Firefox হ্যাং করেছে অথবা কাজ করছে না - কিভাবে ঠিক করবেন
সংস্করণের তথ্য
- সংস্করণ id: 58617
- নির্মিত:
- রচয়িতা: Ashickur Rahman
- মন্তব্য: done checking, corrtect some error
- পর্যালোচনা অবস্থা: হ্যাঁ
- পর্যালোচনা অবস্থা:
- পর্যালোচনা করেছেন: ashickurnoor
- Is approved? হ্যাঁ
- বর্তমান সংস্করণ? না
- অনুবাদের জন্য তৈরি: না
সংস্করণের উৎস
সংস্করণের বিষয়বস্তু
ফায়ারফক্স যখন হ্যাং করে, তখন আপনার ক্লিক এবং কি-বোর্ডের কাজের কোন সাড়া দেয় না এবং মনে হয় কোন কিছুই করে না। টাইটেল বারে একটি "(Not Responding)" লেখা উঠবে এবং ফায়ারফক্স উইন্ডোতে মাউস এর কার্সর অপেক্ষামান কার্সরের মত দেখাবে।ফায়ারফক্স উইন্ডোতে মাউস এর কার্সর অপেক্ষামান কার্সরের মত দেখাবে। এই নিবন্ধে ফায়ারফক্স হ্যাং করার সময়ের উপর নির্ভর করে এটির সমাধান নিয়ে আলোচনা করা হয়েছে।
- ফায়ারফক্স যদি কম্পিউটারের বেশি রিসোর্স ব্যবহার করতে থাকে, তাহলে সমাধান করার জন্য ফায়ারফক্স অনেক বেশি প্রসেসর ব্যবহার করছে - কিভাবে সমাধান করব এবং ফায়ারফক্স অনেক বেশি র্যাম ব্যবহার করছে - কিভাবে সমাধান করব দেখুন।
- আপনি যদি "Warning: Unresponsive script" এমন বার্তা পান, আনরেস্পনসিভ স্ক্রিপ্ট- এটা কী এবং কিভাবে সমাধান করব দেখুন।
- ফায়ারফক্স যদি অনাকাঙ্ক্ষিতভাবে বন্ধ হয়ে যায়, ফায়ারফক্স ক্রাশ বন্ধ করার উপায় দেখুন।
এই নিবন্ধে বর্ণনা করা নেই এমন কোন কারনে ফায়ারফক্স হ্যাং করে থাকলে, অথবা সমাধান গুলো কাজ না করলে, ফায়ারফক্সের সমস্যার সমাধান করুন দেখুন।
সূচীপত্র
- 1 ফায়ারফক্স এলোমেলোভাবে হ্যাং হলে
- 2 ফ্ল্যাশ ভিডিও চালানো হলে ফায়ারফক্স হ্যাং করে
- 3 ফায়ারফক্স দীর্ঘ সময় চালানোর পর হ্যাং করে
- 4 প্রথম উইন্ডো লোড করার সময় ফায়ারফক্স হ্যাং করে
- 5 ফাইল ডাউনলোড বা ছবি সংরক্ষণ করার সময় ফায়ারফক্স হ্যাং করে
- 6 ফায়ারফক্স হ্যাং যখন ফাইল ডাউনলোড বা ছবি সংরক্ষণ করা হয়
- 7 বন্ধ করার সময় ফায়ারফক্স হাাং করে
ফায়ারফক্স এলোমেলোভাবে হ্যাং হলে
ফায়ারফক্স যদি এলোমেলোভাবে হ্যাং হয় এবং যদি নির্দিষ্ট কাজ করতে ব্যর্থ হয়(যেমন, ফাইল ডাউনলোড করা ফায়ারফক্স বন্ধ করা), এখানের সমাধানগুলো চেষ্টা করুন।
ডাটাবেসে একটি নতুন জায়গা তৈরি করুন
হ্যাং যদি পর্যায়ক্রমিক ভাবে হয়, এটি একটি ক্ষতিগ্রস্থ ডাটাবেসের জন্য হতে পারে। ডাটাবেসে একটি নতুন জায়গা তৈরি, নিচের কাজ গুলো অনুসরণ করুন:
- "ProfileFolder" টেম্পলেটটি হয় উপলব্ধ নয় না হয় কোনো অনুমোদিত সংস্করণ নেই।
মেনু
বাটনে ক্লিক করুন এবং তারপর ExitQuit
এ ক্লিক করুন।
অপেক্ষা করুন যতক্ষণ ফায়ারফক্স বন্ধ না হয়।Firefox মেনুতে
