আপনি ফায়ারফক্সের কোন সংস্করণ ব্যবহার করছেন তা দেখুন
সংস্করণের তথ্য
- সংস্করণ id: 58636
- নির্মিত:
- রচয়িতা: Ashickur Rahman
- মন্তব্য: change the description
- পর্যালোচনা অবস্থা: হ্যাঁ
- পর্যালোচনা অবস্থা:
- পর্যালোচনা করেছেন: ashickurnoor
- Is approved? হ্যাঁ
- বর্তমান সংস্করণ? না
- অনুবাদের জন্য তৈরি: না
সংস্করণের উৎস
সংস্করণের বিষয়বস্তু
কোন সমস্যা খুজে বের করে তা সমাধান করতে গিয়ে কিংবা হয়তো শুধুমাত্র ফায়ারফক্স সর্বশেষ সংস্করণে হালনাগাদ করা আছে কিনা জানার জন্য প্রায়ই আপনি ফায়ারফক্সের কোন সংস্করণ ব্যবহার করছেন তা জানা জরুরি হয়ে পরে। চলুন দেখা যাক কিভাবে ফায়ারফক্সের সংস্করণ দেখবেন।
- ফায়ারফক্স উইন্ডোর একেবারে উপরের বাটনে ক্লিক করুন। মেনুটিতে যান এবং নির্বাচন করুন।ফায়ারফক্স উইন্ডোর একেবারে উপরের মেনুটিতে ক্লিক করুন এবং নির্বাচন করুন।
মেনু বাটনটিতে ক্লিক করুন, এরপর
এ ক্লিক করে নির্বাচন করুন।মেনু বারের About Firefox নামের একটি উইন্ডো আসবে। এখানে Firefox নামের নিচে সংস্করণ নম্বর লেখা থাকবে। মেনুটিতে ক্লিক করুন এবং নির্বাচন করুন।
দ্রষ্টব্য About Firefox উইন্ডো খোলার সাথে সাথে ফায়ারফক্সের কোন হালনাগাদকৃত নতুন সংস্করণ আছে কিনা তা ফায়ারফক্স নিজে থেকেই খুঁজে দেখবে। আরও জানতে Firefox নতুন সংস্করণে আপডেট করুন দেখুন।