Firefox Health Report - আপনার ব্রাউজারের কর্মক্ষমতা সম্পর্কে জানুন
সংস্করণের তথ্য
- সংস্করণ id: 59715
- নির্মিত:
- রচয়িতা: Rabbi Hossain
- মন্তব্য: Completed the L10n. Need review. :)
- পর্যালোচনা অবস্থা: হ্যাঁ
- পর্যালোচনা অবস্থা:
- পর্যালোচনা করেছেন: ashickurnoor
- Is approved? হ্যাঁ
- বর্তমান সংস্করণ? না
- অনুবাদের জন্য তৈরি: না
সংস্করণের উৎস
সংস্করণের বিষয়বস্তু
ফায়ারফক্সের কর্মক্ষমতার প্রতিবেতন আপনাকে বিভিন্ন সময়ে ফায়ারফক্সের কর্মক্ষমতা সম্পর্কে জানায়। মজিলা এই ডাটাগুলোর সাহায্যে আপনাকে কিছু অরররথপূর্ন তথ্য এবং টিপস জানায়। আমরা ফায়ারফক্সকে আপনার জন্যে উন্নত করতে প্রত্যেকের এই সকল তথ্যগুলো জমা করে রাখি।
"ApplyToFx" টেম্পলেটটি হয় উপলব্ধ নয় না হয় কোনো অনুমোদিত সংস্করণ নেই।
সূচীপত্র
কিভাবে ফায়ারফক্সের কর্মক্ষমতার প্রতিবেদন দেখবেন
- ফায়ারফক্সের উইন্ডো এর উপরের দিকে থাকা, বাটনে ক্লিক করুন, সাব-মেনুতে যান এ ক্লিক করুন।ফায়ারফক্সের উইন্ডো এর উপরের দিকে থাকা, মেনুতে ক্লিক করুন এবং নির্বাচন করুন।মেনুবার থেকে, মেনুতে ক্লিক করুন এবং নির্বাচন করুন।
ডাটা শেয়ারিং কিভাবে চালু বা বন্ধ করবেন
ডিফল্টভাবে ডাটা শেয়ারিং চালু থাকে। তবে আপনি চাইলে প্রতিবেদনের পেজ থেকে ডাটা শেয়ারিং বন্ধ করতে পারবেন। পেজ এর উপরের ডান কোনায় থাকা
বাটনে ক্লিক করুন। তাহলে, এটি বন্ধ হয়ে যাবে।আপনি চাইলে নিম্নলিখিত পদ্ধতি অনুসরন করেও এটি বন্ধ করতে পারবেন :
- মেনু বাটনে
ক্লিক করে নির্বাচন করুন।
- প্যানেল নির্বাচন করুন।
- ট্যাব নির্বাচন করুন।
- Enable Firefox Health Report এর টিক চিহ্নটি উঠিয়ে দিন।
- "closeoptionspreferences" টেম্পলেটটি হয় উপলব্ধ নয় না হয় কোনো অনুমোদিত সংস্করণ নেই।
যখন আপনি শেয়ারিং বন্ধ করে দিবেন, তখন মজিলা আপনার ব্রাউজার থেকে তথ্য আমাদের সার্ভারে পাঠাবে না। যেসকল তথ্য আমাদের সার্ভারে আছে তা ১৮০ দিনের মধ্যে মুছে যাবে।
যদিও আপনি ডাটা শেয়ারিং বন্ধ করে রেখেছেন, তবুও আপনি ফায়ারফক্সের কর্মক্ষমতার প্রতিবেদন দেখতে পারবেন। তবে, আপনি অন্যান্য ব্রাউজার এর তুলনামূলক তথ্য দেখতে পারবেন না।
Startup Time graph টি কি?
Startup Time by Day নামক গ্রাফচিত্র আপনাকে একেক দিনে আপনার ব্রাউজার চালু হতে কতটুকু সময় নিয়েছিল তা দেখায়। ডিফল্ট (Average) ভিউ, গড় চালু হবার সময়গুলো দেখায়। “All” বাটনে ক্লিক করলে আপনি দিন অনু্যায়ী সকল তথ্য পাবেন। গ্রাফচিত্র থেকে আপনি ৯০ দিকের সকল তথ্য পাবেন।
মূল সংগ্রহকৃত তথ্য কিভাবে দেখব?
Raw Data ট্যাব এ ক্লিক করে আপনি প্রতিবেদনের জন্য সংগ্রহকৃত মূল টেক্সট ফাইলটি দেখতে পারবেন। এটি আপনাকে হুবহু মজিলাকে দেয়া তথ্যগুলো দেখায় (যদি শেয়ারিং চালু থাকে)।