ক্লিক করুন, তারপর এ ক্লিক করুন। স্ক্রিনের উপর Firefox মেনুতে ক্লিক করুন, তারপর Firefox মেনুতে
ক্লিক করুন, তারপর ক্লিক করুন। এ ক্লিক করুন।
- ফায়ারফক্স প্রোফাইল ফোল্ডার এর ভিতরে (যদি থাকে),places.sqlite ফাইল অনুসন্ধান করুন এবং নাম পরিবর্তন করে places.sqlite.old এবং places.sqlite-journal ফাইল অনুসন্ধান করুন এবং নাম পরিবর্তন করে places.sqlite-journal.old দিন।
- ফাইলের নাম পরিবরতন করতে, এটি ডান ক্লিক করুন এবং rename নির্বাচন করুন এটি একবার ক্লিক করুন এবং তারপর মেনু থেকে rename নির্বাচন করুন তাহলে এবং নামের উপর একটি দ্বিতীয়বার সময় ক্লিক করলেই নাম পারিবর্তন করতে পারবেন।
- অবশেষে, ফায়ারফক্স পুনরায় চালু ।
- যখন ফায়ারফক্স চালু হবে তখন একটি নতুন ডাটাবেসে তৈরি করবে। আপনার ব্রাউজিং ইতিহাস হারিয়ে যাবে কিন্তু ফায়ারফক্স স্বয়ংক্রিয়ভাবে সাম্প্রতিক ব্যাকআপ ফাইল থেকে আপনার বুকমার্কগুলি আমদানি করবে।
হার্ডওয়্যার ত্বরণ বন্ধ করুন
কিছু গ্রাফিক্স কার্ড এবং গ্রাফিক্স ড্রাইভারের জন্য, যখন হার্ডওয়্যার ত্বরণ ব্যবহার করলে ফায়ার ফক্স হ্যাং হতে পারে। এটা সমস্যা সমাধান করা হয়েছে কিনা দেখতে হার্ডওয়্যার ত্বরণ আপনি বন্ধ করে নিতে পারেন।
- মেনু বাটনে
ক্লিক করে নির্বাচন করুন।
- প্যানেল নির্বাচন করুন এবং ট্যাব নির্বাচন করুন।
- যখন হার্ডওয়্যার ত্বরণ ব্যবহার করবেন আনচেক করুন।
মেনু
বাটনে ক্লিক করুন এবং তারপর ExitQuit
এ ক্লিক করুন।
Firefox মেনুতে
ক্লিক করুন, তারপর এ ক্লিক করুন। স্ক্রিনের উপর Firefox মেনুতে ক্লিক করুন, তারপর Firefox মেনুতে
ক্লিক করুন, তারপর ক্লিক করুন। এ ক্লিক করুন।
- আপনি যেভাবে ফায়ারফক্স চালু করেন সেভাবে চালু করুন।
যদি সমস্যা বেশি সময় না হয়, তাহলে হার্ডওয়্যার ত্বরণ সমস্যাটির কারন ছিলো। এটি সংশোধিত হয়েছে কিনা তা পরীক্ষা করতে আপনার গ্রাফিক্স ড্রাইভার আপডেট করুন দেখতে পারেন বা হার্ডওয়্যার ত্বরণ বন্ধ করে চালাতে পারেন।
আপনার প্লাগিন ট্রাবলশুট
সাইট যেসকল প্লাগইন বাবহার করে যেমন জাভা,অ্যাডোবি রিডার , বা ফ্ল্যাশ যার জন্য ফায়ারফক্স হ্যাল করতে পারে। প্লাগিন সমস্যার সমাধান এবং প্লাগিন এ জন্য সমস্যা হছে হচ্ছে কিনা, পরীক্ষা করার জন্য এই নিবন্ধ দেখুন।
পুনরুদ্ধারকৃত সেশন ফাইলের কপি মুছে ফেলা
সেশন পুনরুদ্ধার একাধিক কপি থাকলে ফায়ারফক্স হয়তো ধীর কাজ করবে অথবা হ্যাং করবে:
-
আপনার প্রোফাইল ফোল্ডার খুলুন:
মেনু বাটনে ক্লিক করে হেল্প-এ ক্লিক করুন এবং নির্বাচন করুন। মেনু ট্রাবলশুটিং ইনফরমেশন ট্যাব খুলবে। হতে, নির্বাচন করুন।
- Application Basics এর নিচে আপনার প্রোফাইলসহ একটি উইন্ডো খুলবে।আপনার প্রোফাইল ফোল্ডারটি খুলবে। এ ক্লিক করুন।
দ্রষ্টব্যঃ আপনি যদি Firefox চালু বা ব্যবহার করতে না পারেন তবে Finding your profile without opening Firefox দেখুন। -
