ফায়ারফক্সের পূর্বনির্ধারিত হোমপেজে কিছু সাধারণ সুবিধার দ্রুত লিঙ্ক রয়েছে

এই প্রবন্ধটি বহুদিন রক্ষনাবেক্ষন করা হয়না, তাই এর বিষয়বস্তু নির্বাপিত হতে পারে।

আপনি যখন প্রথম ফায়ারফক্স চালু করবেন, হোম বাটনে ক্লিক করুন কিংবা নতুন উইন্ডো চালু করুন, আপনাকে ফায়ারফক্সের পূর্ব নির্ধারিত পেজ স্বাগতম জানাবে। ফায়ারফক্স হোম পেজ থেকেই সহজে গুগলে অনুসন্ধান করা যায় এবং ডাউনলোড , বুকমার্ক, ইতিহাস, অ্যাড-অন্স, সিঙ্ক এবং সেটিংস এর দ্রুত লিঙ্ক রয়েছে যাতে সহজেই যাওয়া যায়। এছাড়াও পূর্বে ব্যবহার করার সময় যদি আপনার কোন ট্যাব খোলা থাকে তাহলে পরবর্তীতে আপনি হোম পেজ থেকে তাদের এক ক্লিকে নিয়ে আসতে পারবেন।

আপনি যখন প্রথম ফায়ারফক্স চালু করবেন, হোম বাটনে ক্লিক করুন কিংবা নতুন উইন্ডো চালু করুন, আপনাকে ফায়ারফক্সের পূর্ব নির্ধারিত পেজ স্বাগতম জানাবে। ফায়ারফক্স হোম পেজ থেকেই সহজে পূর্বনির্ধারিত সার্চ ইঞ্জিন পাওয়া যায় এবং ডাউনলোড , বুকমার্ক, ইতিহাস, অ্যাড-অন্স, সিঙ্ক এবং সেটিংস এর দ্রুত লিঙ্ক রয়েছে যাতে সহজেই যাওয়া যায়। এছাড়াও পূর্বে ব্যবহার করার সময় যদি আপনার কোন ট্যাব খোলা থাকে তাহলে পরবর্তীতে আপনি হোম পেজ থেকে তাদের এক ক্লিকে নিয়ে আসতে পারবেন।

কি ভাবে আমি ফায়ারফক্স হোম পেজ পাব?

ফায়ারফক্সের পূর্বনির্ধারিত সেটিংস এমন ভাবে আছে যাতে আপনি ফায়ারফক্স চালু করে হোম বাটনে ক্লিক করুন কিংবা নতুন উইন্ডো খুলুন আপনি ফায়ারফক্স হোম পেজ দেখতে পাবেন।

New Home Page - WinNew Home Page - MacNew Home Page - Lin

home fx29

ফায়ারফক্স চালু করার পরে যদি আপনি পেজ দেখতে না পান, হোম বাটনে ক্লিক করুন অথবা নতুন উইন্ডো খুলুন এবং নিচের মত পূর্বনির্ধারিত সেটিং দিন:

  1. মেনু বাটনে New Fx MenuFx57Menu ক্লিক করে OptionsPreferences নির্বাচন করুন।
  2. General প্যানেল নির্বাচন করুন।
  3. স্টার্টআপ বক্স থেকে Restore to Default সিলেক্ট করুন।
    Restore default home page - WinRestore default home page - MacRestore default home page - Lindefault hp
  4. 'about:preferences পাতাটি বন্ধ করুন। যে কোন পরিবর্তন স্বয়ংক্রিয়ভাবে সংরক্ষিত হবে।
দ্রষ্টব্য: হোম পেজ সেটিং এর আরো তথ্য জানতে এবং কি ভাবে অন্য কিছু পরিবর্তন করা হয় জানতে, কিভাবে হোম পেজ নির্ধারন করা যায় দেখুন ।

হোমপেজ থেকে ডাউনলোড, বুকমার্ক,ইতিহাস, অ্যাড-অন্স, সিঙ্ক এবং সেটিংসে প্রবেশাধিকার

যখন আপনি ফায়ারফক্স চালু করবেন অথবা একটি নতুন উইন্ডো তৈরি করবেন সেখানে অবশ্যই পূর্বনির্ধারিত হোম পেজের সাথে বিভিন্ন বাটন পেজের নিচের দিকে থাকবে: Home Page Buttons - Win

Home Page Buttons - Mac
Home Page Buttons - Lin

পূর্ববর্তী সময়ে আপনার ব্যবহার করা ট্যাব এবং উইন্ডো রিস্টোর করুন

যদি আপনার ফায়ারফক্স বন্ধ করার সময় কিছু ট্যাব এবং উইন্ডো খোলা থাকে তাহলে, ফায়ারফক্সের ডিফল্ট হোম পেজে Restore Previous Session বাটন রয়েছে। আপনার সেই ট্যাব এবং উইন্ডো গুলো আবার আনার জন্য ,শুধু ক্লিক করুন। ;Session Restore - Home - Win;Session Restore - Home - Mac;Session Restore - Home - Lin restore fx29

 

These fine people helped write this article:

Illustration of hands

স্বেচ্ছাসেবক

আপনার দক্ষতা বাড়ান এবং অন্যদের সাথে শেয়ার করুন। প্রশ্নের উত্তর দিন এবং আমাদের জ্ঞানের ভিত্তি উন্নত করুন।

আরও জানুন