আপনি ফায়ারফক্সের কোন সংস্করণ ব্যবহার করছেন তা দেখুন
সংস্করণের তথ্য
- সংস্করণ id: 172842
- নির্মিত:
- রচয়িতা: Mim Ahmed
- মন্তব্য: new version update
- পর্যালোচনা অবস্থা: না
- অনুবাদের জন্য তৈরি: না
সংস্করণের উৎস
সংস্করণের বিষয়বস্তু
আপনি ফায়ারফক্স এর কোন ভার্সন ব্যাবহার করছেন তা জানা প্রায়ই গুরুত্বপূর্ণ, যা সমস্যার সমাধানে জন্য অথবা ফায়ারফক্স হালনাগাদ আছে কিনা তা জানার জন্য । তা এখানে খুঁজে বের করার ২টি উপায় আছে।
- মেনু বাটনে ক্লিক করুন
ক্লিকহেল্প
এবং নির্বাচন করুন মেনু বারের, ক্লিক ফায়ারফক্স এর পরিচিতি উইন্ডোটি প্রদর্শিত হবে । ভার্সন নাম্বারটি ফায়ারফক্স এর নামের নিচে অবস্থান করবে । মেনু এবং নির্বাচন করুন .
Here is an example of what the About Firefox window will look like:
Note:ফায়ারফক্স পরিচিতি উইন্ডোটি খোলার সাথে সাথেই, ডিফল্টভাবে একটি আপডেট চেক করা শুরু করবে। যদি ফায়ারফক্স এর নতুন হালনাগাদ পাওয়া যায় , তাহলে এটি স্বয়ংক্রিয়ভাবে ডাউনলোড হয়া শুরু হবে। লিনাক্স এ , এটি হবে যদি আপনি বিল্ডটি মোজিলার ওয়েবসাইট থেকে ডাউনলোড করে ব্যাবহার করেন; অন্যথায় আপডেটি প্যাকেজ ম্যানেজার হতে আসবে । আরও তথ্যর জন্য Firefox নতুন সংস্করণে আপডেট করুন দেখুন ।
- বিকল্পভাবে, মেনু বাটন ক্লিক করুন
ক্লিকহেল্প
এবং নির্বাচন করুন । নতুন ট্যাবে about:support এই এড্রেসে একটি উইন্ডো প্রদর্শিত হবে । আপনার ফায়ারফক্স ভার্সনটি পেজটির Application Basics সেকশনের নিচে দেখাবে । আরো তথ্যের জন্য Firefox বিষয়ক সমস্যার সমাধানে Troubleshooting Information পাতার ব্যবহার দেখুন ।