is now working.
- If rebooting did not work, please move on to the next subsection.
Closing and Rebooting did not work, what next?
- Glitch - there is a possibility due to a glitch that data may not have been tracked. Since you have started using the Usage application now, data should now be tracked.
- Get help from our community support team by clicking here