মেনু
বাটনে ক্লিক করুন এবং তারপর ExitQuit
এ ক্লিক করুন।
Firefox মেনুতে
ক্লিক করুন, তারপর এ ক্লিক করুন। স্ক্রিনের উপর Firefox মেনুতে ক্লিক করুন, তারপর Firefox মেনুতে
ক্লিক করুন, তারপর ক্লিক করুন। এ ক্লিক করুন।
- sessionstore.js অনুসন্ধান করুন এবং যদি কোন কপি, যেমন sessionstore-1.js, sessionstore-2.js থাকে মুছে ফেলুন।
PAC বাস্তবায়ন পরিবর্তন করুন
যদি আপনি প্রক্সি অটো কনফিগ ফাইল (PAC)ব্যবহার করেন, তাহলে ফায়ারফক্স হ্যাং হতে পারে যখন আপনি কোন সাইট খুঁজছেন যার কোন অস্তিত্ব নাই বা আপনি সম্প্রতি তা খোলেননি। আপনি সয়ংক্রিয় প্রক্সি কনফিগারেশন ফাইল ব্যবহার করছেন কিনা নির্ধারণ করুন :
- মেনু বাটনে
ক্লিক করে নির্বাচন করুন।
- আইকন ক্লিক করুন।
- ট্যাব ক্লিক করুন।
- ক্লিক করুন। সংযোগ সেটিংস ডায়লগটি দেখান হবে ।
- যদি Automatic proxy configuration URL নির্বাচন করা থাকে, তাহলে আপনি স্বয়ংক্রিয় প্রক্সি কনফিগারেশন ব্যবহার করছেন । সেটিং অক্ষম করবেন না, যা আপনাকে ইন্টারনেট অ্যাক্সেস করতে প্রতিরোধ করবে। পরিবর্তে, আপনার নেটওয়ার্ক প্রশাসকের কাছে এটি প্রদান করুন।
- ক্লিক করুন।
ফ্ল্যাশ ভিডিও চালানো হলে ফায়ারফক্স হ্যাং করে
ফ্ল্যাশ ভিডিও চালানো হলে ফায়ারফক্স হ্যাং করে দেখুন।
ফায়ারফক্স দীর্ঘ সময় চালানোর পর হ্যাং করে
ফায়ারফক্স আপডেট
সর্বশেষ ফায়ারফক্স সংস্করণ এ মেমরির ব্যবহার উন্নত করা হয়, বিশেষ করে দীর্ঘ সময় এর জন্য। সর্বশেষ সংস্করণে ফায়ারফক্স আপডেট করুন.
ফায়ারফক্স পুনরায় চালু করুন
ফায়ারফক্স দীর্ঘ সময়ের জন্য খোলা থাকলে হ্যাং করতে পারে। সমস্যা সমাধানের জন্য, ফায়ারফক্স পুনরায় চালু করুন।
যদি আপনি সবসময় ই ফায়ারফক্স খুলে রাখেন তাহলে যখন আপনি আবার ফিরে আসবেন তখন আপনি আগের জাগাতেই ফিরে যাবেন,আপনি ফায়ারফক্স এর পুনঃস্থাপন সেশনটি ব্যবহার করতে পারেন। আরও তথ্য জানতে, সেশন পুনঃস্থাপন কনফিগার দেখুন।
প্রথম উইন্ডো লোড করার সময় ফায়ারফক্স হ্যাং করে
সেশন পুনরুদ্ধার গতি বাড়ান
যদি আপনার পুনঃস্থাপন অনেক ট্যাব থাকে, সেই সাইটগুলিতে লোড করার সময় ফায়ারফক্স হ্যাং হতে পারে। নিশ্চিত করুন যে OptionsPreferences উইন্ডো এর Tabs panel of the এ Don't load tabs until selected চেক করা আছে যাতে করে শুধুমাত্র শেষ নির্বাচিত ট্যাব প্রথমে লোড করা হয়। এছাড়াও আপনি ট্যাব দল ব্যবহার করার জন্য চেষ্টা করতে পারেন সুতরাং প্রথম দৃশ্যমান ট্যাব গ্রুপ ওয়েব সাইট গুলর মধে নির্বাআিত হতে পারে।
ফাইল ডাউনলোড বা ছবি সংরক্ষণ করার সময় ফায়ারফক্স হ্যাং করে
ফাইল ডাউনলোড বা ছবি সংরক্ষণ করার সময় ফায়ারফক্স যদি হ্যাল করে, তাহলে এই সমাধানটি চেষ্টা করুন :
