ফায়ারফক্স সিঙ্কে ডিভাইস যোগ করার কোড কোথায় পাব?
সংস্করণের তথ্য
- সংস্করণ id: 62289
- নির্মিত:
- রচয়িতা: Safwan Rahman
- মন্তব্য: Updated
- পর্যালোচনা অবস্থা: হ্যাঁ
- পর্যালোচনা অবস্থা:
- পর্যালোচনা করেছেন: ashickurnoor
- Is approved? হ্যাঁ
- বর্তমান সংস্করণ? না
- অনুবাদের জন্য তৈরি: না
সংস্করণের উৎস
সংস্করণের বিষয়বস্তু
গুরুত্বপূর্ণ: Sync এর জন্য সর্বশেষ ফায়ারফক্স সংস্করণ প্রয়োজন। নিশ্চিত করুন আপনার যে কোনো কম্পিউটারে অথবা এন্ড্রয়েডে ফায়ারফক্স আপডেটেড কিনা। তারপর, যদি প্রয়োজন হয়, সিঙ্ক হালনাগাদ করুন।
আপনি যখন ফায়ারফক্স সিঙ্কে কোন ডিভাইস যোগ করতে যান তখন আপনার কাছে সেই ডিভাইসের দেওয়া একটি কোড জানতে চাওয়া হয়। কিভাবে আপনি সেই কোডটি পেতে পারেন তা এই নিবন্ধে দেখানো হবে।
সূচীপত্র
কিভাবে অ্যান্ড্রয়েড ডিভাইসে কোড খুঁজে পাবেন?
- পর্দার একদম নিচের প্রান্তে আর নয়তোবা উপরের-ডান দিকের কোনায়) , নির্বাচন করুন (আপনাকে প্রথমে হয়তো স্পর্শ করতে হবে) এবং, শেষে, । বাটন চাপুন (হয়
- এই যন্ত্রটি (মোবাইল, ট্যাবলেট) সংযুক্ত করার কোড দেখাবে।
কিভাবে অন্য একটি কম্পিউটারে কোড খুঁজে পাবেন?
- মেনু বাটনে
ক্লিক করে নির্বাচন করুন।
- ট্যাবে ক্লিক করুন।
- I already have a Firefox Sync account এর অধীনে
- Firefox উইন্ডো এর শুরুতে, বাটনে ক্লিক করুন এবং মেনুতে ক্লিক করুন মেনুতে ক্লিক করুন। ফায়ারফক্স সিঙ্ক সেটাপ উইন্ডো চালু হবে।
- ক্লিক করুন।
- এই কম্পিউটার যুক্ত করার কোড দেখাবে।
- মেনুবারে, মেনুতে ক্লিক করুন এবং নির্বাচন করুন। ফায়ারফক্স সিঙ্ক সেটাপ উইন্ডো চালু হবে।
- ক্লিক করুন।
- এই কম্পিউটার যুক্ত করার কোড দেখাবে।
- Firefox উইন্ডো এর শুরুতে, মেনুতে ক্লিক করুন এবং নির্বাচন করুন। ফায়ারফক্স সিঙ্ক সেটাপ উইন্ডো চালু হবে।
- ক্লিক করুন।
- এই কম্পিউটার যুক্ত করার কোড দেখাবে।