Firefox Hello - Firefox ব্রাউজার দিয়ে কল প্রেরণ ও কল গ্রহণ

সংস্করণের তথ্য
  • সংস্করণ id: 78719
  • নির্মিত:
  • রচয়িতা: Ashiqur Rahman Amit
  • মন্তব্য: review
  • পর্যালোচনা অবস্থা: হ্যাঁ
  • পর্যালোচনা অবস্থা:
  • পর্যালোচনা করেছেন: amit3333
  • Is approved? হ্যাঁ
  • বর্তমান সংস্করণ? না
  • অনুবাদের জন্য তৈরি: না
সংস্করণের উৎস
সংস্করণের বিষয়বস্তু

WebRTC সেবা সরারসি Firefox থেকে ভিডিও কলিং সমর্থন করে-কোনপ্রকার ডাউনলোড অথবা অ্যাকাউন্ট নিবন্ধনের প্রয়োজন নেই। একজন বন্ধুকে সাথে নিন এবং Firefox WebRTC সেবার উন্নয়ন পরীক্ষায় অংশগ্রহণ করে সাহায্য করুন। এর জন্য একটি মাইক্রোফোন, একটি ওয়েব ক্যামেরা প্রয়োজন হবে (অপশনাল যদি শুধমাত্র অড়িও কল পছন্দ হয়), এবং যদি ফায়ারফক্স বেটা ভার্সন না থাকে, তাহলে এই লিংকে যেয়ে Firefox Beta. ডাউনলোড করা যাবে।

কথা বলার জন্য কাউকে আমন্ত্রণ

  1. Firefox Beta খুলুন।
  2. টুলবার থেকে চ্যাট বাবলে ক্লিক করতে হবে অথবা মেনু প্যানেল থেকে একটি লিংক তৈরি করতে হবে।
    webrtc invite
  3. বন্ধুকে লিঙ্ক ইমেইল করে বা কপি করে আপনার প্রিয় টেক্সট ম্যাসেঞ্জার এর মাধ্যমে পাঠাতে বিল্টইন নিয়ন্ত্রণ ব্যবহার করুন।
  4. বন্ধু যখন লিংকটিতে প্রবেশ করবে এবং কল শুরু করবে, তখন একটি কল নোটিফিকেশন প্রদর্শন হবে:
    webrtc notification
  5. কল গ্রহণ করার জন্য answer button এ ক্লিক করতে হবে।
  6. গোপনীয়তা নিয়ন্ত্রণ ব্যবহারের জন্য webrtc privacy মাইক্রোফোন মিউট করতে হবে অথবা প্রয়োজন অনুযায়ী ক্যামেরা অফ করে রখতে পারেন।
  7. কল শেষ করতে call end এ ক্লিক করতে হবে।
নোটিফিকেশন নিয়ন্ত্রণ: যদি কল গ্রহণ করার জন্য প্রস্তুতি না থাকে, উইন্ডোর নিচে স্ট্যাটাস মেনুতে ক্লিক করুন এবং সকল কলের নোটিফিকেশনের জন্য Do Not Disturb বন্ধ করুন।


webrtc status

আমি একটি আমন্ত্রণ গ্রহণ করেছি। কিভাবে একটি কল শুরু করব?

  1. কল শুরু করার জন্য লিংকে ক্লিক করুন এবং start call webrtc এ প্রেস করুন।
  2. কল করার জন্য মাইক্রোফোন এবং ওয়েব ক্যামেরা অ্যাক্সেস করতে Share Selected Devices এ ক্লিক করে Firefox কে অনুমতি দিতে হবে।
  3. যখন বন্ধু কল গ্রহণ করবে, আপনি অন্যান্য প্রত্যেককে দেখতে ও শুনতে সক্ষম হবেন।
  4. গোপনীয়তা নিয়ন্ত্রণ ব্যবহারের জন্য webrtc privacy মাইক্রোফোন মিউট করতে হবে অথবা প্রয়োজন অনুযায়ী ক্যামেরা অফ করে রখতে পারেন।
  5. কল শেষ করার জন্য, call end এ ক্লিক করতে হবে।


সাহায্য! WebRTC আইকন দেখতে পাচ্ছি না।

যদি WebRTC আইকন দেখা না যায়, কেবল আপনার জন্য সুবিধাজনক একটি স্থানে Customize menu প্যানেলের বাইরে থেকে টেনে আনতে হবে।

  1. ব্রাউজারের ডান কোণায় এর মেনু বাটনে "new fx menu" ছবি বিদ্যমান নয়। এ ক্লিক করতে হবে।
  2. কাস্টমাইজড অপশন দেখতে +Customize এ ক্লিক করুন।
    customize webrtc
  3. টুলবার অথবা মেনু হতে কাস্টমাইজড প্যানেল থেকে ফোন আইকন এ ক্লিক করে টেনে আনতে হবে।
    move phone icon
  4. শেষ করে Exit Customize এ ক্লিক করতে হবে।

এই সুবিধাটি পরীক্ষা করে সহযোগীতা করার জন্য ধন্যবাদ। আপনার অংশগ্রহণই Firefox উন্নয়নে সহযোগীতা করবে।