ডাউনলোড ইতিহাস মুছে ফেলুন
ডাউনলোড এর ইতিহাস বেশি বড় হলে ফাইল ডাউনলোড করার সময় ফায়ারফক্স হ্যাং হতে পারে। ডাউনলোড এর ইতিহাস মুছে ফেলতে:
- ফায়ারফক্স উইন্ডোর উপরের অংশে, বাটনে ক্লিক করুন ( Windows XP তে মেনু ), এবং ক্লিক করুন মেনু বার এ, মেনুতে ক্লিক করুন , এবং ক্লিক করুনফায়ারফক্স উইন্ডোর উপরের অংশে, । মেনুতে ক্লিক করুন, এবং ক্লিক করুন। ডাউনলোড উইন্ডো খুলবে।
এবং তারপর ক্লিককরুন। লাইব্রেরী উইন্ডো খুলবে।
- ক্লিক করুন। ডাউনলোড ইতিহাস পরিষ্কার হবে। ডাউনলোড ইতিহাস মুছতে ক্লিক করুন
- হাং হওয়া বন্ধ হয়েছে কিনা তা দেখতে কিছু ফাইল ডাউনলোড দিয়ে দেখুন।
একটি ভিন্ন ডাউনলোডের ফোল্ডার নির্বাচন করুন
ফায়ারফক্স হ্যাং যখন ফাইল ডাউনলোড বা ছবি সংরক্ষণ করা হয়
যদি ফায়ারফক্স হ্যাং হয় যখন ফাইল ডাউনলোড বা ছবি সংরক্ষণ করছেন,এই সমাধান টি চেষ্টা করুন :
ডাউনলোড ইতিহাস মুছে ফেলুন
ফায়ারফক্স হ্যাং হতে পারে যখন ফাইল ডাউনলোড করবেন যদি ডাউনলোড এর ইতিহাস বেশি বড় হয় । ডাউনলোড এর ইতিহাস মুছে ফেলতে:
- ফায়ারফক্স উইন্ডোর উপরের অংশে,বাটনে ক্লিক করুন ( মেনু Windows XP তে ), এবং ক্লিক করুন মেনু বার এ, ক্লিক করুন মেনু , এবং ক্লিক করুন ফায়ারফক্স উইন্ডোর উপরের অংশে, এবং ক্লিক করুন। মেনু তে, এবং ক্লিক করুন । ডাউনলোড উইন্ডো খুলবে।
এবং তারপর ক্লিক করুন। লাইব্রেরী উইন্ডো খুলবে।
- ক্লিক করুন। ডাউনলোড ইতিহাস পরিস্কার। ক্লিক করুন ডাউনলোড ইতিহাস মুছতে
- হাং হওয়া বন্ধ হয়েছে কিনা তা দেখতে কিছু ফাইল ডাউনলোড দিয়ে দেখুন।
একটি ভিন্ন ডাউনলোডের ফোল্ডার নির্বাচন করুন
ফায়ারফক্স হ্যাং হতে পারে যদি সর্বশেষ ডাউনলোড ফোল্ডারের অবস্থান (e.g. a shared volume or USB drive) যদি ঠিকমত পাওয়া না যায়। এটা ঠিক করতে :
- মেনু বাটনে
ক্লিক করে নির্বাচন করুন।
- প্যানেল নির্বাচন করুন।
- ডাউনলোড প্যানেলে , Save files to নির্বাচন করুন এবং বাটনে ক্লিক করুন।
- Browse For Folder উইন্ডোতে, ফাইল সংরক্ষণ করার জন্য নতুন ফোল্ডার নির্বাচন করুন।
- 'about:preferences পাতাটি বন্ধ করুন। যে কোন পরিবর্তন স্বয়ংক্রিয়ভাবে সংরক্ষিত হবে।
আপনি এখন ফাইল ডাউনলোড বা ছবি সংরক্ষণ করতে পারছেন কিনা দেখুন । যদি এটা কাজ করে, আপনার ফায়ারফক্স সেটিংস এ যান, যদি আপনার ইছা হয়, এবং
নির্বাচন করুন।ফায়ারফক্স ভাইরাস স্ক্যান বন্ধ করুন
কিছু অ্যান্টিভাইরাস প্রোগ্রাম, যা ফায়ারফক্স কোন ফাইল ডাউনলোড করার পর ভাইরাস স্ক্যান করে তার জন্য ফায়ারফক্স হ্যাং করতে পারে। আপনি ভাইরাস স্ক্যান এই পদ্ধতিতে বন্ধ করতে পারেন (ইহা ভাইরাস স্ক্যান প্রোগ্রামকে নিষ্ক্রিয় করবে না):
-
address bar এ, টাইপ করুন about:config এবং প্রেস করুন EnterReturn।
- এই about:config এ "This might void your warranty!" এই সতর্ক বার্তা প্রদর্শিত হতে পারে। about:config page এর সাথে থাকতে ক্লিক করুন ।
- browser.download.manager.scanWhenDone পছন্দ চিহ্নিত করুন এবং দুইবার ক্লিক করে মান false পরিবর্তন করুন।
বন্ধ করার সময় ফায়ারফক্স হাাং করে
মাঝেমাঝে যখন আপনি ফায়ারফক্স বন্ধ করেন, এইটি সাড়া নাও দিতে পারে এবং মেমরিতে থেকে যেতে পারে, আবার কোন ফায়ারফক্স উইন্ডো খোলা না। এটি পরবর্তিতে সঠিকভাবে ফায়ারফক্স চালাতে সমস্যা করতে পারে অথবা Firefox is already running, but is not responding. To open a new window, you must first close the existing Firefox process, or restart your system. এই বার্তাসহ "Close Firefox" ডায়লগ বক্স দেখতে পারেন। আপনাকে অবশ্যই ফায়ারফক্স এর সকল কার্যক্রম বন্ধ করতে হবে অথবা পুনরায় কম্পিউটার পুনরায় চালু করতে হতে পারে ( "Firefox is already running but is not responding" কিভাবে - সমাধান করব অন্য সমস্যা ও সমাধান গুলো এখানে দেখুন )।
ফায়ারফক্স সম্পুরনভাবে বন্ধ করুন
মেনু
বাটনে ক্লিক করুন এবং তারপর ExitQuit
এ ক্লিক করুন।
Firefox মেনুতে
ক্লিক করুন, তারপর এ ক্লিক করুন। স্ক্রিনের উপর Firefox মেনুতে ক্লিক করুন, তারপর Firefox মেনুতে
ক্লিক করুন, তারপর ক্লিক করুন। এ ক্লিক করুন।
- অবশিষ্ট ডায়লগ বাক্স অথবা গৌণ উইন্ডো যেমন ডাউনলোড উইন্ডো বন্ধ করুন ।
যদি ফায়ারফক্স প্রসেস মেমরিতে তবুও থেকে থাকে তাহলে , নিম্নলিখিত সমাধানের চেষ্টা করুন।
আপনার এক্সটেনশনগুলো ট্রাবলশুটিং করুন
একটি সমস্যাযুক্ত এক্সটেনশন সমস্যা সৃষ্টি করতে পারে, যা এক্সটেনশন নিষ্ক্রিয় অথবা বন্ধ করে এটির সমাধান করা যায়। ত্রুটিপূর্ণ এক্সটেনশন দ্বারা সৃষ্ট সমস্যা নির্ণয়ের এবং তার সমাধানের জন্য, এই নিবন্ধনটি দেখুন ।
জাভা প্লাগইন আপডেট করুন অথবা নিষ্ক্রিয় করুন
কখনও কখনও জাভা অ্যাপলেট ফায়ারফক্স প্রক্রিয়া প্রস্থানের পরে ব্যবহার হতে পারে। সর্বশেষ সংস্করণে জাভা আপডেট করার চেষ্টা করুন, মোজিলার প্লাগইন পরীক্ষা পৃষ্ঠায় যান অথবা, যদি আপনি জাভা প্লাগিন না চান,আপনি ফায়ারফক্স অ্যাড-অন ম্যানেজারের প্লাগইন প্যানেল থেকে এটি বন্ধ করে রাখতে পারেন। আরও তথের জন্য, এটি দেখুন।
আপনার ইন্টারনেট সিকিউরিটি সফটওয়্যার ট্রাবলশুট
নির্দিষ্ট ইন্টারনেট সিকিউরিটি সফ্টওয়্যার মধ্যে ইন্টারনেটে (ফায়ারওয়াল, এন্টি ভাইরাস সফটওয়্যার) কিছু সিস্টেমের মধ্যে রিপোর্ট করা হয় কারন তারা হ্যাং হয়। আপনি আপনার ফায়ারওয়াল কনফিগার করে দেখতে পারেন, এটি আপনার হ্যাং হওয়া থেকে সাহায্য করতে পারে।
Firefox hangs (mozillaZine KB) তথ্য উপর ভিত্তি করে তৈরি করা